![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম পর্ব -
জীবিত বা মৃত শব্দ-আলো-রূপ-গন্ধ-রং বিহীন
ইন্দ্রিয় না বলে কথা, তাই প্রেম হীন
সকলেরই প্রেম প্রেম প্রেম হাহুতাশ !
কি এত করেছে ভারী ?
জ্যান্ত না না, শুধু মৃত শববাহী গাড়ি
আমরা নিঃসাড়ে ছুটেছি সারি সারি ..
দ্বিতীয় পর্ব -
ছোটা ভীম রাজু কালিয়া আর....
আর আমি...
এই নিয়েই আমার সংসার।
পাপার অফিস - মাম্মার এনজিও
নিতু দিদি ব্যস্ত ফোনে... কি যে এত ফোনে কথা বলে !
কাল মামাই এসেছিল। মামাই এলে ভাল লাগে - মিষ্টি গন্ধ আছে
মাম্মা ঠিক পছন্দ করে না, মামাই যে তেমন কিছু করে না ।
কেন যে বড়রা এমন হয় !!
মাম্মা বলে - সোনাই বেশ জেদী হয়ে পড়েছে, একটু সময় দিতে হবে,
কি যে করি ? অফিসের চাপ...
ততদিনে তোমার সোনাই না বিগড়ে যায়।
দীপ আজকাল আনমনা থাকে, ভাবে
সোনাইটাও আদুরে হচ্ছে ভুল তারই.. লাই দিয়ে মাথায় তুলেছে।
এইতো অমিত এসেছিল, সোনাইকে নিয়েই কাটিয়েছে সারাটা দিন
রাতে বলে গেল - দীপ ক্যারিয়ার নয় সোনাই বড় ।
বুঝি কিন্তু কি যে করি !!
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার লিখেছেন।
ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার- যেন ঘোর লাগানো।