![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তার গতিবেগ বাড়লে গাছগুলো পিছু ফিরে যায়
বড়বেলায় বোধ হয় আমিও একটা গাছ
বেগ বাড়লে পিছু ফেরার গন্ধ আসে, বুঝি সময় হয়েছে।
বড্ড ইচ্ছে করে মুঠি ভরে ছেলেবেলাকে ধরি
চু-কিৎকিৎ, খোখো, কাবাডি আর
গরমের কাচা আম, কয়েত বেলের শীত
অসময়ের বেড়ে ওঠা আর তুই।
অনেকদিন দেখিনি, খুঁজি ইতিউতি কিন্তু ধরা কি যায়
আসবি ... একবারটি ।
তোকে হারাতে ইচ্ছে করে না তারা গোনা রাতে
একমুঠো আলো-আঁধার মাঠ অশথ্বর গুঁড়ি
সাথে তুই…
একটু ভালবাসতে পারিস না আমাকে, আয় না
জড়িয়ে ধর, সাথে মিলে কিছু করি
নগ্ন আকাশে নগ্ন বাতাসে দুজনে শিশু হই
হবি ? পারবি মিলতে অশথ্বের গুঁড়িতে
বৃষ্টির ছটা আর তুই-আমি, নতুন জিনের মালা গাঁথি
লাল-হলুদ-সবুজ-বেগুনি-নীল, না না নীল নয়
সে তো আন্তরজালে ভরে আছে.. আসবি !
আয় তবে ! একটু পিছু ফিরি ।
ছেলেবেলায় ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
আকাশে নীলপাখি বলেছেন: দারুন!!!
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৭
রাবেয়া রাহীম বলেছেন: তোকে হারাতে ইচ্ছে করে না তারা গোনা রাতে
একমুঠো আলো-আঁধার মাঠ অশথ্বর গুঁড়ি
সাথে তুই"--------
শুধু চুপ থাকলাম ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ অসাধারণ.......... ++++++