![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন, বেচেঁ থাকতে চাই মরনের আগে পর্যণ্ত, মৃত্যুর পরে দেখতে চাই, অন্তত একটি মানুষের চোখে একটু ভালবাসার জল।
আমরা অনেকেই গুন গুন করে গান গাই , চিন্তা করি আহারে যদি মিউজিক থাকত!!
আসুন তাহলে একটা গান এর শিল্পির ভোকাল টা বাদ দিয়ে কিভাবে শুধু মিউজিকটা বের করা যায় জানি ।
হ্যা এর জন্য দরকার সফটওয়ার । আর সফটওয়ার টা খোজার দরকার কি?? অনির্বাণ আছে । নামিইয়ে নিন নিচের লিঙ্ক থেকে । আর ইন্সটল করুন , ইফেক্ট থেকে রিমুভ ভোকাল দিয়ে ভোকাল বাদ দিয়ে পিসি তে শুনুন , মিউজিক । আর হয়ে যান , একজন শিল্পি, এই ভাবে মিউজিক দিয়ে আপনি পার্ফরমও করতে পারেন । কাজে লাগ্লে ধন্য হব ।
লিঙ্কঃ গুতা মারেন দেহি ।
২| ২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২১
নষ্ট কবি বলেছেন: +++++
৩| ২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩২
সহ্চর বলেছেন: ++++ অগ্রিম দিলাম। কিন্তু কাজ না হইলে
বুইঝা লন
৪| ২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
অনির্বাণ রায়। বলেছেন: একটু কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয় । সফট টার নাম শুনেছিলাম ,ব্লগার ছুট ভাই কালো চিতার কাছ থেকে মোবাইল এর মাধম্যে । পরে খুজে নামিয়েছি । ওই কৃতগ্যতা আমার ।
৫| ২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: এক্ষুনি নামাইতাছি। অগ্রিম ধইনাপাতা লন।
৬| ২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫০
কষ্ট কন্যা বলেছেন: Click This Link
৭| ২১ শে জুলাই, ২০১১ রাত ৮:১৩
নগরের নাগরিক বলেছেন: ভাইযান.....কিরাম কইরে যে ভোকাল রিমুভ করমুনে হেইয়া তো কইলেন না....ইকটু যদি ইসকিরিন শট দিতেন....
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১:১২
অনির্বাণ রায়। বলেছেন: সিমপ্লি , গানটা ধরে নিয়ে সফট এ ছেড়ে দিন । ইফেক্ট এ যান , তার পর নিচে দেখুন , রিমুভ ভোকাল আছে , ওইটায় ক্লিক করেন , হয়ে যাবে ।
৮| ২১ শে জুলাই, ২০১১ রাত ৯:০২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কাজের জিনিস কিন্তু কাজ করে না ভাই।পোষ্টে + দিতে চাইছিলাম কিন্তু এখন দিব না
১৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২৪
অনির্বাণ রায়। বলেছেন: আপ্নে না পারলে আআমি কিতা করুম । টেরাই মারেন
৯| ২১ শে জুলাই, ২০১১ রাত ৯:২৬
ব্লগার ইমরান বলেছেন: হে হে আমি ভোকালের লগে গলা মিলাইয়া গান গাইলাম। ভালোই হইলো।
কিন্তু ভোকাল ব্যাডারে বাদ দেওয়ার কোনো অপশনতো পাইলাম না।
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১:১৩
অনির্বাণ রায়। বলেছেন: সিমপ্লি , গানটা ধরে নিয়ে সফট এ ছেড়ে দিন । ইফেক্ট এ যান , তার পর নিচে দেখুন , রিমুভ ভোকাল আছে , ওইটায় ক্লিক করেন , হয়ে যাবে ।
১০| ২১ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৫
একজন আমি বলেছেন: নামাইলাম
১১| ২১ শে জুলাই, ২০১১ রাত ১০:২১
অমাবশ্যার চামচিকা বলেছেন: দেখলাম। মোটামুটি ভালোই কাজ করে। তবে WMA ফাইল সাপোর্ট নাই, তাই একটু ঝামেলা আমার জন্য, কারণ আমি আমার কম্পিউটার এর সব গান WMA তে কনভার্ট করে রেখেছি জায়গা বাঁচানোর জন্য।
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১:১৪
অনির্বাণ রায়। বলেছেন: ভাই একজন , হইলেও পারলেন । আমি হতাশ হয়ে যাচ্ছিলাম ।
১২| ১১ ই আগস্ট, ২০১১ রাত ১০:২১
বিনিদ্র ~ রজনী বলেছেন: নামাইতেছি। +
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৬
টিনটিন` বলেছেন: ভোকাল বাদ দিয়ে, তার সাথে মাইক্রোফোন লাগিয়ে একসাথে গান রেকর্ড করার কোন সিস্টেম আছে?
২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৭
অনির্বাণ রায়। বলেছেন: জানি না । পেলে জানাব । ার াপনি পেলেও শেয়ার কৈরেন
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫৯
রাইসুল জুহালা বলেছেন: কেউ কি কাজ করাতে পেরেছেন? আমি পারলাম না!
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০৬
৬ টি তার বলেছেন: @রাইসুল জুহালা, ভাই আপনাকে আমি একটা গানের কথা বলেছিলাম সেটা কি পাইছেন?
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:২৯
রাইসুল জুহালা বলেছেন: @৬ টি তার, আমি বোধহয় আপনার পোস্টেই সেটার উত্তর দিয়েছিলাম। দুঃখিত, আমি গানটা খুঁজে পাইনি। আমার কাছে ছিল কয়েক বছর আগেও, এখন আর পাচ্ছি না।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০২
টিনটিন` বলেছেন: রাইসুল জুহালা @ ভোকাল বাদ দেওয়া যায়। তবে পুরোপুরি বাদ হয় না। সামান্য ভোকাল টোন পাওয়া যায়। আপনি নিজে এ মিউজিকের সাথে গান গেলে, ওই ভোকাল আর শোনা যাবে না।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০১
রাইসুল জুহালা বলেছেন: @টিনটিন`, ওহ আচ্ছা। ধন্যবাদ নিশ্চিত করার জন্য।
১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৪
৬ টি তার বলেছেন: @রাইসুল জুহালা,ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৪
অমাবশ্যার চামচিকা বলেছেন: এক্ষুনি নামাইতাছি। অগ্রিম ধইনাপাতা লন।