নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

সকল পোস্টঃ

অন্ধ থাকুন

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৯

পিঠ বাঁচাতে পারলেন তো?
পারবেন নিশ্চয়
অনেকেই তো পারে
আপনিও পারবেন।

কত মানুষ তো মরে,
খুন হয়
তাতে কি?
চেপে যান,
কিছুই হয়নি ।

বুদ্ধিমান হোন
নিজের কিছু হয়নি
পরিবারো ঠিকঠাক
আর কি চাই?

ভাল থাকবেন।
অন্ধের ভান চলুক
আঁচ না লাগলে
জেগে...

মন্তব্য৬ টি রেটিং+২

জিতে রও

১০ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩

চলে যাচ্ছ
চলে যাও
রূক্ষতার কোন প্রয়োজন নেই
যাবে তো জানিই
আলাদা কেন হবে
আলাদা হলে তো হেরে যেতে
হেরে যাওয়ার কথা নেই এখানে
জিতে রও।

ছেড়ে গেলে
জানি তো
এমনই তো হবার ছিল
সন্ন্যাসীদের ঘর বলতে কিছু নেই
সুবিধাবাদী সন্ন্যাসীদের...

মন্তব্য২ টি রেটিং+০

আমি যে নেই তাই

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪

কেমন আছিস?
ভালো আছিস তো?
ভালো থাকার কথা ছিল
আমি যে নেই তাই।

কেমন কাটছে সব?
ব্যস্ত দিন ঝামেলাহীন
ঝামেলা যে বিদায় নিয়েছে
আমি যে নেই তাই।

রঙচঙ পানি বুঝি
গলায় নামে খুব
বিব্রত যে হাওয়া হয়েছে
আমি যে নেই তাই।

উড়ছিস...

মন্তব্য৬ টি রেটিং+০

মেরে যা

০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৬

মার তুই আমাকে
মেরে আনন্দ পাচ্ছিস তো,
মার তবে।
কি করে মারবি
প্রাণে না জানে
মার তুই
যেভাবে চাস।

তোকে সাহায্য করব
শুধু বল কি করে মারবি
প্রাণে না জানে?
জানিয়ে মার
তোর কাজ এগুবো
মেরে যা
ভুল করিস না
আজকেই শেষ দিন
কাজে লাগা।

প্রাণে...

মন্তব্য৮ টি রেটিং+৩

কথা রেখো

০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:২৬

কথা দিলাম তোমায়
অমরাবতী পাহাড়ের চূড়ায়
দেখা দিবে তোমায়
উত্তরসূরী আমার।

যে তোমার নয়
পুরোটাই আমি
সমুদ্র ভালবাসবে
পাহাড় ভালবাসবে
কোন এক সাধারণ মেয়েকেও ভালবাসবে।

কথা দিও তুমি
আমার এই চোখ তার চিনবে না
আমার এই হাসি তার চিনবে না
আমার উত্তরসূরী...

মন্তব্য৮ টি রেটিং+২

নষ্ট নীড়

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮

সমাজের চোখে ভালো থাকার জন্য কত কিছুই না আমরা করি। ভুল মানুষটা কে সহ্য করি। ভুল মানুষটা কে মেনে নিয়ে ভাবি এটাই নিয়তি।মানুষটার খারাপ আচরণকে ঢাকি সবার কাছে, নয়ত নিজের...

মন্তব্য৬ টি রেটিং+২

হেসে যাও

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৪৭

নিজেকে বড্ড প্রতারিত লাগে আজকাল
বড্ড প্রতারিত
দুমড়ে ওঠে ভেতরটা
ফাঁকা ফাঁকা সব
অনেকটা মৃতের মত
বস্তা পঁচা সব
ধুঁকছি কেবল ধুঁকছি
অভিশপ্ত লাগে।

হেরে যাচ্ছি
সরে যাচ্ছি
ডুবে যাচ্ছি।

জিতে যাও
হেসে যাও
থামিয়ে আমায়।

মন্তব্য৬ টি রেটিং+১

সুপারহিরো বনাম আপনি

২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:২৫

সুপারহিরো বলতে কিছু হয়না। না হয়না বললে ভুল হয়। অবশ্যই হয় তবে তা সিনেমার পর্দায়। বাস্তবে এর কোনোই অস্তিত্ব নেই। অনেকেই আপনার জীবনে সুপারহিরো টাইপ ভাব নিয়ে আসবে, কিন্তু যখন...

মন্তব্য৬ টি রেটিং+০

তোমার হতে চেয়েছি

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৫

তুমি বিশ্বাস করো
আমি এতকিছু চাইনি
আমি তোমায় চেয়েছি
শুধু তুমি।

অন্য অলিখিত কিছু না
হাত আকড়ে নিয়ে
শুধু বৃদ্ধ হতে চেয়েছি,
একটা ফ্রেমের ছবি হতে চেয়েছি,
শুধু তোমার হতে চেয়েছি।

মন্তব্য১০ টি রেটিং+১

কথাটা টিকলোনা

২৬ শে জুন, ২০১৬ রাত ৩:৩৭

সে কথা দেয়নি
আমার হবে,
আমারই থাকবে।
আমি দিয়েছিলাম।
একতরফা কথার মানে নেই
তাই আজকের সময়ে
কথাটা টিকলোনা।

এতো ভালবাসার অপেক্ষা,
এতো প্রার্থনা
সে দেখলোনা।
ছেড়ে গেল অকাতরে
যেন কিছুই ছিলনা এখানে।
তাই আজকের সময়ে
কথাটা টিকলোনা।

মন্তব্য৪ টি রেটিং+১

সময় থাকতে ভালবাসুন

২১ শে জুন, ২০১৬ রাত ১২:০২

স্ট্যাটাস, পজিশন, মানি

     এর পেছনে ঘুরতে ঘুরতে কখন যে আমরা আমাদেরকে অনেক ভালবাসার,খুব কাছের মানুষটাকে অনেক দূরে সরিয়ে ফেলছি তা আমরা হয়ত নিজেরাই জানিনা। সেই মানুষটা হয়ত আমাদের কাছে...

মন্তব্য৬ টি রেটিং+২

কোন মানে নেই

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৫

তুমি তো জানো
সাঁতার না জেনে
ডুবে যাওয়ার কোন মানে নেই।

তুমি তো জানো
ক্ষুদ্র আমায় ভালবেসে
হারিয়ে যাওয়ার কোন মানে নেই।

তুমি তো জানো
নোনা লাগা কাজলে
পাত্তা দেবার কোন মানে নেই।

তুমি তো জানো
আমায় রেখে সাথে
নিজেকে হারানোর...

মন্তব্য৬ টি রেটিং+০

থাকুক কথা

১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৩০

মেঘ যদি আর নাই বা ডাকে
কিবা যায় আসে
আমি তো তার বৃষ্টি হবোনা
কিবা যায় আসে ।

থাকুক মেঘ থাকুক বৃষ্টি
থাকুক তার সব
থাকুক তার না দেওয়া কথা
থাকুক তার সব ।

আমি তো তার আকাশ...

মন্তব্য২ টি রেটিং+০

শহরটা তুমি

১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৪১

এই শহরটা তোমার মতোন
নিজেকেই ভালবাসতে পারে
নিজেরই অপেক্ষা করতে পারে
আমাকে তার প্রয়োজন নেই।

এই শহরটা তোমার মতোন
কাজেই কাছে ডাকে
বাকী সময় আমি নেই
আমাকে তার প্রয়োজন নেই।

এই শহরটা বড্ড তুমি!

মন্তব্য৮ টি রেটিং+১

আমার শুধু তুমিই ছিলে

১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৩৭

আমার কোন গল্প ছিল না
তুমি ভুল শুনেছ
আমার কোন অতীত ছিল না
তুমি ভুল শুনেছ
আমার অন্য মানুষ ছিল না
তুমি ভুল শুনেছ।

আমার কিছু আমি ছিলাম
তা দেখনি
তা বুঝোনি।
আমার পুরো তুমি ছিলে
তা খুঁজোনি
তা পাওনি।

মন্তব্য১০ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.