![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করো তখন আমি তোমাকে বুঝতে পারিনি
তুমি প্রায় প্রায়ই বলতে, কথা আছে- কতো কথা;
ঈশ্বরের দিব্যি!
আমি ভেবেছি, তুমি বলবে—
কার সাথে তোমার ঝগড়া হয়েছে
কে তোমাকে ভেংচি কেটেছে
কার সাথে তুমি আড়ি দিয়েছ
ইত্যাদি – ইত্যাদি!!
বিশ্বাস করো, তখন আমার একবারও মনে হয়নি
তোমারও একটি ফুলের বাগান আছে
তোমার বাগানেও হরেক রকমের ফুল ফুটে আছে
সেই বাগানে একজন স্থায়ী মালীর প্রয়োজন আছে!!
বিশ্বাস করো-
এখন আমি প্রায় প্রায় একলা কথা বলি
এখানে- ওখানে জোড়ায় জোড়ায় ধানশালিক দেখি
রাত জেগে চাঁদ দেখি
এখন আর কেউ আমাকে বলে না
কথা আছে — -
এখন আমার নীল ডায়েরী আছে
এখন আমি তোমাকে বুঝি
এখন আমি তোমাকে খুঁজি——
কিন্তু আজ আমি তোমাকে খুঁজে পাইনা
খুঁজে পাই কিছু না বলা কথা
যা রয়ে গেছে তোমার স্মৃতিতে জমা,
যা জানা হয়নি আমার-
লেখা হয়নি আমার নীল ডায়েরীতে!!
০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
এপিস বলেছেন: কবিতা আমাদের নিজেদেরকে খুঁজতে সৃষ্টি হয়।তাইতো তাদের মাঝে আমাদের নিজেদেরকে আমরা খুঁজে পাই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪০
হাসান আল-আমিন বলেছেন: কোথায় যেন নিজেকেই খুজে পেলাম । খুব ভালো লাগলো ।