নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিস

আমার আপনার চেয়ে আপন যে জন,খুঁজি তারে আমি আপনায়....

এপিস › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবস

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৭



আমাদের প্রাপ্তি, সেই রকম একটা ফেসবুক এডিক্টেড মেয়ে। কলেজে যাওয়ার সময় সেলফি, আসার সময় সেলফি, ফুসকা খেলেও স্ট্যাটাস, চকলেট খেলেও স্ট্যাটাস। সারাদিন রাত ২৪ ঘন্টায় অন্তত ১২ টা স্ট্যাটাস সে দিবেই। আল্লাহর রহমতে তার ফলোয়ারের ও কোন অভাব নাই। হাজার হাজার ফলোয়ার তার। সুন্দরী মেয়েদের যা হয় আর কি।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শ্রমিক দিবস, ভাষা দিবস, হাত ধোয়া দিবস, চকলেট দিবস, ফুল দিবস, ফল দিবস, গাছ লাগানো দিবস, হেন দিবস তেন দিবস ব্লা ব্লা ব্লা দিবস এই সকল দিবসের কথা থাকলে প্রাপ্তি তিনদিন আগে থেকে প্লেন করে কি করে পোষ্ট করবে। এই তো গত হাত ধোয়া দিবসে বস্তুিতে গিয়ে কিছু পোলাপাইনের হাত ধূয়ে দিয়ে সেলফি তুলে ফেসবুকেআপলোড দিলো।
সেই প্রাপ্তি গতকাল রাত ১২ টা বাজার আগেই ফেসবুক আইডিটা ডিএক্টিভ করে দিয়েছে। কারন আজ বাবা দিবস। বাবার উপর এক রাশ অভিমান ওর। অভিমান হবে না কেন!
বাবা যে ওকে কিছু না বলেই না ফেরার দেশে চলে গেছে। প্রতি বছর এই সময় প্রাপ্তি আইডি ডি এক্টিভ করে। আর মনে মনে বলে " বাবা সত্যি কি তোমার কোন দিবস হয়, বাবাকে ভালোবাসতে কি সত্যি দিবস লাগে? প্লিজ বাবা একটা বার বলে যাও"
-------- আজ বাবা দিবস!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.