![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়,
আজ তুমি বড্ড অচেনা
মেঘের মতো এসেছিলে তুমি-
আমার মনের উঠানেতে।
রিনঝিন পায়ে হেঁটেছিলে তুমি
আমারই চোখের সামনে।
কিন্তু আজ তুমি অন্যের উঠানেতে নামো
রিনঝিন পায়ে হেঁটে চলো মনের আনন্দে
ইর্ষায় পুড়ে যাই আমি!
কাঁদি আমি,আমার সাথে কাঁদে গোটা পৃথিবী।
তোমাকে চেয়েছিলাম বলেই-
আমি কখনো জ্যোত্স্না দেখিনি
অরণ্য পেরিয়ে হারিয়ে যাইনি।
আজ হারিয়েছি তোমাকে গহীন অরণ্যে
কিন্তু স্মৃতিগুলোকে গেঁথে রেখেছি
আমার খাঁ খাঁ করা হৃদপিঞ্জরে।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫১
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর কবিতা লেখেন ভাই। মুগ্ধতা
শুভকামনা আপনার জন্য