নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিস

আমার আপনার চেয়ে আপন যে জন,খুঁজি তারে আমি আপনায়....

এপিস › বিস্তারিত পোস্টঃ

আর কেউ পারবেনা এই চরিত্রদের জাগিয়ে তুলতে

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৯


এখনো আমার মনে হচ্ছে এই তো বই মেলা সামনে কিন্তু আমি আর কখনো হিমুর নতুন কিছু পাগলামি পাব না,মিসির আলি আর রহস্য ভেদ করবে না,নিজের চশমাটা শুভ্রের মতো হারিয়ে খুজবো না।৫ বছর আগে ১৯ শে জুলাই একজন মানুষের মৃত্যু হয়েছিল।এই একজন মানুষের মৃত্যু সব গুলো চরিত্রের মৃত্যু ঘটিয়েছে।বার বার মনে হচ্ছিল-হিমু মারা গেছে,মিসির আলি মারা গেছে,শুভ্র রুপা সবাই আজ মারা গেছে।
“হিমু কে?? আবার মিসির আলি কে?” আমি জানিনা তারা কে!কিন্তু যখন থেকে তাদের চরিত্র পড়তে শিখেছি, তখন থেকেই এরা আমার পাশে আছে।কেউ আমাকে রাস্তায় উদাসীন ভাবে হাঁটতে শিখিয়েছে,কেউ শিখিয়েছে রহস্যময়তার ভেতরের প্রান্তের রহস্যটুকু।কেউ আমাকে ভালবাসতে শিখিয়েছে,কেউ কাঁদতে শিখিয়েছে।রাতের বেলায় জোছনা দেখাও আমি এদের কাছে শিখেছি।কিন্তু এদের ১৯ শে জুলাই মরন ঘটেছে।
রবীন্দ্র সঙ্গীত যেমন রবীন্দ্রনাথ ছাড়া কেও সৃষ্টি করতে পারবে না,তেমনি হিমু, মিসির আলি, শুভ্র, একমাত্র হুমায়ূন আহমেদের সৃষ্টি, ইনি ছাড়া আর কেউ পারবেনা এই চরিত্রদের জাগিয়ে তুলতে।তাইতো এরা আজ জীবিত থেকেও আজ এরা মৃত্যু!
পরিশেষে শ্রদ্ধাঞ্জলি প্রিয় লেখকের প্রতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.