![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই:জ্যোৎস্নার জলে স্নান
লেখক:রাহাত রাব্বানী
ধরন:কাব্যগ্রন্থ
প্রকাশন:নব সাহিত্য প্রকাশনী
প্রচ্ছদ:হিমেল হক
প্রচ্ছদ মূল্য:১৪০ টাকা
পাঠক মন জয়ের জন্য সাহিত্যের অন্যতম একটি ধারা হচ্ছে কবিতা।প্রেম,ভালবাসা,আবেগ,ঘৃণা ইত্যাদি প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে কবিতা।সমসাময়িক কবিতা নিয়ে "জ্যোৎস্নার জলে স্নান" কাব্যগ্রন্থটি রচিত হয়েছে।বইয়ের প্রতিটি কবিতা পাঠ করে পাঠক নতুন করে কবিতার স্বাদ খুঁজে পাবেন বলে আমি আশাবাদী।৫৬ টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে।কাব্যগ্রন্থের কবিতাগুলোর ভাষা খুব সহজ ও সাবলীল।এ সাবলীলতাই কবিতাগুলোকে পাঠকের কাছে উপভোগ্য করে তুলবে।কবি তাঁর রচিত কবিতার মাধ্যমে নিজেকে ও তাঁর কবিতাকে প্রিয়জনের কাছে উৎসর্গ করেছে,তাঁর রক্ত দিয়ে লিখেছে ভালবাসার নাম।কবিতা দিয়ে কবি তাঁর হ্রদয়ে জন্মভূমির মানচিত্র এঁকেছে।কবি কবিতার মাধ্যমেই তাঁর প্রেয়সীকে নিয়ে ভিজেছে জ্যোৎস্নার জলে।কবি তাঁর এই "জ্যোস্নার জলে স্নান" কাব্যগ্রন্থের মাধ্যমে প্রেম,প্রকৃতির রুপ,বর্তমান সমাজের অবস্থা তুলে ধরতে চেষ্টা করেছেন।পাঠক বইটি পাঠের সময় প্রতিটি কবিতাকে একেকটি কাব্যগ্রন্থ মনে করবেন।বলা যায় কাব্যগ্রন্থটি আধুনিক বাংলা সাহিত্যের অসাধারণ এক সংযোজন।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫
এপিস বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম।