নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিস

আমার আপনার চেয়ে আপন যে জন,খুঁজি তারে আমি আপনায়....

এপিস › বিস্তারিত পোস্টঃ

তোমায় বিদায় জানাবো না

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫


আমি কখনোই তোমায় বিদায় জানাবো না
চোখের কোণের আড়াল হতে দিবো না।
প্রতিবার আমি তোমায় অবহেলা করেছি,
চলে যেতে বলেছি ,কিন্তু যাওনি তুমি।

সেদিন তুমি বলোনি সব কিছু বুড়ো হয়ে গ্যাছে
যদি চলে যেতে সেদিন কে থামাতো তোমায়?
তোমাকে কি থামানো যায়?
তবে আমি কিন্তু দমবার নই,
আমাকে কি দমানো যায়?

বরাবরের মতো আমি-
তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে-
কাল সকালে আবার জেগে উঠবো
সূর্য়ের আলোয় নতুন সম্ভাবনা হবো,
সেই আলো মেখে আমি-
তোমায় আরো ভালবাসবো,আরো কাছে ডাকবো।


ছয়টি বছরতো কাটিয়েছি নিঃশব্দে
প্রতিবারেই তোমা্য বলেছি-
একদিন আমার বিদায় হবে
নতুন লোক এসে সমৃদ্ধ করবে শুণ্যতা যতো।
এসব বলেও তোমাকে দমাতে পারিনি
চোখের কোনের আড়াল করতে পারিনি।
তাই আজ বলছি-
আমি কখনোই তোমায় বিদায় জানাবো না
দাড়িয়ে দাড়িয়ে দেখবোনা তোমার চলে যাওয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

অনিক_আহমেদ বলেছেন: সুন্দর কবিতা। :)

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

এপিস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.