![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন শান্ত ভোরে,যদি চোখ মেলে দেখো
আমি বিছানাতে নেই
তবে ভেবে নিও,আমি আর তোমার নেই;
তোমার কল্পনাতে কিংবা তোমার বর্তমানে-
আমি আজ তোমার নেই।
কতকাল আর অবহেলার মাঝে কাটাবো?
কুকুরের মতো বশ্যতা মেনে নিব?
ক্রীতদাসের মতো নিজেকে উৎসর্গ করবো?
আর কতকালই বা ঘৃণা পাত্র হয়ে থাকবো?
আজ এসেছে তোমাকে পরিত্যাগের শ্রেষ্ঠ সময়
তাইতো আর প্রতীক্ষা নয়!
আমি আমি পরিত্যাগ চাই-আত্মার পরিত্যাগ;
মিথ্যে ভালোবাসার পরিত্যাগ;
ছলনাময়ীর ছলনার পরিত্যাগ।
হৃদয়েতে আজ পরিত্যাগের আগুন জ্বেলেছি
সমস্ত শরীর দহিত হচ্ছে সে আগুনে
এ আগুন যখন নিভে যাবে
তখন তুমি ভেবে নিবে,আমি আর তোমার নেই।
©somewhere in net ltd.