নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিস

আমার আপনার চেয়ে আপন যে জন,খুঁজি তারে আমি আপনায়....

এপিস › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫



নামঃনিকুন্তিলা
লেখকঃনাসরীন জাহান
ধরনঃউপন্যাস
প্রকাশনঃঅন্যপ্রকাশ
প্রচ্ছদ মূল্যঃ১২০
নিকুন্তিলার প্রথমদিন স্কুলে যাওয়ার কাহিনী দিয়ে উপন্যাসটি শুরু হলেও এর মধ্য দিয়ে ফুটে উঠেছে সমাজের বাস্তব অবস্থার চিত্র।আমাদের দেশের মেয়েরা বড় হয় নানা জটিলতার মধ্য দিয়ে।তারা তাদের বয়সের পরিবর্তন নিয়ে নানা ধরনের মানসিক সমস্যায় ভোগেন।কিন্তু উপন্যাসের নিকু চরিত্রটি এমন এক চরিত্র যাকে অল্প বইয়সে মা মেয়েলি সমস্ত ঘটনা শিখিয়েছেন।মায়ের জীবনের প্রতিটি ঘটনা অনায়াসে সে নিকুর সাথে আলোচনা করত।আসলে মা তাকে প্রতিটি ঘটনা বলার মাধ্যমে তাকে বাস্তবতাবাদী গড়ে তুলেছে।নিকু অল্প বয়সে বেশি জেনেও কিন্তু সে বখে যায়নি।সে সমাজের রক্ষনশীল মেয়েদের মতোই বড় হয়েছে।কোন একদিন সে জানতে পারে মায়ের জীবনে তার বাবা ছাড়াও এসেছিল কোন এক পুরুষ।আসলে কে সেই পুরুষ?নিকুর সাথে কী তার কোন রক্তের সম্পর্ক রয়েছে?সে কী পুনরায় নীকু বা তার মায়ের জীবনে ফিরে আসবে?
নিকুর বিয়ে দিয়ে উপন্যাসের মোড় অন্য দিকে ঘুড়িয়ে দেয়া হয়।সেখানেও ফুটে উঠে সমাজের মধ্যবর্তী পরিবারগুলোর নানা সমস্যা ও জটিলতা।এছাড়াও নিকুর দাম্পত্য জীবনের মধ্যদিয়ে ফুটে ওঠে প্রতিটি নারীর প্রতি তাদের স্বামীরে ভালোবাসা আর স্বামীর প্রতি স্ত্রীদের নির্ভরতা।উপন্যাসের সমাপ্তি হয় অন্য রকম এক ঘটনা দিয়ে কী ছিল সেই ঘটনা?কোন আনন্দের ঘটনা নাকী হৃদয় বিদারক?জানতে হলে অবশ্যই পড়তে হবে উপন্যাসটি।
পাঠ প্রতিক্রিয়াঃউপন্যাসের শুরুতে মনে হয়েছে বইটি অতি রঞ্জিত কোন কাহিনী নিয়ে রচিত।কিন্তু কিছুদূর পাঠের পর বোঝা যায় কাহিনীগুলো আমাদের আশেপাশে প্রতি নিয়ত ঘটে যাচ্ছে।বইটি শেষ হওয়ার পরে পাঠক কিছুক্ষনের জন্য হলেও ঘোরের মধ্যে থেকে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.