নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার পেরিয়ে এক কণা আলোর খোঁজে

ছন্নছাড়া ছেলেটি

"আমি হয়তো তেমন না যেমনটা তোমরা ভাবো....!! হয়তো আমি তেমন , যাকে তোমরা বুঝতে পারো না....!!" আমার খুব সাধারন থাকার সাধ । অসাধারন হবার মত কোন গুন আমার ভেতর নেই । সমালোচকদের চোখে : আমি একটা 'অ' টাইপ ছেলে । ((অসহ্য, অসভ্য, অসামাজিক, অতিভদ্র, অস্থির, অধৈর্য্য, অনিয়ন্ত্রিত, অনাকাঙ্খিত (তাদের জীবনে), অবিশ্বাসী, অগোছালো, অতিরিক্ত ভাব, অত্যাচারী, অভিশপ্ত + ..... )) মানবিক গণতন্ত্রে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করি । বন্ধুদের চোখে : আমি আমি বিনয়ী, ভদ্র, বিশ্বাসী, প্রকৃতিপ্রেমী, আঁতেল, মেধাবী, ফানি, দুর্ভাগা এবং রোমান্টিক :) । মনুষ্যত্বের সংজ্ঞায় নিজেকে মানুষ বলে মনে করি । এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

ছন্নছাড়া ছেলেটি › বিস্তারিত পোস্টঃ

দুইটি কথোপকথন

১০ ই জুন, ২০১৩ রাত ১:১১

দুইটি কথোপকথন :



কথোপকথোন ১ :



► এই শুনছো ….?? |-)

► না, শুনছিনা । :-*

► মনে হচ্ছে আজ তুমুল বৃষ্টি হবে ।

► :-& কেন ? আপনি কি আবহাওয়াবিদ নাকি ?



► উঁ…হু … আমার মন বলছে তাই ।

► আপনার মনের সাথে বৃষ্টির কি সম্পর্ক ?



► খুব গাঢ় সম্পর্ক আছে । ধরে নাও মেঘ হচ্ছে আকাশের ‘মন’ । দুঃখগুলো মেঘ হয়ে জমতে জমতে গাঢ় হতে থাকে । তারপর বৃষ্টি রুপে কান্না হয়ে ঝুপ করে নেমে আসে । মানুষের মনও ঠিক তাই । পার্থক্য হলো আকাশের কান্না দেখা যায়, মনের কান্না দেখা যায় না ।

► উফ্ .. অসহ্য । আমি এসব বুঝিনা । X((



► তবে আজ বৃষ্টি আসবে । আকাশ আর মনের দুই কান্নায় কাটাকুটি হবে ।

► [ no reply]



► মেয়ে , তুমি এতো অবুঝ কেনো ?? ‘নিউট্রন বোমা বোঝো- মানুষ বোঝোনা ?! ” [using backspace]



… অবশেষে বৃষ্টি এসেছিলো কিনা জানা নেই ।



------------------------------------------------------------------





কথোপকথন : ২



– এই শুনছো .. ? :)

– কি হয়েছে .. ?? এতো হাঁকডাক কিসের ?? X(

– তুমি কি বিজি ..? :(



– হু .. ওয়েট .. X((

– বলতে পারো, মানুষের মন খারাপের রোগ হয় কেন ?

– না আমার ওসব হয়না । আমি হেপ্পিইইইই .. :P

:-* তুমি কি রোবোটিক ?!! আচ্ছা যদি এমন হতো রোবোটেরও কান্না থাকতো, সুখে হাসতো, তাদেরও মানবিক অনুভূতি থাকতো । বেশ হতো তাইনা ? একটা রোবট কিনতাম ।

– হা হা হা .. । অর্ডার দিয়ে বানিয়ে নেন । B-)



:) । আচ্ছা ! মাঝরাতে হুট করে ঘুম ভেঙ্গে গেলে কি কর ??

– আমি তো রাতে ঘুমাইনা ।

– ধরে নাও, একদিন অনিয়ম করে ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখতে পেলে চারপাশটা বীভৎস অন্ধকার । সেগুলো আলপিনের মতো তোমার শরীরে হুল ফোটাতে চাইছে । পানির তেষ্টা পেলেও তুমি একচুল নড়তে পারছোনা । চারপাশটা শুনশান । তোমার মনে হচ্ছে তোমার কোন সঙ্গী নেই । একমুঠো আনন্দ দেবার মত কোন মানুষ নেই । ”কেমন আছো..?”- জানার আগ্রহ কারোর নেই ।পৃথিবীতে তুমি একা- একদম একা । কেমন লাগবে ..??

– আমার কোন কিছুর অভাব নেই । এসব অদ্ভুত কুৎসিত ভাবনা আমার মাথায়-ই আসেনা । X((



B-) । আচ্ছা, এটা কি জানো, রাতের আকাশে পরীরা উড়ে বেরায় ?? অনেক রকমের পরী । ঘুমপরী, সুখপরী, মন খারাপের পরী । ঘুমপরীটা আমাকে দুষ্টুমিতে জালিয়ে মারে । মন খারাপের পরীটা একটু ছুঁতো পেলেই তার রুপোর কাঠি ছুঁইয়ে দেয় । আর সুখপরীটার দেখাই পাইনা । তার মনে হয় খুব ‘ভাব’ ।

– সুখপরীটা আমার জানালায় মাঝেমাঝে এসে টোকা দিয়ে যায় । এরপর এলে আপনার ঠিকানা দিয়ে দেবো । :)

– অপেক্ষায় রইলাম …



– No Reply …



অতঃপর অন্তহীন অপেক্ষা । সুখপরীটা রাস্তা ভুলে জানালায় উঁকি দেয় কি না সে প্রতীক্ষা । তার ভুল করার প্রতীক্ষায় ……..





:|:|:|

আআ/ AA

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.