নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার পেরিয়ে এক কণা আলোর খোঁজে

ছন্নছাড়া ছেলেটি

"আমি হয়তো তেমন না যেমনটা তোমরা ভাবো....!! হয়তো আমি তেমন , যাকে তোমরা বুঝতে পারো না....!!" আমার খুব সাধারন থাকার সাধ । অসাধারন হবার মত কোন গুন আমার ভেতর নেই । সমালোচকদের চোখে : আমি একটা 'অ' টাইপ ছেলে । ((অসহ্য, অসভ্য, অসামাজিক, অতিভদ্র, অস্থির, অধৈর্য্য, অনিয়ন্ত্রিত, অনাকাঙ্খিত (তাদের জীবনে), অবিশ্বাসী, অগোছালো, অতিরিক্ত ভাব, অত্যাচারী, অভিশপ্ত + ..... )) মানবিক গণতন্ত্রে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করি । বন্ধুদের চোখে : আমি আমি বিনয়ী, ভদ্র, বিশ্বাসী, প্রকৃতিপ্রেমী, আঁতেল, মেধাবী, ফানি, দুর্ভাগা এবং রোমান্টিক :) । মনুষ্যত্বের সংজ্ঞায় নিজেকে মানুষ বলে মনে করি । এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

ছন্নছাড়া ছেলেটি › বিস্তারিত পোস্টঃ

যে চিঠি গন্তব্যে পৌঁছাবেনা কোনদিন

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

সুহাসিনী,



''শুরুতেই অনেক ভালবাসা নিও''- কথাটা না লিখেই শুরু করলাম । কারন কথাটা তোমার তেতো লাগতে পারে । জানি, আমার ঘাসফুল ভালোবাসা অনেক আগেই প্রয়োজনহীন হয়েছে তোমার কাছে। এতদিন পরে কোন দাবী নিয়ে নয়, অনুরোধ নিয়ে লিখছি- নিজের প্রয়োজনেই।



যেদিন আমায় অপূর্ণ রেখে চলে ...গেলে , নিয়ে গেলে যা দিয়েছিলে, আজ তার অল্প কিছু ফেরত পাবার আশায় আবারো লিখছি তোমায়- নিয়ম ভেঙে।

কোন এক হেমন্ত বিকালে, লাল ইটের পথঘেঁষা নিয়ন আলোর নিচে প্রথম দেখার স্মৃতিটুকু ফেরৎ পাঠিও । ফেরৎ পাঠিও -সেই মুগ্ধ শ্রোতার মত তোমার কথা শুনতে শুনতে হেঁটে আসা ক্ষণটুকু । প্রতিদিনই পথের ধারে সেই স্মৃতিটা আমি মগ্ন হয়ে খুঁজে বেড়াই। তবুও পাইনা।



রাতের পর রাত জেগে, অনুভূতির সুঁই-সুতোয় তোমায় নিয়ে একটা স্বপ্ন বুনেছিলাম । মাঝরাতে গ্রীল ধরে দাড়িয়ে আছো / অবাধ্য হাওয়ায় এলোমেলো চুল/ তোমার মুখের একপাশ জোৎস্নায় লুটোপুটি / আর তুমি উদাসী চোখে পেজা তুলোর মতো আকাশ দেখছো । আমার সেই স্বপ্নটুকু ফেরৎ পাঠিও । আর কোন স্বপ্ন দেখার বোধটুকু আমি যে হারিয়ে ফেলেছি ।



হোটেল ‘কৃষ্ণচূড়া’-য় পাশাপাশি বসে চা-পানের ফাঁকে অতি অভদ্রতায় তোমার আহত নাকটাকে ছুঁয়ে দেয়া আমার হাতের সেই উষ্ণতাটুকু ফেরত পাঠিও। যে উষ্ণতার জন্য এখন আমার হাত সারাটিক্ষণ মৃত উষ্ণতায় জমে থাকে। সেই উষ্ণতাটুকু খুব দরকার।

আমার শেষরাতের জড়সড় ঘুমগুলোকেও ফেরত পাঠিও। অনেকদিন ঘুমাইনি। কোটরে ঢুকে যাওয়া অনিদ্র চোখদুটো এখন আর আমাকে স্পষ্ট দেখতে দেয়না।



প্রতিসকালে তোমার চায়ের কাপে জমিয়ে রাখা আমার সাদাকালো স্বপ্নগুলো পাঠিয়ে দিও।

সাদা না হোক, অন্তত কালো স্বপ্নগুলো দিও। সাদা-কালোর মাঝামাঝিতে আটকে যাওয়া স্বপ্নগুলোকে টানতে টানতে আমি আজ হাঁপিয়ে উঠেছি।



আর হ্যাঁ, তোমার ড্রয়ারে অবহেলায় পড়ে থাকা আমার অনুভূতির কাঠপেন্সিলটাও মনে করে পাঠিও। অনেকদিন হল কবিতা লেখিনা, আবারও নিজেকে কবিতায় হারাতে চাই।



আর কিছুই চাইবার নেই। ''ভালো থেকো'' যদি নাও বলি- তবুও অন্যায় হবেনা জানি। শুধু বলতে চাই, ''ভাল রেখো''। কারন, ভালো থাকাটাই সবকিছু নয়, ভালো রাখাটাও অনেক কিছু || —





ইতি

'অন্যরকম একজন'





আআ











মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৮

হাসান মুহিব বলেছেন: চিঠি পরতে সব সময় ভালো লাগে .। ভালো লাগা রইল

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: অনেক ধন্যবাদ :P :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.