নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলে নেয়া ভাল, এই ব্লগের প্রত্যেকটি লেখাই আমার না, প্রয়োজনের তাগিদে কিছু বিশেষ গুরুত্বপূর্ন লিখা আমি লেখকের সোর্স সহ এইখানে কপি করে রাখি।স্রেফ নিজের প্রয়োজনের কথা ভেবে। তাতে যদি আপনার সামান্য উপকার ও কখনো হয়ে যায়,সেটা আমার জন্যে সারপ্লাস।হ্যাপি ব্লগিং !

সাদ বিন

সাদ বিন › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই ই খারাপ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

..ভালো খারাপের সংজ্ঞাটা মনে হয় সিরিয়াস মাত্রায় একটা আপেক্ষিক ব্যাপার। একটা ছেলে বা মেয়েকে খারাপ বলতে কি কি প্যারামিটার দিয়া বিচার করতে হয় সেটা একেকজনের কাছে একেক রকম।প্রায়ই আমরা অন্যের দেয়া মতামতটাকে প্রায়োরিটি দিয়া বিচার করি ।আবার মনে করেন এক ছেলে সিগারেট খায়।আপনে যদি মাথার একপাশ দিয়া সিথি করা পোলা হন,তাইলে অবশ্যই আপনার চোখে তারে খারাপ লাগবে।আপনার জানার কোন দরকার ই পড়বে না,সেই ছেলে কারো হারিয়ে যাওয়া মানিব্যাগ টা কোন দিন নিজ উদ্যোগে বাসায় গিয়া পৌছায়া দিসে কি না।আবার কিছু পাবলিক থাকে যারা তার চেয়ে একটু অধিক মাত্রায় খারাপেরে খারাপ বইলা প্রচার কইরা নিজে ভাল হবার চেষ্টা করে।একটু ডেঞ্জারাসই মনে হয় এদেরকে।নিজের তল দিয়া প্যান্ট ছিড়া থাকলেও হুজুরের দাড়ির সাইজ নিয়া এদের কিউরিসিটি অনেক।আবার এমনও পোলাপাইন দেখি যেগুলায় বাসার ভিত্রে ফেরেশতা থাহে আর বাইরে গিয়া শয়তান ধইরা লারেচারে।আবার দ্যাখেন কিছু মানুষ আমার আপনার কাছে হয়ত ভালো,কিন্তু এরা অন্যের চোখে খারাপ..



...এইসব নিয়া ফাও চিন্তা কইরা আজকে একটা যায়গায় আইসা থামলাম...



আসলে একটা মানুষের খারাপ দিকটা জানার ঠিক আগ মূহুর্ত পর্যন্ত সে আমাদের কাছে ভালো।আর ভালো মানুষেরা কোন দিন কাউরে ডিরেক্টলি খারাপ বলে না ।আর আমরা সবাই ই আসলে খারাপ।খুব অল্পমাত্রায় হইলেও খারাপ।কেউ একটু বেশী খারাপ,কেউ কম খারাপ।খারাপের মাত্রাটা যার মধ্যে কম থাকে,তারেই এই সমাজ ভালো বইলা স্বীকৃতি দেয়।



..এই জন্য এই সমাজ ব্যাবস্থাটারে আমার বেশ রংগিন বইলা মনে হয়।মৌলিক রং তিনটাই,কিন্ত হাজার রংগের আলোয় ঝিলমিল করে সবকিছু....



... কি অদ্ভুত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.