নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:১০



রুমা আমি কি আরও কিছুক্ষণ বসবো
নাকি চলে যাব
একটু পর-ই বন্ধ হয়ে যাবে
তোমাদের ক্যাফে
দশটা বাজতে আর মাত্র
ত্রিশ মিনিট বাকি
যদি কিছু বলার থাকে
তবে তা নিঃসঙ্কোচে বলে ফেল
কিংবা চুপিচুপি একটি
নোট রেখে যাও টেবিলে
আর মাত্র দশ মিনিট তোমার হাতে
রুমা আমি চলে যাবো
হয়তো আর আসবো না
হয়তো আর কখনও দেখা হবে না
রুমা এখনই সময়
যদি কিছু বলার থাকে
তবে তা নিঃসঙ্কোচে জানাও আমাকে
কাছে এসে ফিসফিস করে বলো
কিংবা একটি নোট রেখে যাও টেবিলে
আর মাত্র পাঁচ মিনিট তোমার হাতে
#

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:১৪

মোজাহিদ আলী বলেছেন: মুগ্ধতার কটি লাইন। অন্যরকম ভালোলাগা, শুভকামনা রইলো

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:১৯

অর্ক বলেছেন: আপনার এই প্রশংসায় আমি ততোধিক মুগ্ধ ও উদ্দীপিত। আপনার জন্য ভরপুর শুভকামনা। অসংখ্য ধন্যবাদ।

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:২০

সুমন কর বলেছেন: আরে, এতো তাড়াতাড়ি বুঝি ৩০, ১০, ৫ মিনিট শেষ হয়ে যায়......!!

খারাপ লাগেনি।

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:২৯

অর্ক বলেছেন: উহু আপনি ঠিক বোঝেননি! ১০ টা শেষ সময়। আমি একজন কাস্টমার হিসেবে অবশ্যই একদম শেষ সময় লটরপটর না করে একটা সম্মানজনক কাছাকাছি সময় যাব। এই সহজ বিষয়টা আপনি বুঝলেন না দেখে অবাক হলাম! যাক মন্তব্যের জন্য ধন্যবাদ। যদি সময় থাকে তবে আরেকবার পড়ে দেখতে পারেন। এবার আশা করি আপনার বিভ্রম কাটবে। সব পরিষ্কার লেখা আছে।

৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: তাই বুঝি !!

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৩০

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আহারে! রুমা বোঝেনা সে বোঝেনা ! :(

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৬

অর্ক বলেছেন: ওরা সবাই বোঝে। বুঝি না আমি নিজেই।

৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:০০

জাহিদ অনিক বলেছেন: আহারে ! হুম তো ৫ মিনিটে কি হল ? জানতে পারি ?

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৯

অর্ক বলেছেন: এটা একটা কাল্পনিক কবিতা! হা হা।

৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা কি হৃদয় সংহারী কথা! মুগ্ধতায় হাবু ডুবু অবস্থা কিন্তু তারপর কি হয়ে ছিল?

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:০২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। এটা অন্য কোনও কবিতায় লিখবো!

৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মুহিত টের পেলে এমন লেখায় নিশ্চিত কর দাবী করতে পারে!

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:০৩

অর্ক বলেছেন: হা হা যা বলেছেন! বিপদের ঘ্রাণ পাচ্ছি!

৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২২

নাগরিক কবি বলেছেন: আলটিমেডাম B-)) । মনে হয় না সময়টা সে কাজে লাগাবে ;)

ভাল - ও - সুন্দর।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:০৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। প্রকৃত ভালবাসা চিরন্তন। সময় কাল এখানে অর্থহীন!

৯| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৮

ওমেরা বলেছেন: এত কম সময়ে কি আসা যায় !! চুল ঠিক করতেই তো ৩০ মিনিট লাগবে তার পর আরও কত কি বাকী !! ধৈর্য ধরেন রুমা আসবে ।

০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৪

অর্ক বলেছেন: যথার্থই বলেছেন। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.