নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যতো কথা .......... :)

ভাল লাগেনা কিছু .........

আরমিন

ক্ষেপার মত কেনো এ জীবন \nঅর্থ কি তার, কোথা এ গমন\nকে তুমি গোপনে চালাইছো মোরে\nআমি যে তোমারে খুঁজি.....

আরমিন › বিস্তারিত পোস্টঃ

দ্বীপ থেকে দ্বীপান্তরে

১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৩১

সাত হাজার একশ সাতটি দ্বীপের দেশে বাস করার মজাই আলাদা ! সুযোগ পেলেই পাড়ি জমাও এক দ্বীপ হতে অন্য দ্বীপে! এপ্রিলের হলি উইকের ছুটিতে তাই বেড়িয়ে পড়েছিলাম সাগরে ভেসে দ্বীপ থেকে দ্বীপান্তরে।



সকাল আটটায় লস বানোস থেকে যাত্রা শুরু , বার বার নস্টালজিক হয়ে যাচ্ছিলাম AFSTRI এর সাথে এটাই শেষ ট্রিপ বলে! লুজোন ছেড়ে খুব একটা বের হই না আমরা , এবারও তাই রিসোর্ট ঠিক করা হলো লুজোনরই এক প্রান্তে Zambales এ, সেখানই আমাদের রাত্রিযাপনের ব্যবস্থা আর সেই বিচ থেকেই নৌকা করে যাওয়া হবে আশে পাশের ছোট ছোট দ্বীপগুলোতে। আমাদের সাথে ছিলো আরও দুটি বাঙালী পরিবার, একটি ইন্ডিয়ান পরিবার , মাদাগাস্কার, ইন্দোনেশিয়ান আর চাইনিজ কলিগরা!







মধ্যাহ্নভোজনের বিরতিতে ছবি নিলাম নীল আকাশে সাদা মেঘের ভেলার! নানা হাস্যরসে আর হুটোপুটিতে বিকেলের ঠিক আগে আগেই পৌঁছে গেলাম পূর্ব নির্ধারিত রিসোর্টে। একটু রেস্ট নিতে না নিতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামি নামি করে! সাগরপাড়ে যাবো আর সূর্যাস্ত দেখবো না , তা কি হয়? ছোটবোনের সযত্নে বানিয়ে পাঠানো আমব্রেলা ড্রেস পড়ে হাজির হলাম সাগরতীরে।





সাগরের তীর ঘেষে পাহাড়, পাহাড়ের কোল ঘেষে মেঘ! আহ্‌! সেকি দৃশ্য!





ধীরে ধীরে আকাশ কমলা হতে শুরু করলো!





গোধূলি গগনে মেঘে ঢেকেছিলো তারা , আমার যা কথা ছিলো, হয়ে গেলো সারা





সূর্যাস্তের পর পরই বীচে আগুন জ্বালিয়ে ক্যাম্প ফায়ারের আয়োজন ! কিন্তু এপ্রিলের উত্তপ্ত সন্ধ্যায় আগুনে ঝলসানো পপকর্ন খাবার চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক রুমকেই বেছে নিয়েছিলাম, তাছাড়া পরের দিনের জন্য অগ্রীম বিশ্রামও নিয়ে নিচ্ছিলাম। রাতে ভিডিওকে চালানোর ইচ্ছে থাকলেও সঙ্গী সাথী কাউকে না পেয়ে ক্ষান্ত দিলাম।



পরদিন সকাল আট টার মধ্যে ব্রেকফাস্ট সেরে সবাই বীচে। বীচে গিয়ে নৌকা দেখে তো ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম ! কাগজের খেলনার মত ছোট্ট একটা নৌকা, তার উপর মেঘলা আকাশ , সাগরে ইয়া বড় বড় ঢেউ! ঢেউয়ের চোটে নৌকা তীরে ধরে রাখা যাচ্ছে না । এই নৌকায় চড়তে হবে ভেবেই আমার কান্না পেয়ে গেলো! এরমধ্যেই দেখি সবাই বিপুল আগ্রহে নৌকায় চড়া শুরু করলো।আমি বার বার এন্ডোকে বলতে লাগলাম, আমি সাঁতার জানি না, বেশী দূরের দ্বীপে যাবার দরকার নাই। নৌকায় উঠে আমি একমনে আয়াতুল কুরশি পড়া শুরু করলাম! আমার ভয় দেখে আমার বর আর এক কলিগ খন্দকার ভাই গান গাওয়া শুরু করে দিলেন তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে



সাগরের ঐ প্রান্তরে শুনি পর্বতচূড়ায় চাঁদ জাগে, জলপথে আমি দেই পাড়ি, ফিরি চাঁদ জাগা ঐ বন্দরে





মেঘ বলেছে যাব যাব , রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে , আমি তো আর নাই



ঐ দূর পাহাড়ের ধারে, দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে

গাইছে, আপন সুরে আপন সুরে আপন সুরে






চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়ায় , শুরু হোক পথচলা, শুরু হোক কথা বলা



Anawangin beach

এখানে আমাদের প্রথম নামিয়ে দেয়া হলো।আমি তো নৌকা থেকে নামতে পেরেছি , সেই খুশিতেই আত্মহারা! এটি একটি ছোট্ট দ্বীপ, এই দ্বীপের আকর্ষণ হলো পাহারী ঝর্না এবং গুহা! যদিও এপ্রিলে ঝর্নায় পানি থাকে না অজুহাতে আমাদের সেখানে নিয়ে যাওয়া হয়নি। আমাদের বসার জন্য একটা সেডের ব্যবস্থা করা হলো। ফিলিপিনোরা এই দ্বীপে আসলে একেবারে তিন চারদিনের আগে ফেরে না, অনেক রঙ বেরঙের তাঁবু ফেলা দেখলাম, বাথরুম যে কোথায় করে আল্লাহই জানে!







এর মাঝেই শুরু হয়ে গেলো স্যুভেনির কেনা কাটা! আমি ছবি তোলা শুরু করতেই অক্ষয় ভাইয়া বললেন ক্রেতাসহ ছবি তুলতে।



তাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি, সেভাবেই পোস দিয়েছে! হাহা!



খন্দকার ভাইয়ের পুত্রকন্যা, পিতৃগর্বে গর্বিত, এই মাছ তাদের বাবা কিভাবে যেনো ধরে নিয়ে আসছে!



এই না হলে ভেকেশান?



মেঘের কোলে রোদ হেসেছে , বাদল গেছে টুটি, আহা হাহা হা, আজ আমাদের ছুটি , ও ভাই আজ আমাদের ছুটি







লান্চের পর মন খালি ফিরে যেতে চাইছিলো, কিন্তু আমাদের নৌকার তো কোনো খবর নাই ! নৌকা আসলো লান্চের অনেক পরে এবার পাড়ি জমালাম কাপোনস আইল্যান্ডের পথে। যদিও আমি রিসোর্টে ফিরে যাবার পক্ষেই ছিলাম!





কাপোন্‌স যেনো স্বর্গের এক টুকরো ছেঁড়া অংশ! কাপোন্‌স এর স্বচ্ছ সবুজাভ নীল পানি দেখে আমি সব কিছু ভুলে গেলাম। আমার বর বললো, দেখো যদি ভয় পেয়ে না আসতে , তাহলে এত সুন্দর একটা জায়গা অদেখা রয়ে যেত!





সাগরের সৈকতে কে যেনো দূর হতে আমাকে ডেকে ডেকে যায়, আয় আয় আয়...........



ঐ ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে , আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ...



সাগরের তীর থেকে মিস্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে



ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া..........





এই সেই ঐতিহাসিক নৌকা



কাপোন্‌স এর পরের গন্তব্য কামারা আইল্যান্ড। আমি তো রাগে গজগজ করছি , না তারা লাইট হাউজ দেখবে!





ঐ যে উপরে দেখা যাচ্ছে সাদামত, সেটাই লাইট হাউজ। অনেক কস্টে সবাইকে এখানে নামা থেকে বিরত করেছি, উফফ! এরপরে ফেরার পালা । ফেরার পথে আবার সেই বড় বড় ঢেউ! এক কলিগের মেয়ে তো কেঁদেই দিলো, ওর সমান বয়স হলে আমিও কাঁদতাম ওর সাথে। অনেক ভাবলাম বসে বসে, আমি কি তাহলে মৃত্যুকে ভয় পাই, এটা তো অনিবার্য! ভেবে দেখলাম , নাহ , শুধু মৃত্যুকে ভয় পাই না, আমি ভয় পাই সলীল সমাধিকে ! ভেবে দেখুন, আপনি পানিতে ডুবে যাচ্ছেন, নাক কান দিয়ে পানি ঢুকছে, নিশ্বাস নিতে পারছেন না! কি ভয়ংকর!



ফেরার পথে ওরা ফ্লাইয়িং ফিশ দেখে খুব হৈ হুল্লোর করলো, আর আমি যথারীতি আয়াতুল কুরশি পড়া শুরু করলাম। বড় বড় ঢেউয়ের ভয়ে আমি পিছনের দিকে মুখ ফিরিয়ে রাখলাম, তাতেও কোনো সুবিধা হলো না, যেদিকে চোখ যায় খালি পানি আর পানি। আর এত পানি দেখে আমার কেবলই গলা শুকিয়ে আসতে লাগলো!



মেঘ থম থম করে , কেহ নেই



আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে , অকুল দরিয়ার বুঝি কূল নাই রে ......



নাহ, সলীল সমাধি হয়নি, ঠিক ঠাকভাবেই ফিরতে পেরেছিলাম। রিসোর্টে ফিরেই গোসল করে বিছানায়! এদিকে ঐদিন রাতেই ছিলো আমাদের গ্রুপ ডিনার , যা বেমালুম ভুলে গিয়েছিলাম এবং পরে আমার জন্য অন্যদের অপেক্ষা করতে হয়েছে! তবে ডিনারের পর অনেক মজা করেছিলাম। আমি আর এন্ডো গিয়ে ভিডিওকে দখল করলাম! প্রথমে কেউ পাত্তা না দিলেও পরে এসে আমার বর আর খন্দকার ভাই জুটলেন। আমার বর এমনিতে সাই হলেও গলা ভালো তার মাশাল্লাহ , আমার চেয়ে ভাল গায়। সে খুবই এনজয় করলো। যাহ্‌ বাবা, আমাদের আনন্দটা কারেন্ট বাবাজির সহ্য হলো না, তিনি চেঁচামেচিতে বিরক্ত হয়ে প্রস্থান করলেন আর আমাদের গান গাওয়াও শেষ হলো। শুরু হলো ম্যারাথন আড্ডা! সব কিছুরই শেষ থাকে , আড্ডা শেষ করে যখন একেবারেই হতাশ হয়ে রুমে ফিরছিলাম, তখনই কারেন্ট বাবাজী হাজির! বাহ!



পরদিন ফেরার পালা! ফেরার পথে আমরা ঢুঁ মারলাম সুবিক বে এর লাইট হাউসে আর শপিং মল গুলোতে ! সুবিক এ আমার সবচেয়ে প্রিয় জায়গা এই লাইট হাউজ সুবিক বে!তবে দিনের চেয়ে রাতের সাজ সজ্জা অনেক বেশী দৃস্টিনন্দন! আসুন সুবিকের কিছু ছবি দেখতে দেখতে না হয় বিদায় নেই।



















( গানের ব্যাপরে আমি সর্বভূক, তাই সব ধরনের গানই দিয়েছি,আশা করি ভাল লাগবে। সাথে থাকার জন্য সবাইকে শুভকামনা! )

মন্তব্য ১১৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৭

খেয়া ঘাট বলেছেন: চমৎকার বর্ণনা। ছবির সাথে সংগীতের দারুন সমন্বয়।
পৃথিবীতে মানবজাতি বড়ই সুখে আছেরে................

১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় খেয়া ঘাট!

সুখ একটা আপেক্ষিক ব্যাপার !

সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয় ....................

:)

২| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৯

খেয়া ঘাট বলেছেন: ঐ দূর পাহাড়ের ধারে, দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে, আপন সুরে আপন সুরে আপন সুরে - অনেকদিন এই গানটি শুনা হয়নি। আজকে প্রাণভরে শুনবো।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

আরমিন বলেছেন: Winning এর ভক্ত? :)

শুভকামনা নিরন্তর ।

৩| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৫৬

মাহবু১৫৪ বলেছেন: আপনি কি ফিলিপাইনে থাকেন? ওখানেই ঘুরতে গিয়েছিলেন?


অসাধারণ সুন্দর লাগলো পোস্ট। ছবি গুলো চরম তুলেছেন। তাই আলাদা মাত্রা পেল পোস্টটিতে যেন!

শত শত ভাল লাগা

এরকম জটিল ভ্রমণ করার আমারো ইচ্ছা।

++++++++

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০

আরমিন বলেছেন: জ্বী ,আপাতত ফিলিপাইনে আছি , হুম । :)

অনেক অনেক ধন্যবাদ! ছবি তুলতে খুব ভালোবাসি, ছবি ভালো লেগেছে জেনে ভাল লাগলো !

দোয়া করছি , আপনার মনের আশা পূরণ হোক, অনেক অনেক সুন্দর জায়গায় ঘুরে বেড়ান আপনি!

আবারও ধন্যবাদ এবং শুভকামনা! :)

৪| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৫৮

ফেরদাউস আল আমিন বলেছেন: গান গুলোর স্বমন্বয় সুন্দর একটি সংযোজন।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:২২

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !

শুভকামনা নিরন্তর! :)

৫| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৫:২০

হাসান মাহবুব বলেছেন: বড়ই সৌন্দর্য! জীবন এরকম হাসি-গান-ভ্রমণ (মাঝে মধ্যে আয়াতুল কুরসী :-B ) তে ভরপুর থাকুক। '

শুভসকাল।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় হামা ভাই !

আপনাদের জন্যও শুভকামনা রাশি রাশি!

সরি, জবাব দিতে দিতে রাত হয়ে গেলো, শুভসন্ধ্যা ! :)

৬| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৫:৪৫

বোকামন বলেছেন:







দ্বীপ থেকে দ্বীপান্তরে
ছুটে বেড়ালাম পোস্ট সঙ্গী করে
ভালো লাগলো প্রতিটি দৃশ্য
ভালো লাগলো গানের আয়োজন
ভালো লাগলো কথামালা
সাত হাজার একশ সাতটি দ্বীপের বাসিন্দা
ভালো থাকুন এমনি করে যুগ থেকে যুগান্তরে :-)

আনন্দ ভাগাভাগি করলেন আমাদের সাথে
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই হৃদয় থেকে।।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৪

আরমিন বলেছেন: সম্মানিত বোকামন ,

আপনার শব্দ সাজানো আমাকে বরাবরই মুগ্ধ করে ,
কিভাবে এত সুন্দর করে ঝটপট শব্দ সাজিয়ে ফেলেন আপনি?

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা! অনেক ভাল থাকুন আপনি ! :)

৭| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৬

সমানুপাতিক বলেছেন: ভাল লাগলো আপু ।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ! :)

৮| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: বাহঃ কথার সাথেই দেখি সংগীতের যোগসূত্র তৈরি করে ফেলেন।
এই গানটাও শুনলাম।

আপনার ভ্রমন পোস্ট যেন- নীল সাগর থেকে মনি এনে ব্লগের মাঝে হার বানিয়ে ঝুলিয়ে রেখেছেন।

সিক্রেট ক্যুইজ............দেখি।

১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪

আরমিন বলেছেন: এই নীল মণিহার, এই স্বর্ণালী বিকেল...............

:) :)

পাশ না ফেল ? =p~

৯| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:১০

কালোপরী বলেছেন: :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:০০

আরমিন বলেছেন: ধন্যবাদ ! :)

১০| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:০১

আরমিন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা! :)

১১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫

মামুন রশিদ বলেছেন: দীপ জ্বলা রাত জানি আসবে আবার/ কেটে যাবে জীবনের সকল আঁধার...


সংগীতের মূর্ছনায় দারুন ভ্রমন । :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১০

আরমিন বলেছেন: :)


চমৎকার একটি মন্তব্যের জন্যে ধন্যবাদ এবং শুভকামনা!

১২| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আফসোস বাড়ে খালি। :(
পোস্ট প্লাস!!!! :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৩

আরমিন বলেছেন: আফসোসের কিছু নেই , নিশ্চয়ই আরও বেশী সুন্দর জায়গায় বেড়াতে যাবেন আপনি !

আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা! :)

১৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৭

সোহাগ সকাল বলেছেন: ছবি আর বর্ণনা মিলেমিশে অসাধারণ!

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২২

আরমিন বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা! :)

১৪| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ওরে দিলেন তো মন টা আউলা বাউলা করে ...।
এক্ষুনি বেড়িয়ে পরতে ইচ্ছা করছে ...

যেমনি সব অপূর্ব মায়াকারা ছবি তেমনি সব হৃদয় ছোঁয়া গান ।।

ইয়ে মানে কুইজ কম্পিটিশন ভাল পাইলাম
আপ্সুস আমি খালি ফেল মারি :(

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

আরমিন বলেছেন: হা হা! চলে আসেন, বেড়িয়ে যান এখান থেকে!

অনেক থ্যাংক্স মনিরা আপু!

একটুর জন্য ধরা খেয়ে গেলাম, এতদিন ধরে আমি "দিনে" কে "বিকেলে" শুনে আসছি! যোগী ঠিকই বলছে, সাউন্ড কোয়ালিটী ভালো না! তবে প্রশ্নকর্তার মন অনেক উদার, সঠিক উত্তর না পেয়েও ফুল মার্ক্স দিয়েছেন!

১৫| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি এত সুন্দর ছবি তুলতে পারেন, আমার বিশ্বাস হয় না!!!!

:|| :|| :|| :||

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪

আরমিন বলেছেন: কেন গো স্বর্ণা ? এত অবিশ্বাস কেনো?

আমি হলাম জ্যাক অব অল ট্রেড, মাস্টার অব নান!

B-) B-)

১৬| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

বোকামানুষ বলেছেন: অসাধারন ছবি সুন্দর গান

দারুন পোস্ট

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভকামনা! :)

১৭| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

যোগী বলেছেন:
গান ভাল সাউন্ড কোয়ালিটি খারাপ। ছবি ভাল। ভেকেশানটাও নিঃশ্চিত ভাল ছিল।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

আরমিন বলেছেন: মাথা ভেঙ্গে ফেলবো, কে বলসে ক্রিটিক দিতে? জানেন না মেয়েরা ক্রিটিক সহ্য করতে পারে না! X( X((

=p~ =p~ কিডিং, আরে কি করবো, এর চেয়ে ভাল কোয়ালিটি পেলাম না তো, খুঁজলাম তো অনেক!

শুভকামনা!

১৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: এই নীল মণিহার, এই স্বর্ণালী বিকেল............... শুধু বিকেলের জায়গায় দিনে হবে।

তারপরও দশে দশ দিলাম। অতি চমৎকার।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

আরমিন বলেছেন: ওহ নো, ভুল করে ফেললাম, তার মানে সারাজীবন ভুল শুনে আসছি! ইয়া আল্লাহ!


আপনি অনেক উদার! ভুল উত্তরেও পূর্ন নাম্বার দেয়ার জন্য ধন্যবাদ, যদিও মনের মধ্যে কাঁটা বিধে রইলো! এক নাম্বার নিজেই কেটে নিলাম! হা হা!

১৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৭

রোজেল০০৭ বলেছেন: চমৎকার ছবি, তার সাথে মিলিয়ে বর্ণনা আর কবিতা ও গানের কম্বিনেশন।

অসম্ভব সুন্দর।

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১০

আরমিন বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা রইলো! :)

২০| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওটা একটা কমপ্লিমেন্ট ছিল :(

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

আরমিন বলেছেন: হা হা , আচ্ছা!

গোধূলীর দ্বিতীয় আর আমার ছবিটা ছাড়া সব গুলিই আমি তুলেছি, আমি ফটোগ্রাফার ভালই !

ধন্যবাদ এবং শুভকামনা! :)

২১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

রেজোওয়ানা বলেছেন: গান, ছবি, চমৎকার বর্ননা......এই পোস্টকে কি বলা যায় ভাবছি!!!!

ছবি গুলো দূর্দান্ত হয়েছে!

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০৩

আরমিন বলেছেন: থ্যাংকু ম্যাংকু রেজু মেজু! =p~ B-)

২২| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:২৩

মাহবু১৫৪ বলেছেন: ফিলিপাইনে যদি যাই কখন্নো তবে আপনার সাথে যোগাযোগ করেই যাবো ইনশাল্লাহ।

অপেক্ষায় রইলাম

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৪

আরমিন বলেছেন: ইনশাহ আল্লাহ ! :)

২৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:০৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার ফটোগ্রাফির হাত দেখে আমি মুগ্ধ! অনেক ভালো লাগলো ছবিগুলো।
আর জায়গাটা আসলেই মনে হয় স্বর্গের একটুকরো ছেড়া অংশ! যাবো হয়তো কখনো সুযোগ আসলে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬

আরমিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো !

শুভকামনা! :)

২৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩০

দুরন্ত সাহসী বলেছেন: ছবি গুলান খুব সুন্দর হইসে।

১০নং ভালো লাগা

ধন্যবাদ

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! :)

২৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

বাঘ মামা বলেছেন: এইভাবে এমন দৃশ্য গুলোকে সুন্দর দৃ্ষ্টিভঙ্গীর বদৌলতে একটা ফ্রেমে বন্ধি করা একজন প্রফেশনাল ফটোগ্রাফারের পক্ষে সম্ভব যেটা আপনি অনায়েশেই করে ফেলেছেন দেখে অবাক হচ্ছি।

তবে এখানে আমার একটু অংশিদারিত্ব আছে মনে হয় তা ভুলে গেছেন।এই পোষ্টের পিছনের প্রেরণায় কিন্তু আমি,আগের পোস্টের মন্তব্যে অনুরোধ করেছিলাম :)

শুভ কামনা সব সময় আরমিন।

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আরমিন বলেছেন: বিনীত ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মন্তব্যের জন্যে !

আগের পোস্টে আপনি কমেন্টে বলেছিলেন ফিলিপাইনের প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে পোস্ট দিতে। আমার উত্তরটা হয়তো দেখবার সময় করে উঠতে পারেননি। আমার আগেই পরিকল্পনা ছিলো ফিলিপাইনের ভ্রমন সংক্রান্ত পোস্ট দেবার। :)

সে যাই হোক, ব্লগের সবাইকে আপনি উৎসাহ , অনুপ্রেরনা যোগান, সেটার প্রতি শ্রদ্ধা রইলো।

আশাকরি আপনার প্রিয়জনদের নিয়ে সুন্দর সময় কাটছে আপনার! শুভকামনা নিরন্তর।

২৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৩

নস্টালজিক বলেছেন: লেখা তো দারূন!

ছবিগুলোর পাশে এ রকম শোক দিবস করে দিসো কেনো! ভালো লাগছে না!


শুভেচ্ছা, আরমিন!


ভালো থেকো নিরন্তর!

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

আরমিন বলেছেন: ওহ নো রানা ভাই! দিয়েছেন তো মনটা খারাপ করে! এখন নিজের কাছেই আর ছবির ফ্রেমগুলো ভাল লাগছে না! এটা কিছু হলো! :(

২৭| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৫

যোগী বলেছেন:
বাপরে! ভাগ্যিস রিসার্চ পেপার পাবলিকেশানের জন্য ডাবল ব্লাইন্ড রিভিউ করা হয়, তা না হলে রিভিউয়াররা আপনার কাছ থেকে মাথা বাঁচিয়ে রাখতে পারত না। :)

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

আরমিন বলেছেন: হা হা যোগী, কোথায় ছিলেন মাঝখানে , কিছুদিন দেখলাম না যে!

মজার কথা কি জানেন, আমার এম এস এর থিসিস রিভিউয়ার আমার সুপারিশমত নির্বাচিত হয়েছিলেন, ভীষন স্নেহভাজন ছিলাম ডিপার্টেমেন্টের টিচারদের কাছে !

আরও মজার কথা , আমার প্রথম পেপার এর রিভিউয়ার যে ছিলেন, উনার সহযোগীতাতেই পেপার লেখা থেকে পাব্লিস করা সবকিছু করেছিলাম ! অনেক গুনীজনের স্নেহধন্য এই অধম ! :)

২৮| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

যোগী বলেছেন:
কেমনে ? আজব!!
আপনার রিভিউয়ার আপনি নিজে ঠিক করেন B:-) B:-)
হোয়াটে লাকি গার্ল!!

আর এদিকে আমরা ইনভিজিবল রিভিউয়ারের ততোধিক দুর্বদ্ধ কমেন্টকে এড্রেস করতে করতে দিন রাত এক করে ফেলি।
সাফিসিয়েন্ট এক্সপেরিমেন্টস সাথে প্রপার স্টেট অফ আর্ট ওয়ার্কের সাথে কমপারিজন ছাড়া কিছুতেই তারা বিশ্বাষ করেনা।

যখনই ইনবক্সে দেখি কোন পেপারের রিভিউ রিপোর্ট আসছে, ভয়ে আর সেই মেইল ওপেনই করতে পারি না অনেক ক্ষন। :(

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আরমিন বলেছেন: হা হা ! আরে সবই অতীতের কথা! এখন আর অত লাকি নেই! অনেক ফাঁকিবাজ হয়ে গিয়েছি ! আরঐটা ডোমেস্টিক একটা জার্নাল ছিলো । ইন্টারন্যাশনাল জার্নালে এখনও কিছু পাঠাইনি! :( পাঠালে হয়তো আপনার মতই অবস্থা হবে আমার ! হাহা!

আপনার ডিসিপ্লিন কি? কিছুই তো জানি না!

২৯| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

যোগী বলেছেন:
আমি কিছুটা ভ্যাজাল্যা বা টোকাইন্না টাইপের কাজ করি। /:)
আমার ডিসিপ্লিন অনেকটা হাইব্রিড, আপাতোত কাজ করি ইনটেলিজেন্ট সিস্টেমের উপর।

ভাল জার্নালগুলাতে অথোর বা রিভিউয়ার কেও কাওকে চিনতে পারেনা। কারন রিভিউ করার সময় পেপারে অথরের নাম দেয়া যায় না। এমনকি এডিটরিয়াল বোর্ড পর্যন্ত জানতে পারে না, কোন পেপার কে রিভিউ করছে। নিয়ম হলো পেপার লেখার সময় যদি আপনার আগের কোন কাজের রেফারেন্স দিতে চান, সে ক্ষেত্রেও আপনি বলতে পারবেন না যে এটা আমার আগের কাজের রেফারেন্স। এমন ভাবে উল্লেখ করতে হবে যে আপনি নিজেকেই নিজে চিনেন না।

সাধারনত পেপারটা কোন জার্নাল কম্পানির সার্ভায়ারে আপলোড করতে হয়, আর সেই সার্ভায়ারে অনেক রিভিউয়ারের নাম সাথে রিসার্চ ফিল্ড ডাটা বেজে আগেই রাখা থাকে। আর সফ্টওয়ারই সিলেক্ট করে কোন পেপার কোন রিভিউয়ারের কাছে যাবে, সেই ভাবেই অটমেটিক্যালি সেই রিভিউয়ারের ইমেলে সেই পেপার চলে যায়। রিভিউ হওয়ার পর আবার পেপার রিপোর্ট সার্ভায়ারে অটো চলে আসে। সেখান থেকে চলে যায় অথরদের কাছে।

এখানে কোন ভাবেই মানুষের ইনভল্ভনেস থাকেনা।


সবচেয়ে পেইন হলো, ভাল জার্নাল কখনোই ডাইরেক্ট এক্সেপটেন্স দেয় না। সব সময় থাকে কন্ডিশলান এক্সেপটেন্স বা রিজেক্টটেড। /:)

এই কাজ বেশি দিন করলে নির্ঘাত পাগল হয়ে যাব, অনেকটা হোয়েওছি :(

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৪

আরমিন বলেছেন: ভ্যাজাল্যা টোকাইন্না টাইপের কাজ !!! =p~ =p~ =p~ সেটা আবার কেমন? হাহাহাহা!!! মজা পেলাম!

জানি জানি, সামনে কঠিন সময় আসতেসে আমার! দিলেন তো আরও ভয় লাগিয়ে! :(

আমি নিজেও এখন মেন্টালী খুবই আউলা ঝাউলা আছি, রিসার্চের সবচেয়ে কঠিন পার্ট রাইটিং এ আছি কিনা! আধাপাগল হয়েই আছি, পুরা পাগল হতে দেরী নাই ! =p~ =p~ রাইটিং প্রচন্ড বোরিং লাগে, বোরিংনেস কাটানোর জন্য যত রকমের অকাজ আছে সব করে যাচ্ছি! হা হা!

৩০| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সায়েদা সোহেলী বলেছেন: !!!!অসাধারণ ক্যাপচার ,পছন্দের কিছু গান আর প্রানবন্ত লেখা , সব মিলয়ে জটিল !!!! এখনি ফিলিপাইন যেতে ইচ্ছে করছে :(

আমার প্রথম আইল্যান্ড দর্শন বাংলদেশের মহেশখালী তা ১৩/১৪বছর আগের কথা মুগ্ধ হয়েছিলাম , তারপর বেসকিছু নামি দামী আইল্যান্ড ঘুরেছি কিন্তু কোনটাই এই ছবিগুলোর মতএতটা সুন্দর নয় ।

আরমিন কে শুভেচ্ছা , আমার পছন্দের একটি গান ভালো সাউন্ড কোয়ালিটির :)

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৪

আরমিন বলেছেন: ওয়েলকাম ওয়েলকাম !!!!!!! ফিলিপাইনে এবং আমার ব্লগ বাড়ীতে! :)

আচ্ছা, তাই! আমি জীবনে প্রথম সমুদ্র দেখেছি চিটাগং পতেঙ্গা ১৯৯৯ , এর পর ২০০৬ এ মালয়সিয়া , ক্ক্সবাজার প্রথম গিয়েছি ২০০৭, সেইনমার্টিন ২০০৯ ! তবে সাগরের প্রেমে পড়েছি অবশ্যই সেইনমার্টিন গিয়ে! আর এরপর তো সাগরের এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ভেসে চলা লেগেই আছে!

থ্যাংক্স! কোন গানটি আপু? নীল দরিয়া?

৩১| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সায়েদা সোহেলী বলেছেন: :||

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭

আরমিন বলেছেন: হা হা, কি হলো? :-*

৩২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

সায়েদা সোহেলী বলেছেন: Click This Link

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

আরমিন বলেছেন: থ্যাংক্স আপু! :)

৩৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৬

জুন বলেছেন: অসাধারন আরমিন । মন ভরে গেল ছবি দেখে :)
আমার স্বামী যখন দ্বীতিয়বারের মত ফিলিপাইন গেল তখন আমাকে বলেছিল।এখন মনে হচ্ছে, হায় কেন যাইনি।

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪০

আরমিন বলেছেন: থ্যাংকিউ, থ্যাংকিউ জুন আপু! :)

এরপরের বার চলে এসেন! ভাল লাগবে অবশ্যই ! :)

৩৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, খুব সুন্দর :) ||

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১০

আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ! :)

ভাল থাকুন!

৩৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: ইশ কতো ধৈর্য নিয়ে ছবি আর গানের লিঙ্ক দিয়েছেন পোস্টে !

আকাশে মেঘের ওড়াওড়ি দেখেত ইচ্ছে করছিল আমিও যদি থাকতে পারতাম অইখানে !

আমব্রেলা ড্রেস এর কথা শুনে তো ভাবছিলাম আপনার ছবি দেখতে পাবো ! যাও দিছেন সেই কতো দূর থেকে তোলা ! আপনার বরের পাশাপাশি দেখা যাচ্ছে আপনার ও সঙ্গীত প্রতিভা আছে।

কাল গান গুলো লোড করে নিবো ভাবছি। আর সত্যিই ছবি গুলো দেখে ভালো লাগলো।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

আরমিন বলেছেন: আসলেই সারা রাত জেগেছিলাম ঐদিন! :)

আমার ব্লগবাড়ীতে স্বাগতম কবি!

হাহা, আমব্রেলা ড্রেসের ছবি দিতে চেয়েছিলাম অবশ্য, আমার পতিদেব পারমিশন দেননি!! /:) আমার সঙ্গীত প্রতিভা নেই, তবে সঙ্গীত প্রেম আছে বলতে পারেন! হা হা!

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!

৩৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:০৫

সায়েদা সোহেলী বলেছেন: চিমটি :) আমার প্রথম সমুদ্র দেখা পতেঙ্গায় এবং অই ৯৯ এই ।বিশাল একটা টুর দিয়েছিলাম ।সেখান থেকে কক্সবাজারের সব স্পট। ইনানী বিচ ভালো লেগেছিল বেশী । আমার মহেশখালী যাওয়াটা ছিল না চাইতেই হাতে চাদঁ পাওয়ার মত , ৈ সময় সাধারণ পাব্লিকের সেখানে যাওয়া নিসিদ্ধ ছিল জলদস্যু বা অন্য কোন কারোনে । আমি লাকিলি এক কর্নেলের র সাথে আর্মিবোট. এযাওয়ার সুযোগ হয়ে যায় । স্পেশাল সিকিউরিটি তে তাই অনেক বিপদজনক যায়গায় ঘুরা হয় , সেইনমার্টিন পর্যন্ত যেতে পারিনাই :(
হসপিটাল যেতে হয়ছে ।

আমি ভ্রমন কাহিনী লিখতে পারিনা , খুব ইচ্ছে করে । অই টুরে বেস কিছুএক্সুসিভ এক্সাইটিং এক্সপেরিয়েন্স হয়েছিল! !!

আরমিন এর নতুন নতুন ছবি ব্লগের অপেক্ষায় রইলাম

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩০

আরমিন বলেছেন: দারুন লাগলো আপনার মন্তব্যটি! কক্সবাজারের বীচগুলির মধ্যে ইনানী আমারও ফেবারিট! বাহ, কমেন্ট পড়েইতো আমার মহেশখালীর পুরো কাহিনী জানতে ইচ্ছে করছে! কেন কেন, হসপিটালে কেন যেতে হয়েছিলো?

লিখে ফেলুন, যা সুন্দর ছবি তোলেন আপনি, আমি নিশ্চিত ভ্রমন কাহিনীও ভালো লিখবেন! :)

সাথী হবার জন্য অসংখ্য ধন্যবাদ!

৩৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার সব ছবি +++++ রইল। আগে কেন দেখি নাই এই পোস্ট :(

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫

আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ এবং স্বাগতম আমার ব্লগে!

এসেছেন, এতেই খুশী, আগে পরে ব্যাপার না! :)

৩৮| ২০ শে জুন, ২০১৩ রাত ২:০১

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: এখন ও কিছুই দেখতে পাইলাম না , পোষ্ট গুলা আফসুস বাড়াই দেয়রে আপু :(
ভাল থাকবেন :)
শুভ রাত্রি :)

ঘুইরা-বেড়ান , মাঝে মাঝে ছবি আপ্লোডাইয়েন , হতভাগারা দুধের স্বাদ ঘোলে মিটাক :(

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

আরমিন বলেছেন: ইচ্ছা থাকলেই উপায় হবে রে ভাই! নো চিন্তা! হা হা!

শুভদুপুর!

ওকে, পোস্ট দিয়ে আবার গিয়ে ডেকে নিয়ে আসবো! =p~

৩৯| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আরজু পনি বলেছেন:

ভেবে দেখুন, আপনি পানিতে ডুবে যাচ্ছেন, নাক কান দিয়ে পানি ঢুকছে, নিশ্বাস নিতে পারছেন না! কি ভয়ংকর!.....হাসতে হাসতে হেচকি উঠে যাচ্ছে...আরমিন যে এতো ভীতু!

=p~ =p~ =p~

ছবিগুলো আর সাথে দারুন দারুন গানের লিংক...চোখ জুড়িয়ে যাচ্ছে সাথে কর্নে মধু বর্ষিত হচ্ছে।

ডিজুস পোলাপা্ইনের মতো বলতে ইচ্ছে করছে...

ওয়া্ও!

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৭

আরমিন বলেছেন: হা হা, পনি আপু তোমার কমেন্ট দেখে আমারও হাসি পেয়ে গেলো!
আমি আসলেই অনেক ভীতু, সাঁতার জানিনা তাই নৌকায় চড়তে ভয় পাই, এমনকি প্লেনেও ভয় পাই !! কখন যে আকাশ থেকে ঠাস করে পড়ে! /:)

থ্যাংকিঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊ ......:))

৪০| ২১ শে জুন, ২০১৩ রাত ১:১৭

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ছবি, বর্ণনা আর গানের লিঙ্কু... ওয়াহ!!!

অনিন্দ্যসুন্দর সব ছবিগুলা সবার সাথে শেয়ারের জন্য অনেক গুলা ধইন্যা পাতা :)

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২১

আরমিন বলেছেন: সুন্দর কমেন্টের জন্য আপনাকেও অনেক গুলা ধইন্যা পাতা !! :)

আমার ব্লগে স্বাগতম এবং শুভকামনা!

৪১| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৩৭

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো আপু। ছবি গানের অসাধারণ সমন্বয়। প্লাস দিলাম।


নৌকার দুপাশে ডানার মত কাঠামোর ব্যাপারে কি আলোকপাত করতে পারেন ??

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:০২

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়!

নৌকার দুপাশে ডানার মত কাঠামোটা বাঁশ দিয়ে তৈরী, এটা নৌকার ব্যালেন্স রাখার জন্য! এই কাঠামোর কারনে নৌকা উল্টে গেলেও ডুবে যাবে না ! :)

৪২| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুর্দান্ত জায়গা আরমিন, আর ছবিগুলোও তুলেছ দারুণ !! :)

ফিলিপিনের ঐ নৌকাগুলো আমার বেশ লেগেছে, দু'পাশে পাখা লাগিয়ে কেমন একটা উড়োজাহাজ ভাব !!! :)

২১ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৮

আরমিন বলেছেন: অনেক অনেক থ্যাংক্স ভাইয়া!

ভালো বলেছেন! উড়োজাহাজ!!

আরব্য রজনীর গল্প শোনার অপেক্ষায়! :)

৪৩| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৩

যোগী বলেছেন:
আমাকে যদি কেও একজন এই ভয়টা আগে থেকে দেখাতো, তাহলে হয়ত অনেক গাধা খাটুনি করার হাত থেকে বেঁচে যেতাম বা অন্ধেরমত হাতি দেখা লাগতো না। /:)
যায়হোক রিসার্চ রাইটিং এ কঠিন পার্ট মনেহয় ইন্ট্রোডাকশান লেখা, সো আই থিঙ্ক দিস পার্ট উইল টেক বিট লং টাইম। লেটের পার্টস ইউল বি ইজি।

অপ্রাসংগিক অনেক কথা বলে ফেলেছি এমন একটা সুন্দর ইন্টারটেইনিং পোষ্টে।

গামবাত্তে (জাপানি শব্দ, অর্থ লেগে থাকুন) :)

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:১১

আরমিন বলেছেন: হা হা! শুভকামনা আপনার জন্য!

ফার্স্ট তিন চ্যাপ্টার লেখা শেষ, কিন্তু এডভাইজরের পছন্দ হয়নি, কাজেই রিরাইট! আপনার যেমন অফিসের কাজ করটে গেলে ঘুম পায়, আমার তেমন লিখতে গেলে! হাহা!

উলা না প্রবলেমা (নো প্রবলেম!) :)

ভালো থাকুন।

৪৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ৭:১৪

যোগী বলেছেন: স্যরি! গট লেট টু আন্সার

২২ শে জুন, ২০১৩ সকাল ৭:২৭

আরমিন বলেছেন: দেখেছি! :)

আরে সরি বলার কি আছে? :)

৪৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার প্রেমে পড়ে গেছি, আপনার পোষ্টে বাড়েবাড়ে আসি /:)

২২ শে জুন, ২০১৩ সকাল ৮:৩০

আরমিন বলেছেন: হা হা হা! ভাল তো! আমিও তো আপনার ব্লগে বার বার যাই ! :)

নতুন কিছু লিখছেন না যে! লেখালেখি করুন, মন ভাল থাকবে! :)

৪৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: ছবি গুলো কি সব আপনারই তোলা? অসাধারন হয়েছি কিছু ক্যাপচার। ছবির সাথে মিলিয়ে গান! দারুন সমন্নয়। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। জীবনটা এমন হাসি খুশি ত্থাকুক সেই কামনা করব।

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:২৭

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! জী আমিই তুলেছি! :)

আপনার লেখা গল্প গুলো খুব ভাল লাগে! খুব ভাল লাগছে আপনাকে এখানে দেখে! স্বাগতম আমার ব্লগে!

অনেক অনেক শুভকামনা!

৪৭| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: অসাধারণ ভ্রমণ, চমৎকার সব ছবি সাথে সাবলীল বর্ণনা সব মিলিয়ে মুগ্ধ :)

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০

আরমিন বলেছেন: কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ কুনোব্যাঙ !

শুভকামনা!

৪৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত আপু!!!!!!!!!! দারুন সব ছবি!!!!!!!!! মাই গড!!
অস্থির হয়ে গেলাম। মন চাইছে এখানে ছুটে চলে আসি!! দারুন সব মন মাতানো ছবি!!! ১৭++++

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

আরমিন বলেছেন: বাহ! তোমার কমেন্ট পেয়ে তো আমার মনটাই ভাল হয়ে গেলো!

অনেক থ্যাংক্স ডিয়ার কাল্পনিক !

সময় করে বেড়িয়ে যেও এখানে, সমুদ্রপ্রেমীদের জন্য বেড়ানোর আদর্শ স্থান ফিলিপাইন! :)

৪৯| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম হইছে ছবিগুলা!!!!!!!!!!




++++++++++++................

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৬

আরমিন বলেছেন: থ্যাংক্স বর্ষঁণ!

শুভকামনা ! :)

৫০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো , ফিলিপাইনের দ্বীপ গুলো এত সুন্দর ! আপু গান গুলো একদম পারফেক্ট হয়েছে ।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭

আরমিন বলেছেন: ফিলিপাইনের দ্বীপগুলি আসলেই সুন্দর অনেক! কি যে মিস করবো আমি এখান থেকে চলে গেলে!

অনেক থ্যাংক্স অদ্বিতীয়া ! :)

৫১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

সুরঞ্জনা বলেছেন: ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে......... এই গানটি শুনছি আর পোস্টটি পড়েছি। আহা! কি সুন্দর! ভ্রমন কাহিনী সব সময়ই আমার প্রিয়। আমি অন্যের চোখেই এই সুন্দর পৃথিবীটা দেখে সন্তুষ্ট আছি। :)
খুব কম লিখছো, ক্যানো?

ভালো থেকো।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫

আরমিন বলেছেন: তোমার কমেন্ট পেয়ে যে কি ভাল লাগছে , কি আর বলবো! :)

পোস্ট দিতে তো আমার ভালই লাগে, কিন্তু বাবা বকা দেয় পড়ালেখা ফাঁকি দিয়ে পোস্ট দিলে! :(

পোস্টে আসার জন্য অনেক অনেক থ্যাংক্স সুরঞ্জনাদি!
শরীর ভালো তো এখন?

৫২| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৮

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক সুন্দর হয়েছে,ছবিসহ বর্ণনা সব কিছু মিলিয়ে প্লাস ......... :) :)

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঘুড়ি ! :)

শুভকামনা নিরন্তর!

৫৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আচ্ছা, কি হয়েছে? আপনি আমার ব্লগে আসেন না কেন? আমার কোনো মন্তব্যে কি আপনি মাইন্ড করেছেন? আমি রিয়েলি অন্য কিছু মিন করে কিছু বলিনি। আমি রিয়েলিই আপনার ব্লগে প্রায় ১০০ বার এসেছিলাম :(

ঈদ মুবারাক। কেমন আছেন?

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬

আরমিন বলেছেন: হাহাহাহাহা!!!!

ডিয়ার স্বর্ণা, আমি কিছুই মনে করিনি,বরং মজা পেয়েছি! একটু বিজি, ফ্রি হয়ে অবশ্যই যাবো। আর আপনি কিন্তু আমার একটা মন্তব্যের জবাব দেন নি! আপনিও নিশ্চয়ই লেখাপড়া নিয়ে বিজি!

বিলম্বিত ঈদ মোবারক! ঈদ নিশ্চয়ই অনেক আনন্দে কেটেছে ! ভাল থাকবেন, অনেক অনেক শুভকামনা রইলো। :)

৫৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেখা । ছবির ক্যাপশন গুলো ছিল সবচেয়ে বেশি চমৎকার ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

আরমিন বলেছেন: থ্যাংক্স তন্দ্রা ! :)

৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি খবর? ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮

আরমিন বলেছেন: হাই স্বর্ণা , কেমন আছেন? :)

৫৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০

ফাহিম আহ্‌মেদ বলেছেন: চমৎকার একটি পোস্ট। ছবিগুলো দেখে আমারও ওখানে যেতে ইচ্ছে করছে। কি সুন্দর প্রাকৃতিক নিসর্গ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

আরমিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ফাহিম, জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিলো ।

৫৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

তুষার কাব্য বলেছেন: পাহাড়ের সাথে সাগরের মেলবন্ধন নাকি গানের সাথে নিশ্বব্দ চরাচরের ভেবে পাইনা কি নাম দেব।কাউকে ঘুরতে দেখলে আমার চেয়ে খুশি (সেই সাথে হিংসিত ও বটে :P ) আর কেউ হয়না ।

চমত্কার লেখনীর সাথে ছবিগুলো যেন জ্বলজল করছে মনের পর্দায় । গানগুলো ও দারুনভাবে মিশে গেছে প্রকৃতির সাথে।নৌকাটা তো সত্যি অসাধারণ।এই নৌকায় চড়তে হলেও একবার আসবো ওখানে :)

ভালো থাকুন নিরন্তর ।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

আরমিন বলেছেন: ক্ষুদ্র এ জীবনে এরকম দু একটা সুন্দর স্মৃতি মানুষের মনে ভালোলাগাকে বাঁচিয়ে রাখে!
সমুদ্র আমাকে ভীষণ টানে, যদিও সাঁতার জানিনা দেখে ভয় লাগে, অনেকদিন সাগড়ের কাছে যাওয়া হয় না!

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ! শুভকামনা আপনার জন্য ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.