নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হেরে যাওয়া বিভ্রান্ত পথিক,হাঁটছি অজানা দিগন্তে পথ হারিয়ে দিক-বেদিক॥॥

অর্নব কাঠের মানুষ

আমার নিজেস্ব কোন পরিচয় নেই, সহজাতই আমি মানুষের ফ্রেমে বন্দী এক অজ্ঞাতনামা✔

সকল পোস্টঃ

সময়ের বিভীষিকা

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪১

“আর কিছু বলার আছে?”
“কেনো?”
চট করে জবাব দিলো না মেয়েটি। ঢেকুর গিলে কিছু একটা লুকাতে চাইলো। পারলো কিনা!

নিতু ধরা গলায় বললো-
“এমনি।”
রুদ্র চুপটি করে হাত বাড়িয়ে নিতুর হাত ধরতে চাইলো। সে হাত...

মন্তব্য৪ টি রেটিং+০

ভাগ্য দোষ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

ভাগ্য দোষ
_______অর্নব(কাঠের মানুষ)
•••••••••••••••০••••••••••••••
প্রজ্বলিত প্রদীপের বশে বশীভূত
প্রাণ কাঁদে কত নিভৃতে;
রক্তমাখা বেওয়ারিশ স্বপ্ন-লাশও
মিশে যায় কত ধূলিতে;
তবু আড়ষ্ট পায়ের পদচিহ্ন থাকে
জীবনের প্রতি পরতে।
.
রক্তিম মুখে অনাথ শিশুর হাসি
ক্ষুধার অনলে কত পুড়ে;
অনাহারি চোখ কত আহার...

মন্তব্য২ টি রেটিং+০

ছোট গল্প

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২

অমিমাংসিত রহস্য
………অর্নব(কাঠের মানুষ)
.
নিস্তব্ধ রাত, একটা তারা নিভু নিভু করছে। হয়তো আর কিছুক্ষণ পরেই ব্লাক হোল তাকে গিলে খাবে। তারপর আবার আগের মতোই সব নিয়মমাফিক। কেউ তারার এই হিসেব রাখে না।...

মন্তব্য১ টি রেটিং+০

অরুণিমা

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

অরুণিমা˝
_______অর্নব(কাঠের মানুষ)

বালিয়াড়ি সে সব স্মৃতিকথা মনে আছে?
হোঁচট খাওয়া সমুদ্র সফেন?
মস্তক খুঁড়ে কভু দেখোনা তুমি,
ঠাঁয় দাঁড়িয়ে বিহ্বলতা আছেন
গৃহবধূর সাজে সাঁজ-সন্ধ্যার মাতন।
তোমার নিঃশ্বাস শেষে ভাঙবে স্বপন…

অরুণিমা, রক্তের তিলক মুছে গেছে?
খাঁ-খাঁ করে রক্তিম...

মন্তব্য০ টি রেটিং+০

নিমন্ত্রণ পত্র

২২ শে মে, ২০১৫ সকাল ৭:০০

যদি ক্লান্ত পথের শেষে হিমেল বাতাস দেয় ছুঁয়ে তোমার ঘামভেজা উষ্ণ হৃদ, মনে রেখো সে দক্ষিণের শীতল বাতাস ছিলো না। সে ছিলো আমার দীর্ঘশ্বাসে তোমায় নিমন্ত্রণ বার্তা একটু ছোঁয়া পেতে।

যদি...

মন্তব্য০ টি রেটিং+০

পরাজিত

১৭ ই মে, ২০১৫ সকাল ৮:৩৭

পরাজিত
_____অর্নব(কাঠের মানুষ)

ইলার কলটা ধরল না। কেঁটে দিয়ে পানির দিকে তাকিয়ে রইলো নীরব।
বাঁধানো ঘাটটিতে এই মুহূর্তে শুধু নীরব একাই। এই কাঠ ফাটা রোদে কেউ এখানে বসতে আসবে না। কেউ
এসে বসুক তাও...

মন্তব্য০ টি রেটিং+০

অমোঘ বর্ষা

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

অমোঘ বর্ষা
_____অর্নব(কাঠের মানুষ)

আজি প্রভাতে ভাঙিয়ে ঘুম
শুনলাম পশ্চিমাকাশে মেঘে ধুম-ধুম।
কবি তুমি দেখোনি এলো যে বর্ষা
তুমুল ঝড়-প্লাবন, রোদ্দুর সহসা ??
ঘুম জড়ানো...

মন্তব্য০ টি রেটিং+০

প্রণয় সহবাস

১১ ই মে, ২০১৫ বিকাল ৫:১১

প্রণয় সহবাস˝
______________

তুমি বলেছিলে-তেরো'শত ক্রোশ পেরিয়ে যদি আমি তোমার জন্য মেঘমালা অনে দেই, তবে আমার সাথে পূর্ণিমার রাতে জোৎস্নাতে স্নান করবে। আমি পারি নি, মানুষ উড়তে পারে না॥

তুমি বলেছিলে- নীল সমুদ্রের...

মন্তব্য১১ টি রেটিং+১

অবসান

০৩ রা মে, ২০১৫ দুপুর ২:৩০

অবসান
____অর্নব(কাঠের মানুষ)

আমি বাংলার তরুণের মুখ দেখেছি,
তার সৈরাচারী\'র বিরুদ্ধবাদী দেখেছি।

তার চোখের কোঠারে জ্বলন্ত লাভা,
চোখদুটি রক্তজবার মত গাঢ় লাল।
তার কোকিল\'কণ্ঠ, বজ্রের মত তাল,
আমি দূর দাঁড়িয়ে দিয়েছি তার বাহবা।

তার বুকে সাহস, হাতে...

মন্তব্য০ টি রেটিং+১

অদ্ভুত মেয়ে

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

মেয়েটি রোজ মাঝ রাতে স্বপ্ন দেখে কান্না করতো। আমি জিজ্ঞেস করলে বলতো- “আমাকে নিয়ে যেতে চায়!! আমি বলতাম,কোথায়?? সে বলতো, জানো খুব মায়া করা চেহারা, আগে কখনো দেখিনি, মুখের কোণে...

মন্তব্য০ টি রেটিং+০

প্রতিক্ষা

২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৯

ভোরের শিশিরে পা ভিজিয়ে সোনা রোদ্দুর ছুঁতে আমি ধানের খেতে শালিক হয়ে উড়ে যাই তেপান্তরে॥

শুভ্র কুয়াশার চাঁদর জড়িয়ে আমি নগ্ন পায়ে মেঘ ছুঁতে যাবো দেশ থেকে দেশান্তরে॥

রাতের আকাশে আমি চাঁদ...

মন্তব্য০ টি রেটিং+০

অন্ধ

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০২

অন্ধ
___অর্নব(কাঠের মানুষ)

অনেক হেঁটেছি মায়াবতী ভুবনে,
দেখেছি কতইনা শোভা আঁখিতে।
আজ তৃপ্তি এসেছে মোর যৌবনে,
এ ভুবনে আর আমি চাইনা বাঁচিতে।

প্রভু তুমি ফিরিয়ে নাও এই আঁখি,
করে দাও মোরে অন্ধ তুমি।
সৃষ্টি তোমার আর দেখিতে নাই...

মন্তব্য১ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.