![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিফা আপু এই জন্যই তো সামনে আসে না!!!
নোবিতা আপুর নামের শেষে "শখ" আছে কইলাম !!!
হায় হায় এতোদিন তবে কি জানতাম!!!
সামুতে ছাইয়া মানেই পুরুষ ব্লগাররা মাইয়া নিক নিয়া লুতুপুতু ব্লগিং করে নাম কামায় ছাইয়ার...
চলে ছাইয়া ছাইয়া ছা্ইয়া...
চলে ছাইয়া ছাইয়া ছাইয়া...
আমি কি হেরিলাম !!!! :-&
কলম.বিডি -র পোস্টে কি ভুতের আছড় করলো!!!
নাকি ছাইয়া কট করার জাল পাতা হইলো!!!
মেয়ে ব্লগারদের লিস্টি করতে গিয়া এই লিস্টে কার নাম আসিল!??
নাজনীন১ এর ৩৫ নম্বর মন্তব্য দ্রষ্টব্য
এরপর দেখেন এই সেই ঐতিহাসিক ছাইয়া ধরার পোস্ট!
যেখানে ফিউশন ফাইভ (ফিফা আপু) কিভাবে কট খেলো!
৪২ নম্বর মন্তব্য দ্রষ্টব্য
এবং শেষে নাজনীন১ এর নোবিতা রিফু সেই ফাঁদে পা দিয়ে কট খেল ...নোবিতা রিফুর ২৯ নম্বর মন্তব্য দ্রষ্টব্য
ফিফা আপুরেএএএএএএএএএ
নোবিতা আপুরেএএএএএএএ
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
অর্পণ! বলেছেন: :-&
২| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
ভাণ্ডারীমামা বলেছেন: আপনারক্যামেরার ফ্রেমের যে পাওয়ার ভয় পাইলাম !
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
অর্পণ! বলেছেন: হে হে ক্যামেরা অতি দামী তাই কিছুই অগোচরে থাকে না
৩| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
মহসিন৭১ বলেছেন: হুম
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪০
অর্পণ! বলেছেন: কিতা????????
৪| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
রেহমান জিয়া বলেছেন: +++++++++
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
অর্পণ! বলেছেন: এত্তাগুলা প্লাস দিলেন আর প্লাস বাটনে টিপলেন না, এইডা হইলো কিছু
৫| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
অর্পণ! বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
কেরিয়ারমাস্টার
অণুজীব
অগ্নিঝরা আগন্তক
রিপেনডিল
কুন্তল_এ
বোহেমিয়ান
বিরোধী দল
শিপু ভাই
সার্দ রহমান
ক্লান্ত জীবন
ভাণ্ডারীমামা
পািতকাক
জামিনদার
বিকারগ্রস্থ মস্তিস্ক
জনদরদী
জেমস্বন্ড
িসড
এস আর সজল
মহসিন৭১
মোহামমদ মশিউর রহমান
৬| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
গেমার বয় বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :-<
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
অর্পণ! বলেছেন: চা/কফি কিছু আছে নি??!!!!! বৈকালে অহনও চা/কফি কিছু খাই নাইক্কা
৭| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫০
জাহিদুল হাসান বলেছেন: সাম্প্রতিক ব্লগারদের লিষ্ট দিয়ে কি বুঝাইলেন বুঝলাম না।
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩২
অর্পণ! বলেছেন: কৈ আপনের নামতো লিস্টিতে নাইক্কা ! চমশা চোউক্ষে দিয়া দেখলাম!!! তয় আপনে মন খারাপ করেন ক্যালা?!!
৮| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৩
নিশি কথক বলেছেন: ক্যাচাল বাঁধার সম্ভাবনা আছে। দেখা যাক......................গ্যালারী তে জায়গা নিলাম
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
অর্পণ! বলেছেন: কি আর হইবো! :-<
৯| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৪
ভারচুয়াল আমি বলেছেন: হিহিহিহি। ঘুম থিকা উইঠা একখান নির্মল আনন্দময় পুষ্ট পড়লাম।
হাহাহাহাহাহাহাহাহা।। ছাইয়া দের জয় হোক।
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
অর্পণ! বলেছেন: আপনেরে নির্মল আনন্দ দিতে পাইরা আমিও আনন্দিত হইলাম
১০| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৮
ফিউশন ফাইভ বলেছেন:
ফান হিসেবেই নিচ্ছি। তবে শিরোনাম এবং পোস্টে মেয়ে ব্লগারদের প্রতি তাচ্ছিল্য এবং অবমাননা প্রকাশ পেয়েছে। যেমন "মাইয়া" বলে মেয়েদের তুচ্ছ করতে চেয়েছেন, এই "মাইয়া" তো আপনার মা কিংবা বোনও হতে পারে। মনে রাখবেন, কখনোই নারী অবমাননা নয়।
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৪
অর্পণ! বলেছেন: "মাইয়া" শব্দটা শহুরে রাজপুত্ররা তুচ্ছ করে ব্যবহার করলেও এইটা কিন্তু সাধারণ ব্যবহারে তুচ্ছার্থে নয়। আপনি গ্রামে বা মফস্বলের সংস্কৃতিতে কখনও বেড়ে উঠলে এই শব্দটার সাথে পরিচিত হয়ে থাকবেন।
ফান হিসাবেও তুচ্ছার্থে ব্যবহার করা হয়নি। বুঝতে পারার জন্য ধন্যবাদ ।
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৬
অর্পণ! বলেছেন: আর আমি অনেক মা বোনদেরকেও বলতে শুনেছি "আমার মাইয়া" মা- বোনরা তাদের নিজেদের সন্তানকে নিশ্চয়ই তুচ্ছার্থে ডাকে না!
১১| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৪
নোবিতা রিফু বলেছেন: ফান হিসেবেই নিচ্ছি। তবে শিরোনাম এবং পোস্টে মেয়ে ব্লগারদের প্রতি তাচ্ছিল্য এবং অবমাননা প্রকাশ পেয়েছে। যেমন "মাইয়া" বলে মেয়েদের তুচ্ছ করতে চেয়েছেন, এই "মাইয়া" তো আপনার মা কিংবা বোনও হতে পারে। মনে রাখবেন, কখনোই নারী অবমাননা নয়।
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৭
অর্পণ! বলেছেন: "মাইয়া" শব্দটা শহুরে রাজপুত্ররা তুচ্ছ করে ব্যবহার করলেও এইটা কিন্তু সাধারণ ব্যবহারে তুচ্ছার্থে নয়। আপনি গ্রামে বা মফস্বলের সংস্কৃতিতে কখনও বেড়ে উঠলে এই শব্দটার সাথে পরিচিত হয়ে থাকবেন।
ফান হিসাবেও তুচ্ছার্থে ব্যবহার করা হয়নি। বুঝতে পারার জন্য ধন্যবাদ ।
আর আমি অনেক মা বোনদেরকেও বলতে শুনেছি "আমার মাইয়া" মা- বোনরা তাদের নিজেদের সন্তানকে নিশ্চয়ই তুচ্ছার্থে ডাকে না!
ফিউশন ফাইভের মন্তব্যের জবাবটা দেখেননি মনে হয়!!
১২| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৯
অনিক আহসান বলেছেন: ফিফা আর নোবিতা রিফু আসলেই নারী ব্লগার?!!
২৮ শে জুন, ২০১২ রাত ৮:০৬
অর্পণ! বলেছেন:
১৩| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩০
দূর্যোধন বলেছেন:
২৮ শে জুন, ২০১২ রাত ৮:১৭
অর্পণ! বলেছেন:
১৪| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
নোবিতা রিফু বলেছেন: ব্যাক্তিগত অনুমতি না নিয়ে এই রকম ফান পোস্ট ব্যাক্তিআক্রমনের ভিতর পড়ে। পোস্ট রিপোর্টেড।
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
অর্পণ! বলেছেন: হে হে হে করেন করেন
সব স্ক্রীণশট ব্লগ থাইক্কা নেওয়া
মনে রাইখেন ভুল রিপোর্টের কারণে যেন বরেশাপ না হয়
১৫| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫০
সত্য কথায় যত দোষ ! বলেছেন: কস কিরে মমিন
২৮ শে জুন, ২০১২ রাত ৮:২৪
অর্পণ! বলেছেন: হ রে মমিন
১৬| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫১
ফ্লাইওভার বলেছেন: নাউজুবিল্লাহ মিন যালেক
২৮ শে জুন, ২০১২ রাত ৮:৩৫
অর্পণ! বলেছেন: ইন্নানিল্লাহ
১৭| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:০১
রিস্টার্ট রিফাত বলেছেন: আপনি কি জানেন আমি যে জেনে গেছি এই নিকটা কার?
২৮ শে জুন, ২০১২ রাত ৮:৩৭
অর্পণ! বলেছেন: এই পোস্টটাকি পড়েন নাই!!!!
ঠিকাছে এইটা পড়েন।শহীদ জননী জাহানারা ইমামের আজ মৃত্যুবার্ষিকী-এই পোস্টটি কপি পেস্ট করেও আমি লজ্জিত নই।
আপনারে আমি ভালা পাই। সবসময় হাসিখুশি মানুষ আপনে ।
১৮| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:১৩
রাহি বলেছেন: ফিফাপুকে নিয়ে দেওয়া পোষ্টে মাইনাচ
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:২৯
অর্পণ! বলেছেন: ফিফাপুকে নিয়া পোস্টে মাইনাচ দিছেন!!!!!!
আপনের কমেন্ট
১৯| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:২০
জেমস বন্ড বলেছেন: অর্পণ! বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
জেমস্বন্ড
উনাদের মাইয়া বানাইয়া কি প্রমান করবার চান এইটা তো পরিষ্কার হইতাছে না তাই একটু নাটিকা দেখবার আশায় আইছিলাম কিন্তু সেইটা নাটক হইয়া গেলো
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩০
অর্পণ! বলেছেন: হে হে হে ওইডাতো মজা করছি
২০| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:২৩
কাউসার রুশো বলেছেন: খেক খেক
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩০
অর্পণ! বলেছেন: হে হে গলায় আটকাইয়া গেছে নাকি
২১| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:৩৯
প্লাটো বলেছেন: ১৮ নং কমেন্ট আপনার দাবীর সত্যতা আবার প্রমান করলো। আবেগটা খেয়াল করেন।
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩১
অর্পণ! বলেছেন: তা আর বলতে
২২| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:৪৭
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: গ্যালারিতে বইলাম। ফান পোস্ট যারে নিয়া দেওয়া তারা ফান না মনে করলে সেইটা ফান থাকে না। আমি একজনরে নিয়া ফান করছিলাম, উনি নিজেও মজা পাইছিলেন, কিন্তু মডু আমারে জেনারেল করছিল। দেখি আপনের পরিনতি কি হয়?
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৩
অর্পণ! বলেছেন: নাহ্ জেনারেল হই নাই
জেনারেল হইলে সুবিধা হইতো, রোজ এক্খান কইরা পোস্টাইতে পারতাম
প্রথম পাতায় যায় দেইখা রোজ পোস্টাইয়া প্রথম পাতার জায়গা নিতে মনে সায় দেয় না
২৩| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:৪৯
রিফাত হোসেন বলেছেন: ব্যাপারটা ক্লিয়ার হওয়া দহকার ... রিফু সাহেব কি মেয়ে নাকি ?? আর ফিফাও কি নারী ???
বুঝলাম না ।
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৩
অর্পণ! বলেছেন: বুইঝা লন
২৪| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:৫০
রিফাত হোসেন বলেছেন: আমি শুনছি যে ফিফা নিকটা মাল্টি ব্লগারের !! বুঝতাছি না, আমি ছবির মধ্যে ফিফাকে দেখেছি পুরুষ হিসেবে . টাস্কি লাগতাছে ।
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৪
অর্পণ! বলেছেন: হে হে শক্তিমান ব্লগার হইলেই ভাবেন পুরুষ ব্লগার ! এইবার বুঝেন ঠেলা
২৫| ২৮ শে জুন, ২০১২ রাত ৮:৫১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ব্যাপক মজা পেলাম
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৬
অর্পণ! বলেছেন: আপনের মতো সেন্স অব হিউমার যদি যারে নিয়া দিসি সেই দুইজনের মধ্যে ছোড জনের থাকতো তাইলে আম্ওি আরো বেশি মজা পাইতাম
২৬| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:০২
ভুলোমন বলেছেন: কঠিন ধরা
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৬
অর্পণ! বলেছেন: হে হে একদম হাছা কথা
২৭| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:১৬
নোবিতা রিফু বলেছেন: এই পোস্টের লেখিকাকে অনুরোধ করা হচ্ছে পোস্টটি সরিয়ে নিতে, নাহলে বিকল্প রাস্তা ধরা হবে।
কোনও ব্লগারের ব্যাক্তিগত আইডেন্টিটির পিছনে লাগা, এবং তাদের নামে মিথ্যা প্রহসন ছড়ানো কোনও দায়িত্বশীল ব্লগারের পরিচয় হতে পারে না।
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৭
অর্পণ! বলেছেন: ডরাইছি!
২৮| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:২৩
অনিক আহসান বলেছেন: ইয়া মাবুদ... ইনিও "লেখিকা"!!?
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৯
অর্পণ! বলেছেন:
২৯| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:২৬
জেমস বন্ড বলেছেন: নোবিতা রিফু বলেছেন: এই পোস্টের লেখিকাকে অনুরোধ করা হচ্ছে পোস্টটি সরিয়ে নিতে, নাহলে বিকল্প রাস্তা ধরা হবে।
আপনে শিউর ইনি লেখিকা
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৯
অর্পণ! বলেছেন:
৩০| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:৩৬
অর্পণ! বলেছেন: @নোবিতা রিফু, বিকল্প রাস্তাই না হয় দেখুন। যা দেওয়া হয়েছে তা আমার নিজের কোন কথা না এবং ব্লগ থেকেই সেই কথা গুলো নে্ওয়া হয়েছে।
দায়িত্বশীল ব্লগারের কথা বলছেন তো! যখন দুদিন আগে শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে পোস্ট দেই তখন আপনাদের দায়িত্বশীলতা কৈ থাকে?! তখন কি আপনি দায়িত্বশীল ব্লগার হিসাবে নিজে এই বীর মাতাকে নিয়ে কোন পোস্ট করেছিলেন নাকি তাকে নিয়ে দেয়া কোন পোস্টে গিয়েছিলেন?
আপনাদের চোখে ভালো পোস্ট পড়ে না।!!!!!!!
তবে হ্যা, ব্লগারদের উদ্দেশ্যে বলি আমি জানি যে নোবিতা রিফু পুরুষ ব্লগার। তবে যেই ব্লগার ফান পোস্ট হজম করতে পারে না। তাকে নিয়ে আশা করি ভবিষ্যতে ভাবতে হবে এধরনের পোস্ট না দেয়া থেকে।
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৪২
অর্পণ! বলেছেন: আরে হুরু, নোবিতা রিফু পোলাপাইন মানুষ। ফান না বুইঝা নিজের আইডেনটিটি টেনশনে পইরা গেছে। ব্যাপার না। সময়ে সব ঠিক হইয়া যাইবো
৩১| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:৫৯
নোবিতা রিফু বলেছেন:
*অনেক ধন্যবাদ।
*আমি কার পোস্টে যাবো কি না যাবো, এটা আমার উপর ছেড়ে দিলেই বোধহয় ভালো হয়।
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৪৫
অর্পণ! বলেছেন: আপনেরে আমি ধইরা রাখছি নাকি??????!!!
এতো টেনশনের কিছু নাই। ফান পোস্টে মজাই করতে হয়। আর এগুলা ব্লগ থাইকাই নেওয়া। আপনের সাথে আমার কোন বিরোধ নাই যে আপনেরে আমি পচানি দিমু।
আপনের পোস্ট আমি ব্যাপক ভালা পাই।
ভালো থাইক্কেন
৩২| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:০৮
কি হইল বলেছেন: ফান পোষ্ট দেখি ফায়ার পোষ্ট হইয়া গিয়াছে
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৪৬
অর্পণ! বলেছেন: ঠিকই কইছেন
তয় আপনের প্রোপিকে এতো চেইতা রইছে কেন?????????!!! ডর লাগে তো
৩৩| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:১২
তাসনুভা বিপা বলেছেন:
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৪৭
অর্পণ! বলেছেন: কি হইলো??????????!!!! মন খারাপ করতে নাই
৩৪| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:১৩
লিন্কিন পার্ক বলেছেন: :-& :-&
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৪৯
অর্পণ! বলেছেন: ডরাইছেন নাকি!!!!!!
লন এইডা খান, একটু ভালা লাগবো
৩৫| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:১৯
রিস্টার্ট রিফাত বলেছেন: সেম হিয়ার ।আমি ও কিন্তু আপনারে ভালা পাই
সেটা জানেন তো?
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫০
অর্পণ! বলেছেন: জানি গো ভাইসাব
৩৬| ২৯ শে জুন, ২০১২ রাত ১২:৪০
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমিতো আগেই সন্দেহ করছিলাম রিফু মাইয়া নিক অখন পরমান ও পাইলাম
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫১
অর্পণ! বলেছেন: আর কিছু কইয়েন না, বেচারা আইডেনটিটি ক্রাইসিসে ভুগতাছে
৩৭| ২৯ শে জুন, ২০১২ দুপুর ২:১৮
ফেলুদার চারমিনার বলেছেন: কমেন্টে কমেন্টে বিনোদন
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫১
অর্পণ! বলেছেন:
৩৮| ২৯ শে জুন, ২০১২ দুপুর ২:২৬
মুঠোকাব্যর কবি বলেছেন: আমিওত লিখেছিলাম জাইতে চাই !!!! আমার টার স্ক্রিন শট কই ???? বিখ্যাত না বলিয়া এই অপমান !!!
:-< :-< :-<
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫৪
অর্পণ! বলেছেন: সেই প্রমাণ দিসি এরাম সহিহ প্রমাণ আছে নাকি?????????!!!!!!!!!
মাইনসে আইডেনটিটি ক্রাইসিসে ভুগা শুরু করছে আর আপনিতো ছাইয়া হইতে চাইয়া আমারে তাজ্জব বানায়া দিলেন :-&
৩৯| ৩০ শে জুন, ২০১২ রাত ১:০৯
নোবিতা রিফু বলেছেন: মুঠোকাব্যর কবি বলেছেন: আমিওত লিখেছিলাম জাইতে চাই !!!! আমার টার স্ক্রিন শট কই ???? বিখ্যাত না বলিয়া এই অপমান !!!
লেখিকা কট...
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫৬
অর্পণ! বলেছেন: আহা আহা আহা। নোবিতা রিফুর মুখে হাসি ফুটছে -আমার তাতেই শান্তি
৪০| ৩০ শে জুন, ২০১২ রাত ১:৩৫
ইকরাম উল্যাহ বলেছেন:
ঠিঁসা ঠিঁসা ঠিঁসা ঠিঁসা ঠিঁসা
আমার নাম দেন নাই ক্যা? আমি রিপিট করছিলাম। আমি বিক্ষাত হইতে চাই।
০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫৮
অর্পণ! বলেছেন: সিন্ডিকেটবাজি করতে যুদ্ধ বিমান লইয়া আইছেন
নিশিতা আপুরে ডাকুম?????
আইচ্ছা সুযোগ পাইলে আপনেরেও চাঙ্গে তুলার ব্যবস্থা করা হইবো
৪১| ০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৩৯
একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন: "মাইয়া" শব্দটা শহুরে রাজপুত্ররা তুচ্ছ করে ব্যবহার করলেও এইটা কিন্তু সাধারণ ব্যবহারে তুচ্ছার্থে নয়। আপনি গ্রামে বা মফস্বলের সংস্কৃতিতে কখনও বেড়ে উঠলে এই শব্দটার সাথে পরিচিত হয়ে থাকবেন।
ফান হিসাবেও তুচ্ছার্থে ব্যবহার করা হয়নি। বুঝতে পারার জন্য ধন্যবাদ ।
আর আমি অনেক মা বোনদেরকেও বলতে শুনেছি "আমার মাইয়া" মা- বোনরা তাদের নিজেদের সন্তানকে নিশ্চয়ই তুচ্ছার্থে ডাকে না
সহমত
০২ রা জুলাই, ২০১২ রাত ১০:০০
অর্পণ! বলেছেন: ফিউশন ফাইভের মন্তব্যটা ঠিকই আছিলো। নাইলে অনেকেই ভাবতো আমি বুঝি মেয়েগোরে তুচ্ছার্থে "মাইয়া" কইছি।
তাই জবাবটাতে পরিস্কার কইরা দিসি।
৪২| ০২ রা জুলাই, ২০১২ রাত ৯:৫৭
ভারসাম্য বলেছেন: ফান পোষ্টে সিরিয়াস রিএ্যাকশন দেখে টাস্কি খাইলাম। ছাইয়ার বিপরীত কী হতে পারে? মাইলা/মেলে এ ধরণের কিছু একটা টার্মের কথা ভাবা যেতে পারে।
লুল আর বেরসিকে সামু ভইরা যাইতেছে।
০২ রা জুলাই, ২০১২ রাত ১০:০২
অর্পণ! বলেছেন: "ছাইয়া"র বিপরীতে "মাইলা" তো যায় না
আর ছাইয়া ডাকা হয় কাগোরে হেইডা বুইঝেন কিন্তু
৪৩| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:০০
অন্ধকারের_গান বলেছেন: নোবিতা রিফু বলেছেন: এই পোস্টের লেখিকাকে অনুরোধ করা হচ্ছে পোস্টটি সরিয়ে নিতে, নাহলে বিকল্প রাস্তা ধরা হবে।
কোনও ব্লগারের ব্যাক্তিগত আইডেন্টিটির পিছনে লাগা, এবং তাদের নামে মিথ্যা প্রহসন ছড়ানো কোনও দায়িত্বশীল ব্লগারের পরিচয় হতে পারে না।
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
@লেখিকা,
যাকে নিয়ে মজা করছে সে কিন্তু বিব্রত হচ্ছে। তাই আমি অনুরোধ করবো পোস্টটি সরিয়ে নিতে। রিফু ভাইকে নিয়ে এধরনের মজা পছন্দ করতে পারলাম না।
০২ রা জুলাই, ২০১২ রাত ১০:০৩
অর্পণ! বলেছেন: আপনেকি অনেক গান পছন্দ করেন????
নিকটা কিন্তু খুব সুন্দর
৪৪| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:০৭
ferrari_ বলেছেন:
:-&
খাইছে
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৬
অর্পণ! বলেছেন:
৪৫| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:০৯
সাঈদ০০৭ বলেছেন:
পুরা পোষ্ট +মন্তব্য ........
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৭
অর্পণ! বলেছেন:
৪৬| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:১১
অন্ধকারের_গান বলেছেন: রিপোর্ট করবো।
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৭
অর্পণ! বলেছেন:
Be safe
৪৭| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:১৭
ভারসাম্য বলেছেন: মাইলা যাইবোনা ক্যালা ?
ছেলে কিন্তু মাইয়া ( তুচ্ছার্থে কই নাই কিন্তু) নিকে বলগায় এগোরেই তো বলগে ছাইয়া কয়।
তাই মাইয়া কিন্তু পোলা ( এইডাও তুচ্ছার্থে কই নাই) নিকে বলগায় এগুলারে মাইলা কওয়া যাইবোনা ক্যান?
বেশি ত্যাড়ামী করলে কিন্তু আমিও রিফুট দাগামু কইলাম।
এনিওয়ে, অনেকেই এখানে আপনাকে লেখিকা বলছে ... ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। ( কিঞ্চিত লুলীয় ধরণের ইমো হবে) :#>
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২০
অর্পণ! বলেছেন:
৪৮| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:১৯
তুহিন মাজহার বলেছেন: বেরসিক মানুষ পছন্দ না।
নোবিতা রিফু'র নিক এর পিকচার টা তাহলে কার?
বয়ফ্রেন্ড এর না তো?
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২০
অর্পণ! বলেছেন:
৪৯| ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:৫১
অন্ধকারের_গান বলেছেন: "তোমাদের জন্য যাহা মজা- আমার জন্য তাহা মরন।"
রিফু ভাই সামুর নবীন ব্লগারদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্লগার। তার ছবি দিয়ে ও তার নাম দিয়ে তাকে ছাইয়া প্রমানের চেষ্টাটা আপনার কাছে মজার মনে হলে বলবো যে আপনি বিকৃত মানসিকতার। যে অন্যকে পচিয়ে আনন্দ পায়।
পোস্ট রিপোর্টেড।
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১
অর্পণ! বলেছেন:
!!!!!!!
৫০| ০২ রা জুলাই, ২০১২ রাত ১১:৩১
নোবিতা রিফু বলেছেন: অনেকেই আমাকে নিয়ে ভাবেন দেখে অনেক ভালো লাগলো। সবাই শান্ত হন, রিপোর্ট করার দরকার নাই। পোস্টটা ফান হিসেবেই নিয়েছি আমি...
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২২
অর্পণ! বলেছেন:
ধন্যবাদ। পোস্টটা পুরোই ফান ছিলো। কেউ কেউ কেন যে এটাকে অন্যখাতে ডাইভার্ট করার চেষ্টা করলো সেটা ভাবনার বিষয়!
আপনার ব্লগ জীবন আরো অনেক আনন্দময় হোক।
৫১| ০৫ ই জুলাই, ২০১২ রাত ২:১৮
উচ্ছাসের কাব্য বলেছেন: নাহ...সামুর সেন্স অব হিউমার দিন দিন পড়তির দিকে....
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৩
অর্পণ! বলেছেন:
ঠিকই বলেছেন হয়তো
৫২| ২৬ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৩
জানালার বাইরে বলেছেন: উচ্ছাসের কাব্য বলেছেন: নাহ...সামুর সেন্স অব হিউমার দিন দিন পড়তির দিকে....
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০
অর্পণ! বলেছেন:
সবাই যুদ্ধংদেহী মনোভাবে খালি যুদ্ধ করতে চায়!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩২
অর্পণ! বলেছেন: যাহা বলিব সত্য বলিব। সত্য বৈ মিথ্যা বলিব না। জেনে শুনে সত্য গোপন করিব না