নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কিন্তু আসিফ মুহিউদ্দীন না!

আমি একজন সাধারণ ব্লগার।

Ashifur Rahman

Ashifur Rahman › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশকে সমাবেশ করার অনুমতি!!!! কিছু বুঝছেন আপনারা?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

হেফাজতে ইসলামের পক্ষ থেকে সমাবেশ করতে কয়েক দিন আগে পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে তিনটি স্থানের (মানিক মিয়া অ্যাভিনিউ, পল্টন ময়দান ও শাপলা চত্বর) যেকোনো একটি জায়গায় সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে শাপলা চত্বরে .................







বিস্তারিত জানতে ক্লিক করুন

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ..........ধর্ম ব্যাবসায়ী শিবির ও নাস্তিক ব্লাগারদের হাত থেকে তুমি দেশ ও ইসলামকে রক্ষা কর।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

Ashifur Rahman বলেছেন: বলুন আমিন!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

মুহাম্মদ ফয়সল বলেছেন: না কিছু বুঝি নাই, বুঝায় বলেন!

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

Ashifur Rahman বলেছেন: চলতে থাকেন সবই বুঝবেন।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

আশিকুর রহমান ১ বলেছেন: বুঝার কি আছে? শাহবাগীদের যেমন অধিকার আছে সমাবেশ করার ঠিক তেমনি সমাবেশ করা হেফাজতে ইসলামেরও গনতান্ত্রিক অধিকার। কথা হইতাছে সরকার পুলিশি প্রটেকশন আর বিরানী খাওয়ায় কিন! :P

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

Ashifur Rahman বলেছেন: =p~ =p~ =p~

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

দখিনা বাতাস বলেছেন: সমাবেশ করতে দিলে সমস্যা কি, বলেন তো? ওরা নাস্তিক ব্লগারদের শাস্তি চায়, ভালো কথা। সরকারও যারা ইসলাম নিয়ে উল্টা পাল্টা কথা বলছে, তাদের কয়েকজনকে ধরছে। আমরা ব্লগের সবাই জানি, কারা কারা ধর্ম নিয়া গালাগালি করে, আর কারা কারা নাস্তিক হলেও গালাগালি করেনা। যাদের ধরছে এরা তো কেউ ধোয়া তুলসী পাতা না। ৪ জনের মাঝে শুভ্র ছাড়া বাকি ৩জনকে আমরা পুরান ব্লগাররা খুব ভালমত চিনি।

সরকার ব্যবস্হা নিতেছে, আশা করি হেফাজতও শান্তিপুর্ন ভাবে সমাবেশ করবে। যদি তারপরও তারা উল্টা পাল্টা কিছু করে, সরকার আ্যাকশনে যাক। কিছু করার আগেই সমাবেশ বন্দ করে উসকানি দেওয়ার দরকার কি?

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

Ashifur Rahman বলেছেন: তারা উল্টা পাল্টা কিছু করে, সরকার আ্যাকশনে যাক

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আল্লামা শাহ আহমদ শফীর কাছে প্রশ্ন -

আপনি তো একজন বুজুর্গবান আলেম সর্বজন শ্রদ্ধেয় ।
আপনি দেশের একজন মুরুব্বী ।
এত বড় একজন আলেম হয়ে আপনি কেন হরতালের ডাক দিয়ে দেশের জনগনের হক নষ্ট করছেন ?
হাশরের ময়দানে জনগনের হক নষ্ট করার জন্য আপনাকে আল্লাহতা’লার কাছে জবাবদিহি করতে হবে । তখন আপনি কি করবেন ?

আর আপনার যদি রাজনীতি করার খায়েস থাকে , তা ও আপনাকে বলতে হবে ।

আপনি কি রাজনীতি করতে চান ?

শাহবাগীরা যদি , আপনার মতে, নাস্তিক হয়ে থাকে , তাহলে নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিন । আপিনি কি নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ? না , দেন নি । নবীজির প্রদশিত পথে নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিন ।

আশা করি আপনার সুমতি হবে ।
আল্লাহ আপনাকে হেফাজত করুন ।
আল্লাহ আপনাকে দ্বীনের কাজ করার তওফিক দান করুন
আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.