নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কিন্তু আসিফ মুহিউদ্দীন না!

আমি একজন সাধারণ ব্লগার।

Ashifur Rahman

Ashifur Rahman › বিস্তারিত পোস্টঃ

ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

কুকুরের কাজ কুকুর করেছে

কামড় দিয়েছে পায়

তাই বলে কুকুরকে কামড়ানো কি

মানুষের শোভা পায়?

কিংবা,মধুর চেয়ে আছে মধুরসে এই আমার দেশের মাটিআমার দেশের পথের ধুলাখাঁটি সোনার চাইতে খাঁটি।চমৎকার এ ছড়াগুলোতে নীতিকথা যেমন আছে, তেমনি আছে দেশপ্রেমের কথাও। ছড়ার ছড়ায় এত সুন্দর করে সত্যেন্দ্রনাথ দত্তের মতো কেই বা এসব বলতে পেরেছে? সত্যেন্দ্রনাথ জন্মেছিলেন কলকাতা শহরের কাছের এক গ্রাম 'নিমতা'য় ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি। তবে বাবার দিককার বাড়ি ছিল বর্ধমানের চুপী গ্রামে। বাবা রজনীনাথ দত্ত পেশায় ছিলেন ব্যবসায়ী। কলকাতায় বেশ নাম-ডাক ছিল তাঁর। দাদা অক্ষয়কুমার দত্ত ছিলেন 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক। মানে সাংবাদিক। তো তাঁর নাতি হিসেবে সত্যেন্দ্রনাথ দত্তের লেখালেখিতে আগ্রহ থাকতেই পারে। তবে প্রথম দিকে লেখালেখির ঝোঁকটা তেমন ছিল না তাঁর। পড়াশোনাতেই মনোযোগ ছিল। ভালোয় ভালোয় বি.এ. ক্লাস পর্যন্ত পড়েও ছিলেন। কপাল খারাপ, শেষ পর্যন্ত পাশ করতে পারলেন না। তারপর আর ওপথ মাড়াননি। পড়াশোনায় ক্ষান্ত দিয়ে গিয়ে বসলেন বাবার ব্যবসা প্রতিষ্ঠানে। ভালো লাগল না ব্যবসা। ছেড়ে-ছুড়ে মনোযোগ দিলেন কবিতা লেখায়। প্রথম প্রথম তো তাঁর লেখায় মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল প্রমুখের মতো বড়-বড় সাহিত্যিকের প্রভাব পাওয়া যেত। পরে অবশ্য তা কাটিয়ে উঠেছিলেন। বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি দিয়ে নতুন ছন্দ তৈরি করতেই আনন্দ পেতেন বেশি। ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা 'ছন্দ-সরস্বতী'। বাংলা শব্দের সঙ্গে আরবি-ফারসি শব্দের মিশ্রণ ঘটিয়ে বাংলা কাব্যভাষার শক্তি বাড়িয়েছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এর পাশাপাশি বিদেশি কবিতার অনুবাদও করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে আছে : সবিতা (১৯০০), সন্ধিক্ষণ (১৯০৫), বেণু ও বীণা (১৯০৬), হোম শিখা (১৯০৭), ফুলের ফসল (১৯১১), কুহু ও কেকা (১৯১২), তুলির লিখন (১৯১৪), অভ্র-আবীর (১৯১৬), হসন্তিকা (১৯১৯), বেলা শেষের গান (১৯২৩), বিদায়-আরতি (১৯২৪), কাব্যসঞ্চয়ন (১৯৩০), শিশু-কবিতা (১৯৪৫) প্রভৃতি।সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয় ১৯২২ সালের ২৫ জুন।]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.