নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবোন্ধ কবি

আশিক হোসেন

কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।

আশিক হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঢাকার রাস্তায় ইডিপাস

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

সুধীবৃন্দ , আপনারা এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে কেমন দক্ষ পরিব্রাজকের মতন
হেটে চলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ; এক লহমায় চিনে নেন রাস্তার চোখ ,
ঠোট , মুখের তিল , শীর্ণ কণ্ঠা , বুকের উদ্ধত জমিন , তলপেটের জটিল জ্যামিতি
সর্বোপরি রাস্তার সাথে রাস্তার যে জমজ বোনের লতিকাময় সম্পর্ক তাও আপনাদের
মেধাবী নখদর্পণে ; তান্ত্রিকের কালজ্ঞ চোখ যেমন পলকেই গেথে নেয় নিজ সত্ত্বায়
অপরাপর মানবের বিবিধ অভিজ্ঞতা; আপনাদের এই ঢাকা শহর আত্মীকরণ ঠিক তেমনি।
অথচ এই প্রক্রিয়া আজো আমার নিকট ইন্দ্রজাল ; মস্তিষ্কের দরোজায় কড়া নেড়ে গেলে
প্রাসঙ্গিক সব পথের উজ্জ্বল মাইলফলক ,দ্রষ্টব্য স্থাপনা , উল্লেখ্য প্রকৃতির চিহ্ন আর মানুষ
মনে হয়,সহজেই বলে দেয়া যায় কোন নারী জননী,কোন নারী আত্মজা আর কে প্রেমিকা;

অথচ দরোজা খুলে মহানগরে পতিত হলেই ভেদরেখাগুলো আচমকা যায় মুছে
ডাস্টারে বিলীন চকের মতন ; আচম্বিতে এদিক ওদিক তাকাই ; যেন আমি মানুষ নই ,
শহরের সব হৃদরোগীর অস্বস্তি বুকে নিয়ে ছুটে চলি এক চৌরাস্তা থেকে আরেক চৌরাস্তায়,
এক এভিনিউ থেকে আরেক এভিনিউ ; সব পথ কামশিল্পী রমণীর মত ভেংচি কাটে
যাবতীয় পৌরুষ এখনি লুন্ঠিত হবার আশঙ্কায় বিস্ফারিত দুই চোখ নিয়ে আমি দেখি
যে পথে এখন আমার পা , যে পথে পূর্বে ছিল আমার পা , যে পথে থাকবে আমার পা
এরা সব মিলিত যেন আমার বিস্মৃতির মোহনায় কিম্বা বিদ্ধ মস্তিষ্কের অক্ষম ত্রিশূলে ;

এক নারীর তিল , আরেক নারীর চোখ , এক নারীর বুক আরেক নারীর ঠোট
এই বিকলাঙ্গ চেতনার গ্রাইন্ডিং মেশিনে পায় এক একক মাংসের দলার ধরণ ;
সম্পর্কের সব গুরুত্বপূর্ণ সমীকরণের বীজ কে জানি উপড়ে ফেলেছে সত্ত্বার ভূমি থেকে ,
ধীরে ধীরে জননী ,আত্মজা আর প্রেমিকার ব্যবধান-পর্দা উন্মোচিত হলে
ঢাকা শহরের ধূসর মঞ্চে নিয়ন আলোর স্পটলাইটে হেটে চলে এক
আত্মবিস্মৃত ইডিপাস ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

মহা সমন্বয় বলেছেন: জ্ঞান বৃদ্বি পাইল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

মুসাফির নামা বলেছেন: complex! যথার্থ ইাপডাস

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লিখেছেন।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩১

আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.