![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যরাতে দেহ ফুড়ে বেরোয় উদ্ভিদ ; লোকযুক্তি লোপ পায় ;
বর্ণহীন ঠোটে জমে থুথুর পিপাসা ; হৃৎপিণ্ড রক্তশূন্য হয়
উদ্বাহু এ নগ্ন হাতে চিকন শিকড় গজে ওঠে ;
'ঈশ্বর! ঈশ্বর!' বলে বৃথা বিলাপে সময় কাটে ;
অস্তিমান এ নাস্তিতে হৃদয় ঘুরতে থাকে
টের পাই দেহের ভিতরে ঘটে বৃক্ষের উথান ;
তার মূলে , তার কান্ডে নেই আমার দখল
ক্যান্সারের মত কোষে কোষে চলে ভাঙা গড়া
ধীরে ধীরে দেহের সমগ্র পানি , ঘাম , রক্ত
কিম্ভূত কাষ্ঠল রসে পরিণত হয় ; আমি টের পাই
চোখে পাতা , ঠোটে পাতা , অঙ্গজুড়ে লাল পাতা
লালের আড়াল থেকে দেখি , ঝাপ্সা দেখা যায়
বহুদিন আগেকার কুঠার হাতে এগোয় জুই সরকার ;
এখন শুধুই-উৎপাটিত হবার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা
টের পাইঃ হৃদয়ে কোথাও শ্বেতশুভ্র ফুল জন্মে ।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৯
আশিক হোসেন বলেছেন: ধন্যবাদ দাদা । ভাবছিলাম বেশি দুর্বোধ্য হয়ে গেছে কবিতাটা।
২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: না ভাই দুর্বোধ্য হবে কেন তবে এ সব কবিতার মর্মোদ্ধার করতে শুধু পাঠক হলে হবে না কমপক্ষে হাফ কবি হতে হয় কি বলেন ?
২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪
আশিক হোসেন বলেছেন: এতো কোনো ধরাবাধা বিষয় না। আমার পাঠানো সংকেতগুলি আপনার মস্তিষ্কে ভিন্ন কোনো অর্থে খেলা করতেই পারে। এতো কোনো ধর্মীয় বা আইনের বাণী নয় যে একেক ব্যাখ্যায় মহাভারত ঘটে যাবে। তাই স্বাধীনতা আছে আপনার।
৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটু দুর্বোধ্য। তবে ভাবে যতোটা তারচেয়ে বেশি শব্দে। এটি কবি খুব সহজেই এড়াতে পারতেন।
২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২
আশিক হোসেন বলেছেন: একটু যদি বলতেন ভাই কোন শব্দ বেশি দুর্বোধ্য ঠেকেছে ? ' কিম্ভূত , উদ্বাহু , অস্তিমান , নাস্তি ' এসব?
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর লাগল মুগ্ধ হলাম। মুগ্ধতা রেখে গেলাম।।