![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
ছবি: ইন্টারনেট
প্রিয়ার রূপের চেয়ে ক্ষমতার রূপ বেশি সুন্দর
এই রূপ যে একবার দেখেছে ভুলতে পারে না কিছুতেই।
ক্ষমতার লোভ কৃষ্ণ গহব্বরের মতো টেনে নিতে চাই সবকিছু।
জীবনের দামে যে আলোর রেখা ফুটে ওঠে
ক্ষমতার সীমানায় এসে অন্ধকার গহব্বরে তলিয়ে যায়।
ঝড়ের হাওয়ার চেয়ে আরো বেশি শক্তি নিয়ে
সবকিছুর উর্দ্ধে উঠে ক্ষমতা
পৃথিবীতে এনেছে ডেকে অশান্তি, বিশৃংখলা
তার দাপটে মানুষের চোখে মুখে ওঠে বিদ্যুতের ফণা।
প্রেমিকের হৃদয়ের আকাঙ্খার মতো অতি গোপনে
ক্ষমতার লোভ ওঠে জেগে।
মনের ব্যথার মতো শরীরের শিরায় শিরায় আলোড়ন তোলে!
ক্ষমতার চির যৌবন রূপ দেখে
বৃদ্ধের হৃদয়ও কাঁপে প্রেমের আবেগে উচ্ছ্বাসে
সেও চাই বুকে জড়িয়ে ধরে রাখতে চিরকালের মতো।
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬
মো: আশিকুজ্জামান বলেছেন: ভাললাগে জেনে যে আপনি পড়েন। ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন:
ঝড়ের হাওয়ার চেয়ে আরো বেশি শক্তি নিয়ে
সবকিছুর উর্দ্ধে উঠে ক্ষমতা
পৃথিবীতে এনেছে ডেকে অশান্তি, বিশৃংখলা
তার দাপটে মানুষের চোখে মুখে ওঠে বিদ্যুতের ফণা।-------
কত ধরনেরই যে ক্ষমতাধর আছে এই জগতে!!!
তেমনি ক্ষমতার অপব্যবহারও এখন নিয়ম হয়ে গেছে!
ভাল লিখেছেন ভাই, শুভকামনা -------------