![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
ছবি : ইন্টারনেট।
জীবনের বাঁকে হঠাৎ পরিচয়; আমরা দু’জনে ছিলাম মুগ্ধো
সময়ের টানে
জীবন নদীর দু’টি শাখা দু’টি দিকে বয়ে চলে
আমি আর তোমাকে খুঁজি নাকো সেই পুরান পথ ধরে
তুমিও খুঁজো না আমায়
হৃদয় ক্ষয়ে ক্ষয়ে প্রেমের রেখা সব মুছে গেছে।
একদিন হৃদয়ে আঘাত দিয়ে অনেক কিছু পাওয়ার লোভে
গিয়েছিলে ছুটে এক প্রতিষ্ঠিত যুবকের কাছে
তারপর আমি এলোমেলো জীবনের ঝড়ে শূন্য চারিদিকে
পথহারা পথিকের মতো তোমাকে খুঁজেছি
ভরা চুড়ি পরা হাত, কপালে ছোট্ট একটা টিপ
পরনে হলুদ রঙের শাড়ী
সেই তোমাকে আর পায়নিকো আমি।
স্মৃতির আকাশে দুর শূন্য চিলের ডানার মতো অস্পষ্ট হয়ে
আবার হারিয়ে যাও।
গভীর রাতে চুপিচুপি ফিরে এসে বুকে ব্যথার ঝড় তোল
ক্রদ্ধ আঘাতে এলোমেলো হই
অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকের মত সব মনে পড়ে।
জীবনের অবসাদ যখন তোমাকে ক্লান্ত করে
তখন আঁধারগুজির বুকে বসে
তুমি কি আজও ভাবো আমাকে?
যেখানে জীবনের চাওয়া পাওয়া থেমে গেছে
সেখানে আবার কেন ফিরে ফিরে আসো?
পৃথিবীর চোরা গলিতে হারিয়েছো যে পথ
তারে আর খুঁজো নাকো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন:
একদিন হৃদয়ে আঘাত দিয়ে অনেক কিছু পাওয়ার লোভে
গিয়েছিলে ছুটে এক প্রতিষ্ঠিত যুবকের কাছে
তারপর আমি এলোমেলো জীবনের ঝড়ে শূন্য চারিদিকে
পথহারা পথিকের মতো তোমাকে খুঁজেছি
ভরা চুড়ি পরা হাত, কপালে ছোট্ট একটা টিপ
পরনে হলুদ রঙের শাড়ী
সেই তোমাকে আর পায়নিকো আমি। -----////
------ নিখাদ বিরহব্যাথায় কাতর!!! ভাললাগা!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
মো: আশিকুজ্জামান বলেছেন: আপনি পড়েছেন জেনে ভাল লাগল। ভাল থাকবেন।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
মো: আশিকুজ্জামান বলেছেন: আপনিও ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।