নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ব্লগার।

মো: আশিকুজ্জামান

জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।

মো: আশিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

মেঘনা নদীর ঘাটে

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

ছবি: ইন্টারনেট।

মেঘনা নদী পাড়ি দিতে বসে আছি প্রতীক্ষায়
যদি তুমি থাকতে আমার সাথে
তাহলে ছোট এক স্পিডবোট নিয়ে
শান্ত নদীর তীর ঘেঁষে বয়ে চলতাম দুর দিগন্তের কাছে
এক শান্ত নির্জনে ।

ধূ-ধূ প্রান্তরে একমাত্র বৃক্ষে দুটি পাখি ছোট একটা নীড়ে
যেভাবে মুখোমুখি বসে থাকে
সেভাবে স্পিডবোটে নীড় বাঁধতাম তুমি আর আমি।
জলের গন্ধের ভিড়ে ছোট ছোট ঢেউয়ের দোলায়
দোলতাম দু’জন একসাথে।
ধীরে ধীরে তোমার মনের গভীরে ছড়িয়ে যেত
আমার হৃদয়ের কোমল উষ্ণতা।
নতুন স্পন্দন পেয়ে আমাদের চোখে ভেসে উঠতো
সুখের মানচিত্র, জীবনের রোড ম্যাপ।

ছোট এই বোটে আমরা দু’জনে রচনা করতাম
নতুন এক বিশ্ব।
এ নীরব আঁধারে জনহীন বলয়ে ক্ষুদ্র একখানি মোমবাতি
যতটুকু আলো করে রাখে সেই আমাদের চেনা পৃথিবী।
সেখানে থাকতো না
এ জীবনের কোন ব্যর্থতা ও হতাশার কোন নীরব চিহ্ন।
যদি থাকতে আমার সাথে ছোট এক স্পিডবোটে
কোলাহলবিহীন দুর আকাশের নিচে
জলের গন্ধ মেখে মুখোমুখি বসে কোন এক নিঝুম সন্ধ্যায় !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

কামরুন নাহার বীথি বলেছেন:
ছোট এই বোটে আমরা দু’জনে রচনা করতাম
নতুন এক বিশ্ব।
এ নীরব আঁধারে জনহীন বলয়ে ক্ষুদ্র একখানি মোমবাতি
যতটুকু আলো করে রাখে সেই আমাদের চেনা পৃথিবী।
-----------

ছোট্ট একট স্বপ্নের গল্প!!
খুব সাবলিল ভাষায় লেখেন আপনি, তাই বুঝতে পারি আর ভালোও লাগে।
আজকাল অনেকের কবিতাই আমি বুঝতে পারি না!!

অনেক শুভেচ্ছা আশিক ভাই!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

মো: আশিকুজ্জামান বলেছেন: নাহার আপা আপনার ভালো লাগে জেনে আনন্দ পেলাম। ভাল থাকবেন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

জুন বলেছেন:
ভালোলাগলো কবিতা
+

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.