নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ব্লগার।

মো: আশিকুজ্জামান

জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।

মো: আশিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

অভাবের কঠিন আঘাতে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

ছবি: ইন্টারনেট।

অভাবের কঠিন আঘাতে নরম ভালবাসার পিঠে
কর্কশ প্রতিধ্বনির ঝংকার ওঠে।
স্বপ্নের মৃত্যু ঘটাতে হতাশা র্স্পধা পায়।

অভাবের আগমনে নিভে যায় স্বর্গের বাতি
অন্ধকারে শয়তান এসে চুপিচুপি হাত ধরে ডাকে।
সে ডাকে মন নাচে সর্বনাশার তালে;
অশান্ত জীবন আনন্দ খুঁজে ফেরে ধ্বংসের গভীরে।
আশার আলো মরীচিকার মতো মিলিয়ে যায়।

জীবন সংসারে অশান্তির আগুন ধিকি ধিকি জ্বলে
শয়তান পরম মমতায় মাথায় হাত বুলিয়ে বলে
ভয় কি তোমার, হাতে রাখো হাত
চল, নরকের গভীরে বসে স্বর্গকে ডেকে আনি।

সেই হাতের পরশ পেয়ে মনে পুলক জাগে
অসম্ভবের স্বপ্ন মাথা ঠেলে ওঠে
স্বপ্ন সত্য হওয়ার আশায় দিকবিদ্বিক ছুটে চলে অশান্ত জীবন
যখন ক্লান্ত হয়,শোনা যায় সেই আহব্বান
চল, নরকের গভীরে বসে স্বর্গ ডেকে আনি।

অভাব পরাজয়ের পতাকা নিয়ে মিছিলের আগে চলে
মিছিলের শ্লোগানে রক্তে শীতল ঢেউ ওঠে।
তুমি কি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো?
নাকি অভাবের বিষের জ্বরে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গেছ?
ইতিহাস খুলে দেখ,
যারা এ পৃথবীতে এনেছিল শান্তি, এনেছিল কল্যাণ
অভাবের আগুন পুড়িয়ে তাদেরকে করেছে চিরস্মরণীয়।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

সুমন কর বলেছেন: ভয় কি তোমার, হাতে রাখো হাত
চল, নরকের গভীরে বসে স্বর্গকে ডেকে আনি।


ভালো লাগা রইলো। প্লাস।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

মো: আশিকুজ্জামান বলেছেন: শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০

মো: আশিকুজ্জামান বলেছেন: ভাল লেগেছে জেনে আমার কাছেও ভাললাগল।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:
জীবন সংসারে অশান্তির আগুন ধিকি ধিকি জ্বলে
শয়তান পরম মমতায় মাথায় হাত বুলিয়ে বলে
ভয় কি তোমার, হাতে রাখো হাত
চল, নরকের গভীরে বসে স্বর্গকে ডেকে আনি।

সেই হাতের পরশ পেয়ে মনে পুলক জাগে
অসম্ভবের স্বপ্ন মাথা ঠেলে ওঠে
স্বপ্ন সত্য হওয়ার আশায় দিকবিদ্বিক ছুটে চলে অশান্ত জীবন
যখন ক্লান্ত হয়,শোনা যায় সেই আহব্বান
চল, নরকের গভীরে বসে স্বর্গ ডেকে আনি।
--------
--- অভাবে স্বভাব নষ্ট, ঠিক তাই।
অনেক ভাল লিখেছেন, শুভেচ্ছা আশিক ভাই!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

মো: আশিকুজ্জামান বলেছেন: কারো স্বভাব নষ্ট হয়। কারো খুব ভাল হয়।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইতিহাস খুলে দেখ,
যারা এ পৃথবীতে এনেছিল শান্তি, এনেছিল কল্যাণ
অভাবের আগুন পুড়িয়ে তাদেরকে করেছে চিরস্মরণীয়।
ঠিক তাই,
ভালো লাগার পোষ্ট
অনেক ধণ্যবাদ।

মো: আশিকুজ্জামান বলেছেন: “কি করি আজ ভেবে না পাই”
বড়ই তিনি গুণি
তার স্বপ্নটা কেমন স্বপ্ন
তার মুখেতেই শুনি।"
--------স্বপ্নটা জানার বড়ই ইচ্ছা।
প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন” লেজাংশ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

মো: আশিকুজ্জামান বলেছেন: প্রামানিক ভাই ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.