![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
ছবি: ইন্টারনেট।
বাংলাদেশের মানচিত্র কপালে আঁকা আসছে নতুন শিশু
আগমনে তার চারদিকে বাজছে সানাইয়ের করুণ সুর;
সেই সুরে মা একটু একটু করে ডুবে যাচ্ছে
হতাশার নিবিড় অন্ধকারে।
তবুও নতুন চাঁদের মত এক ফালি আশা ভেসে ওঠে
তার চোখের কোনায়।
তার সামান্য যাকিছু ছিল সব নিয়েছে বিধাতা
খুশি হয়ে দিয়েছে তাকে সমস্ত পৃথিবীকে;
যেখানেই ঘুমাবার জায়গা মেলে সেটাই তার ঠিকানা।
তাই সে সংসদ ভবনের বকুলতলায় টিমটিমে আলোয়
প্রসব বেদনায় অস্থির;
ডাক্তার নেই, আয়া নেই, নিরব নিঝুম রাত
জেগে আছে শুধু
রোজ শিয়রের কাছে শুয়ে থাকা সেই কুকুরটা।
শিশু ভুমিষ্ট হতেই
স্বপ্ন ভুলিয়ে দিলো সারা জীবনের বেদনা
ছেলে বড় হবে, হবে মানুষের মতো মানুষ এক
কিন্তু ভুলবে না আমাদের!
ছেলে বড় হয় আর স্বপ্নরা ছোট হয়।
আশার পথ চেয়ে জীবনের সময় ফুরায়
কঠিন পৃথিবীর বুক চিরে
সোনার সেদিন স্বপ্নের সেদিন তব্ওু আসেনাকো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ভাল থাকবেন।
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
অন্ধবিন্দু বলেছেন:
ছেলে বড় হয় আর স্বপ্নরা ছোট হয়।
কঠিন পৃথিবীর এ এক কঠিন বাস্তবতা। শুভ কামনা।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি চমৎকার কবিতা লেখেন !
শুভ কামনা জানবেন ।
৪| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল। ধন্যবাদ