![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
ছবি: ইন্টারনেট।
মানুষের কোলাহলে পাখির কুজন হারিয়েছে
ইটের খাঁচায় বন্দী মানুষ রাস্তায় বসে মুক্তির স্বপ্ন আঁকে
সারি সারি দালান বড় বড় বিল্ডিং বড় বড় স্বপ্ন
স্নেহ ভালবাসার বাণিজ্যকরণে মানুষের দাম স্ট্যাটাসে
স্ট্যাটাসের লড়াই মত্ত শহরবাসী রুদ্ধ বিবেকের দ্বার।
অগণিত দেওয়ালের ভিড়ে কংক্রিটের খাঁচায় স্বপ্নের বাসর,
মাঝে মানুষ বড় একা।
এখানে বদ্ধ দেওয়াল প্রসব করে সংকীর্ণ মন
মুল্যবোধ বিকিয়ে শেখায় শুধু নিজের জন্য বাঁচা
অন্তরে হীনতা নীচতা মুখে সুন্দর হাসি।
আকাশে বাতাসে উড়ছে টাকা, চারদিকে ব্যস্ত মানুষ
ধনী গরীব যে যেভাবে পারছে
ছুটছে তারা টাকার পিছে পিছে ভাগ্যের সন্ধানে
অবসর নেই, ক্লান্ত শরীর, ক্লান্ত মন। তবুও ছুটতে হবে।
এখানে এক শ্রেণীর মানুষ দামী গাড়ী হেঁকে চলে
দামী খাবার, দামী পোশাক, দামী আসববাপত্র
যেন তারা এই পৃথিবীতে রচনা করেছে
সুখের এক স্বর্গ
তবুও গভীর শূন্যতা এসে বুকে বাসা বাঁধে।
তখন নিয়ন আলোয়
শয়তান এসে তাদের পরম মমতায় বুকে জড়িয়ে ধরে।
বাড়ছে মানুষ বাড়ছে শহর কমছে জীবনের দাম
কাঁপছে মানবতা কাঁদছে ছন্নছাড়া মানুষের দল
আশার আলো হারায় হতাশার মিছিলে
রাতের কোলে বেদনা লুকিয়ে আবার জেগে ওঠে
ঢাকা শহর।
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১
মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: এখানে এক শ্রেণীর মানুষ দামী গাড়ী হেঁকে চলে
দামী খাবার, দামী পোশাক, দামী আসববাপত্র
যেন তারা এই পৃথিবীতে রচনা করেছে
সুখের এক স্বর্গ
তবুও গভীর শূন্যতা এসে বুকে বাসা বাঁধে।
তখন নিয়ন আলোয়
শয়তান এসে তাদের পরম মমতায় বুকে জড়িয়ে ধরে। -----
একদম খাঁটি কথা। ঢাকা শহরের পারফেক্ট বর্ণনা করেছেন ভাই।
অনেক অনেক শুভেচ্ছা।
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪
মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২১
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫
মো: আশিকুজ্জামান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
মো: আশিকুজ্জামান বলেছেন: প্রামানিক ভাই আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।