নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ব্লগার।

মো: আশিকুজ্জামান

জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।

মো: আশিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

তুমি এলে তাই

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

ছবি: ইন্টারনেট।

যে হৃদয়ে ছিল বেদনার নীল ধারা
তুমি এলে তাই সেখানে এখন শীতল ঝর্ণার কলতান
হৃদয়ের সবক’টা তারে সুরের ঝংকার
নেচে যায় আনন্দ চোখের তারায় তারায়।

তুমি এলে তাই
পথের ধারে বকুল ফুলের মতো উচ্ছ্বাস ঝরে পড়ে।
আপন হাতে সেসব কুড়িয়ে মালা গেঁথে
পরাব তোমার গলায়; নেবে কি তুমি ?

এ জীবনে বলা হয়নি যে কথা আজ বলব তোমাকে
যে কথা এক হৃদয় খুঁজে ফেরে অন্য এক হৃদয়ে
যে কথা বুকে গুমরে কাঁদে প্রকাশের ব্যকুলতায়
আঁধারের ঘোমটায় ঢেকে কানে কানে বলব সেই কথা
শোনার সময় হবে কি তোমার ?

সাপের ঝাঁপি বুকে দংশনে তীব্র জ্বালা
তোমাকে মনে হলে কষ্টগুলো সব হারিয়ে যায়
আনন্দগুলো দুর থেকে ডাকে
বির্বণ এই পৃথিবী তবুও রঙিন স্বপ্নরা দু'চোখে ভীড় করে
কেন এমন হয় ?
হয়তো দু’টি হৃদয় একই ধারায় মৃদু কলতানে বয়ে চলবে
যেন ছোট এক নদী।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.