নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ব্লগার।

মো: আশিকুজ্জামান

জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।

মো: আশিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

সন্তানের ভালোবাসার জন্য

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

ছবি: ইন্টারনেট।

সন্তান দুরে আছে অসীম শূন্যতা বুকে
ভালোবাসায় ভরা সেই ঘরে তারা
তাদের প্রিয়মুখগুলো খোঁজে হতাশায়
স্মৃতির বীণায় বাজে শুধু বেদনার সুর।

জীবন বয়ে যায় আশা জেগে থাকে
একদিন সন্তান এসে ভালোবেসে পাশে বসে
মুগ্ধ শ্রোতা হয়ে শুনবে তাদের কথা,
সেই ছেলেবেলার মতো!
কিন্তু সেই আশা অবারিত প্রান্তরে আঘাত করে
বার বার ফিরে আসে তীব্র হতাশা নিয়ে।

নিজের খাবার
এই সন্তানকে দিয়ে সীমাহীন আনন্দ পেত তারা
কঠিন পীড়ায় সন্তানের জীবন প্রদীপ যখন নিভু নিভু
তখন গভীর উৎকন্ঠা নিয়ে আরোগ্য প্রার্থনায়
সারারাত কাটিয়ে দিতো এই দু’টি অসহায় নর-নারী।
তোমাদের মুখ চেয়ে
নিজের সুখ একটু একটু করে মুছেছিল যারা
তোমাদের স্বপ্ন রাঙাতে
সব সঞ্চয় হাসি মুখে দিয়েছিল যারা
তারা আজ সংসারের বোঝা।
‘কেমন আছে তারা ?’
একথা জানার অবকাশ নেই তোমাদের।
এত ভালোবাসার এই প্রতিদান!
তোমার কষ্টের ভুবনে যারা ছিল তোমার পাশে;
ত্যাগ আর ভালোবাসা দিয়ে ভরালো তোমার জীবন;
তাদের তুমি ভুলে গেলে !

বিধাতা ভুলে নাই, সব লেখা আছে তার খাতায়।
দন্ড দিতে যখন তোমাকে দেখাবে সেই খাতা
তখন ভয়ে কাঁদিবে তুমি সেই ছোট্ট শিশুর মতন;
দেখে বিধাতা হেসে বলবেন
তুমি কাঁদিয়েছিলে দু’টি প্রাণ; ক্ষমা নেই।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: বিধাতা ভুলে নাই, সব লেখা আছে তার খাতায়।
দন্ড দিতে যখন তোমাকে দেখাবে সেই খাতা
তখন ভয়ে কাঁদিবে তুমি সেই ছোট্ট শিশুর মতন;
দেখে বিধাতা হেসে বলবেন
তুমি কাঁদিয়েছিলে দু’টি প্রাণ; ক্ষমা নেই।


ভালো হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সুমন ভাই।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

অন্ধবিন্দু বলেছেন:
‘কেমন আছে তারা ?’
একথা জানার অবকাশ নেই তোমাদের।
এত ভালোবাসার এই প্রতিদান!


আমরা যে দিনদিন অকৃতজ্ঞ হয়ে উঠছি। এটা কিন্তু এই ঘর থেকেই শুরু...
মো: আশিকুজ্জামান, আপনাকে ধন্যবাদ লেখাটির জন্য। বুঝ আসুক আমাদের।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.