![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পঃ- ভালোবাসার রাজকুমারী
লেখাঃ- আসিফ মাহমুদ অন্তর(কল্পনাবিলাসী)
.
ইমন প্রত্যেকদিন ফুল নিয়ে দাড়িয়ে থাকে রাহির জন্য।কিন্তু একদিনও দিতে পারেনা।যখনই তার সামনে গিয়ে দাড়ানোর কথা চিন্তা করে তখনই তার হার্ট বিট বাড়তে থাকে।দম বন্ধ হয়ে আসতে চায়।ইমন বুঝতে পারেনা কেন তার মাঝে সাহস এত কম।
.
রাহিকে ইমন খুব ভালোবাসে।কলেজে যেদিন ইমন প্রথম রাহিকে দেখে সেদিনই তাকে পছন্দ করে ফেলে।তারপর থেকে যখনই রাহিকে দেখে,তখনই ইমনের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করে।
.
রাহিকে প্রোপোজ করার জন্য সে কি অন্য কারো সাহায্য নেবে?..................নাহ! সাহায্য নেওয়া ঠিক হবেনা।......এসব আজেবাজে চিন্তা সারাদিন ইমনের মাথায় ঘুরতে থাকে।
.
আজ ইমন সত্যিই রাহিকে প্রোপোজ করবে।যত কিছুই হোক..... করবেই করবে।মনে মনে একটা কঠিন প্রতিজ্ঞা করল ইমন।কলেজ ছুটির পর.............
.
____এই রাহি প্লিজ....একটু দাড়াও তো।
.
__কি ব্যাপার...আপনি এমন করছেন কেন?
.
____(ইমনের হাতে ফুল যদিও হাটু গেড়ে দাড়ানোর সাহস পায়নি) রাহি আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলব বলব বলে ভাবছি.....কিন্তু বলতে পারতেছি না।
.
__কি কথা....এখন বলেন।
.
____আসলে রাহি তোমাকে প্রথম যেদিন আমি দেখি সেদিনই আমার ভালো লাগে,,,,তারপর থেকেই তোমাকে দেখলে আমি অন্যরকম হয়ে যাই,,,,রাহি তোমাকে আমি অসম্ভব ভালোবাসি,,,,আই লাভ ইউ রাহি.......।।।।
.
__দেখেন আমি কোনো চায়না প্রেম করতে চাইনা।
.
____না রাহি চায়না প্রেম না,,,আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
.
__তাহলে আপনার মোবাইল ফোন টা দেন,,,আজ থেকে তিন দিন আপনার ফোন আমার কাছে থাকবে,যদি এ শর্ত মানতে পারেন তবে প্রেম করার চিন্তা ভাবনা করতে পারি,,,,,।
.
কোনো রকম দেরি করল না ইমন।পকেট থেকে ফোন বের করে দিল।ভালোবাসার জন্য ইমন সবকিছু করতে পারে।
.
মোবাইল দিয়ে একটু চিন্তায় পড়লো ইমন।মেয়েটা আবার হাইজেকার গ্রুপের কেউ না তো?.....দূর কিসব ভাবছি,,,কলেজে আবার হাইজেকার গ্রুপ কোথথেকে আসবে?,,,,,,,এসব কথাই মনে মনে ভাবছে ইমন।
.
তিন দিন পর...................
.
কলেজে আসল ইমন।এদিক ওদিক খুজঁচ্ছে রাহিকে।কিন্তু দেখতে পাচ্ছেনা।ক্লাসরুমের প্রতিটা বেন্স ভাল করে দেখা হল তবুও পাওয়া গেল না রাহিকে।
এক রকম হতাশ মনে ক্যাম্পাস থেকে বের হবে ইমন,ঠিক তখনই একটা মেয়ে ডাকলো এই যে ভাইয়া আপনার নাম কি ইমন?
.
____হ্যা,আমি ইমন।আপনি কে?
.
এই যে নেন,,,,এই চিরকুট টা রাহি আপু আপনাকে দিয়েছে।
.
চিরকুট হাতে নিয়েই পড়া শুরু করল ইমন।তাতে লেখা ছিল,,,,,,
"" প্রিয় ইমন,তোমাকে ঐদিন দেখেই আমার ভালো লেগেছে।তুমি যখন প্রোপোজ করছিলে তখন ভয় পাচ্ছ দেখে খুব মজা পাচ্ছিলাম।তোমার মোবাইলে কোনো রকম মেয়ের কল বা মেসেজ না দেখে বুঝে নিলাম তোমার কোনো লাভার নেই।তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসার রাজকুমারীকে দেখার জন্য অস্থির হয়ে আছ।আজ বিকেল ৫ টায় মিরপুর বোটানিক্যাল গার্ডেনের সামনে চলে এসো।আমি অপেক্ষায় থাকব।
ইতি তোমার.....
ভালোবাসার রাজকুমারী,,,,,
©somewhere in net ltd.