নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ মাহমুদ অন্তর

আসিফ মাহমুদ অন্তর › বিস্তারিত পোস্টঃ

কে চাইবে,এমন স্মৃৃতি হারিয়ে ফেলতে?

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯


কে চাইবে,
____________এমন স্মৃতি হারিয়ে ফেলতে?
.
পৃথিবীটা বড়ই অদ্ভুত।কিন্তু তারচেয়েও বড় অদ্ভুত পৃথিবীর মানুষ গুলো।হয়ত অদ্ভুত মানুষগুলোর কর্মকান্ড দিয়েই পৃথিবী অদ্ভুত হয়েছে।এই অদ্ভুত পৃথিবীতে আমরা ক্ষনস্থায়ী।এই ক্ষনস্থায়ী জীবনে আমরা অনেক কিছুই অর্জন করি।অনেক কিছুই হারাই।কতজনের সাথে পরিচিত হই।আবার মায়ার বাধন ছিন্ন করে কতজনকে অন্য জগতে রেখে আসতে হয়।সেটা শুধু মৃত্যুর মাধ্যমেই সম্ভব।কিন্তু,অনেকের সাথেই ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি,সেটা একান্ত আপনজনের সাথেই সম্ভব।আবার কখনো কখনো ঝগড়া করে একে ওপরের ওপর রেগে থাকি।কথা বলবোনা প্রতিজ্ঞা করি।কিন্তু সম্পর্কের বাধন এত কঠিন থাকে যে,একদিন কথা না বলে থাকতে পারিনা।মনের অজান্তেই রাগ ভেঙ্গে ফেলি।রাগ শুধু সেসব মানুষের ওপর করা যায়, যার ওপর আমার অধিকার আছে।যে রাগ বুঝতে পারে।যে মানুষ রাগ বুঝতে পারেনা তার ওপর রাগ করে কোনো লাভ নেই।
.
আমার মনে আছে,তোর সাথে আমি রাগ করি।কথা বলবোনা বলে ভাব নিই।কিন্তু থাকতে পারিনা।পরে নিজেই কথা বলি।আগেই বলেছে,সম্পর্কের বাধন এত কঠিন থাকে যে একদিন কথা না বলে থাকতে পারেনা।সেটা তোর ক্ষেত্রে আমার সবসময়ই হয়েছে।আমার ক্ষেত্রে তোর কতটা হয়েছে আমি জানিনা।তারপরেও বাস্তবতা সবাইকে আড়াল করে দেয়।দূরে সরিয়ে নেয়।কথা না বলে হাজার বছর থাকতে হয়।বাস্তবতাকে মেনে নিই বলেই সেটা সম্ভব।বাস্তবতাকে মেনে না নিয়েই বা কি করব।বাস্তবতাকে উপেক্ষা করার শক্তি যে কারো নেই।বিধাতা মানুষকে অনেক ক্ষমতা দিলেও দুইটা জিনিস দেয় নি।তার মধ্যে একটা বাস্তবতাকে উপেক্ষা করার শক্তি।
.
তোর সাথে আমার সম্পর্ক কেমন আমি জানিনা।কিন্তু আমার মনে হয় তোর ওপর রাগ করার অধিকার আমার আছে।সে হিসেবে তুই আর আমি যে খুব কাছের তা আর বলার অপেক্ষা রাখেনা।
.
তোর সাথে আমার জীবনের অনেকগুলা মজার স্মৃতি জড়িয়ে আছে।হয়ত, মজার স্মৃতি গড়ব বলেই তোর সাথে আমার সম্পর্ক।
.
তোকে আমি খুব কাছ থেকে দেখেছি।কিন্তু আজ পর্যন্ত ভালভাবে বুঝতে পারেনি।কেন বুঝতে পারিনি, সেটাই আজ প্রশ্ন।কিছু কিছু মানুষ নিজের মনের মত করেই নিজের পৃথিবী সাজায়।আর তার জন্য তার পৃথিবীতে একেক সময় একেক রকম পরিবর্তন আনতে হয়।হয়ত এই পরিবর্তনটার জন্য তোকে একেক সময় একেক রকম দেখেছি বলে বুঝতে পারিনি, না হয় সেটা ছিল আমার বোকামি।
.
তোর কাছ থেকে একটা জিনিস ভালভাবে শিখে নিয়েছি,সেটা হল চঞ্চল মানুষেরা যতই চঞ্চল হোক না কেন,তারা তার আশেপাশের মানুষদেরকে তার চঞ্চলতা দিয়েই মুগ্ধ করে।তোর মাঝে,এ গুনটা প্রবলভাবে রয়েছে।চঞ্চল মানুষদের মন ভাল হয়,সেটা তোর কাছ হতেই জেনেছি।
.
অনেকদিন তোর সাথে দেখা হয় না।মনে হচ্ছে, তুই কত দূরে চলে গেছিস।মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলছি আমি।কিন্তু তোর সাথে তো হারিয়ে ফেলার সম্পর্ক আমি গড়িনি।না,আমি তোকে হারাতে দেব না।তুই সবসময় আমার মনে থাকবি।জানিনা তোর মনে,আমি থাকতে পারব কিনা।
.
তুই যত দূরেই যাস,আমি তোকে মনে রাখব।সবসময় মিস করব।আগেই বলেছি,তোর সাথে আমার অনেক মজার স্মৃতি জড়িয়ে আছে।তোকে ভুলা মানে মজার স্মৃতিগুলা হারিয়ে ফেলা।কে চাইবে,এমন স্মৃতি হারিয়ে ফেলতে?
.
আমি চাই তুই খুব ভাল থাক।তুই ভাল থাকলেই আমরা ভাল।তবে মাঝে মাঝে আমাদের মিস করার জন্য একটু সময় বের করিস।না হয়,জীবনের কোনো না কোনো সময় বিষন বিষন্নতা অনুভুব করবি,তখন বেঁচে থেকেও মনে হবে তুই পৃথিবী থেকে অনেক দূরে আছিস।
.
উৎসর্গঃ মিতু আপু
.
লেখাঃ আসিফ মাহমুদ অন্তর(অন্তু ভাইয়া)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.