নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কুকুরের দাঁত পোকা ধরে না কেন?

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১

মানুষ দাঁতের কত যত্ন করে। টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ঘষে। দাঁতের ফাঁকে যেন খাদ্যকণা আটকে না থাকে সে
জন্য কাঠি বা সুতা দিয়ে দাঁত পরিষ্কার (ফ্লস) করে। তার পরও দাঁতে পোকা ধরে। যন্ত্রণায় কতই না কষ্ট
পেতে হয়! অথচ কুকুর সারা দিন বাসি-পচা খাবার খায়। দাঁত ঘষার তো প্রশ্নই নেই। অথচ তাদের দাঁতে
সাধারণত পোকা ধরে না। সব সময় ঝকঝকে সাদা। ধারালো দাঁতগুলো সব সময় ব্যবহারোপযোগী। কুকুরের দাঁত
এত ভালো থাকে কীভাবে? কে তার দাঁত পরিষ্কার করে দেয়? কেউ না, নিজেই! আমরা দেখেছি, কুকুর মাঝেমধ্যে
নিজের শরীর কামড়ায়। তাদের গায়ে একধরনের মাছি বসে, লেজ দিয়ে যতটুকু পারা যায়, তারা সেই মাছি তাড়ায়।
তাতেও কাজ না হলে অতিষ্ঠ হয়ে কামড়ায়। এটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় মাছি না বসলেও তারা লেজের
কাছাকাছি মুখ নিয়ে কামড়ায়। এই অভ্যাস তার দাঁত ভালো রাখতে সাহায্য করে। কুকুরের দেহের একটি গ্রন্থি
থেকে একধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা গুণের দিক দিয়ে ফ্লোরাইডের সমতুল্য। ফ্লোরাইড দাঁতের
জন্য ভালো। আমাদের টুথপেস্টে সে জন্যই ফ্লোরাইড মেশানো হয়। কুকুরের এই নির্দিষ্ট গ্রন্থি তার লেজের
ঠিক নিচের দিকে থাকে। লেজের আশপাশে কামড়ানোর সময় ফ্লোরাইড তার দাঁতে লাগে। ফলে কুকুরের দাঁতে
সহজে পোকা ধরে না।

আব্দুল কাইয়ুম

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৫, ২০১১

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

আমি মিন্টু বলেছেন: :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ফ্লোরাইড ওর কাছ থেকে ধার করা লাগবে । B-) B-)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

সুলতানা রহমান বলেছেন: ব্যাপারটা তো খুব মজার।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভালো তথ্য। ইমার্জেন্সি টুথপেস্টের দরকার হলে কুকুরের পাছায় কামড় দিলেই হবে...

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: তাই নাকি !!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.