![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু এবং অকাল মৃত্যু
- আবছার তৈয়বী
‘কুল্লু নাফসিন জা-ইক্বাতুল মাওত’ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। কারো আজ মৃত্যু হল, তো কারো আগামীকাল কিংবা পরশু। যতো ক্ষমতাশালীই হোন, যতো উদ্যতই হোন, যতো সাহসীই হোন, মনে রাখবেন- মৃত্যু আপনার দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে। যখন আমার আপনার ‘কাল’ বা ‘সময়’ আসবে- সেই মৃত্যুর ডাকে আমাকে আপনাকে সাড়া দিতেই হবে। মৃত্যুর ভয়ে ভীত নয়, বরং মৃত্যুর সাথে দোস্তি করাই একজন মু’মিনের কাজ। প্রকৃত মু’মিন যারা- তাঁরা মরার আগেই মরেন। নিজেদের কামনা-বাসনাকে দমন করে তাঁরা আল্লাহ্ ও তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লামের প্রিয়ভাজন হন। হাদিসে আছে- মূতূ ক্বাবলা আন তামূতূ- প্রকৃতপক্ষে মরার আগে মরতে পারলেই কামিয়াব হওয়া যায়।
সব মৃত্যুই বেদনাদায়ক। প্রায় সব মৃত্যুই অনাকাক্সিক্ষত। গুয়ান্তামো বে নামক হাবিয়া দোযখ, আবু গারিব কারাগার আর আইএসআইস সন্ত্রাসীদের হাতে জিম্মি-নির্যাতিত মানুষ ছাড়া আর কাউকে আমি মৃত্যু কামনা করতে দেখিনি। মৃত্যু কামনা করার ব্যাপারে হাদিসে নিষেধও এসেছে। পক্ষান্তরে জীবনের জয়গান গাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। মৃত্যু পথযাত্রীকেও আমি জীবনের আহ্বানে তড়পাতে দেখেছি। তারপরও কারো মৃত্যু ‘অকাল’ নয়। মানুষের প্রত্যেকের জন্য ‘নির্ধারিত’ সময়েই তার মৃত্যু আসে। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। আল্লাহ্ বলেন- ‘ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সা’আতাও ওয়ালা ইয়াসতাখদিমূন’ অর্থাৎ যদি কারো পরিণতির শেষ সময় আসে, তা এক মুহূর্ত পরেও হয় না, এক মুহূর্ত আগেও হয় না। তাই ‘অকাল মৃত্যু’ বলে কোন কথা ইসলাম সমর্থন করে না। যার হায়াত যতো দিন, সে ততোদিনই বাঁচবে। তাই ‘অকাল মৃত্যু’ না বলে ‘অপরিণত বয়সে মৃত্যু’ বললে কেমন হয়? https://www.youtube.com/watch?v=nG0sTy0UJoc
তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
আবছার তৈয়বী: প্রতিষ্ঠাতা সভাপতি- প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)- দুবাই, ইউ.এ.ই।
প্রতিষ্ঠাতা: আদর্শ লিখক ফোরাম (আলিফ), চট্টগ্রাম।
নির্বাহী সদস্য: আনজুমানে খোদ্দামুল মুসলেমীন, ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদ, আবুধাবি।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
সিপন মিয়া বলেছেন: একইসাথে ইসলাম ও বিজ্ঞানসম্মত।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
শুনেছিলাম আপনার মৃত্যু হয়েছে?