নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব নাগেশ্বরের ঘ্রাণ ছাপিয়ে সে ঘ্রাণ আসে ফিরে।

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা

ঘুম ঘুম চোখে বলি ঘুম তুমি কই? ঘুমের আশায় কেন একলা জেগে রই? তবে স্বপ্নের আনাগোনা জাগরণেই।

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা › বিস্তারিত পোস্টঃ

ইস্ত্রি

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২

-আম্মু আমার জামাটা ইস্ত্রি করতে হবে। কোথায় রেখেছ?

-সবসময় কোথাও যাওয়ার আগে কেন ইস্ত্রি করতে হবে? আগে কিছু ঠিক থাকে না? যা তোর কাবারডের উপরের তাকে দেখ।

-থ্যাংক ইউ আম্মু!

বেগুনি জামাটা একদম কুঁচকে আছে। তাড়াতাড়ি ইস্ত্রি নিয়ে বসল শাওন্তি।কোনোমতে কুঁচকানো ভাবটা দূর করে নিল। মোবাইলটা ভাইব্রেট করছে। সেদিকে খেয়াল নেই শাওন্তির। ঘড়ির দিকে একপলক দেখে নিল। ৯:৩০।দৌড়ে কাপড়টা নিয়ে ওয়াশরুমে ছুটল।দেরী করা যাবেনা। ৫ মিনিট পর আয়নার সামনে দাঁড়িয়ে হাল্কাভাবে চিরুনি চালিয়ে নিল। আয়নায় দেখতে পেল ছোটবোন টুসি দাঁড়ানো কোমরে হাত দিয়ে।

-কি আপু তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন?

-আরে আমার জন্য বরপক্ষ বসে আছে তো! বিয়ের দেরী হয়ে যাচ্ছে!

-আপু তুমি সবসময় এমন!

-সরি! নে দরজাটা লাগিয়ে দে।

মামা একটু তাড়াতাড়ি চালান। রিক্সাওয়ালাকে তাগাদা দিল শাওন্তি। পৌষি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ফাইভ মিসড কলস! আজকে পৌষির ফার্স্ট ডেট। মেয়েটা এত ভীতু! সবজায়গায় শাওন্তির সাথে টইটই করে ঘুরে বেড়ায়। আজকে শাওন্তি ওকে কেবল পার্কের রাস্তাটা চিনিয়ে দিবে। একদম বোকা মেয়ে। একা সে চলতেই পারে না।

-নে তোর আসার সময় হল?

ধ্রুব এতবার ফোন দিচ্ছে!

-ওকে,বুঝলাম। চল আগাই।

-তোকে এলোমেলো দেখাচ্ছে কেন?চুল ঠিক কর!

-ভালো! আমি তোর মত এত কিউট না!

-ওকে আপু সরি!

- আচ্ছা ধ্রুব তোর কয়দিনের ফেসবুক ফ্রেন্ড?

-দুই মাসের।

-গ্রেট!

কই তোকে নাকি ফোন দিতে দিতে অস্থির হয়ে যাচ্ছে! তাহলে কই সে?

-হুম ফোন দেই।

ইশ ব্যাল্যান্স নাই একেবারে!

-নে আমারটা নে।

-এহ তোর নাম্বার পেলে তোর সাথেই ফোনে প্রেম করা শুরু করবে!

-মর তুই!

-আচ্ছা তুই এখানে বস। আমি ঐ সামনে ফ্লেক্সিলোড করে আসি।

-যা।

শায়ন্তি চুপচাপ বসে আছে।

হাই! ধুপ করে ওর পাশে এসে বসল ছেলেটা।

-আরে আদনান তুই এখানে কেন?

-তুই ই বা এখানে কেন?

-আমিতো পৌষিকে নিয়ে আসলাম।

-ওহ! ভালো। নে দেখ আমার মোবাইলে একটা টেক্সট আসছে।

-''শা, ধ্রুব বলে আসলে কেউ নেই।''

-আমাকে লিখা! মানে...এগুলা কি?

-আসলে আমি মানে তোকে কিছু বলতে চাচ্ছিলাম।আমার কিন্তু কোন দোষ নাই। সব প্ল্যান কিন্তু পৌষির।

-আরে ওকে তো আমি বোকা ভাবতাম।

নে বসে থাকতে ভালো লাগে না। সামনে হাঁটি।

-হাঁটব মানে?

হাঁটবি মানে একদম আমার পাশে পাশে হাঁটবি। আর হ্যাঁ এখন থেকে এত কুঁচকানো শার্ট পরবা না। ইস্ত্রি মেরে আসবা বুঝলা?

-তুমি বললে সেটাই হবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.