নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব নাগেশ্বরের ঘ্রাণ ছাপিয়ে সে ঘ্রাণ আসে ফিরে।

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা

ঘুম ঘুম চোখে বলি ঘুম তুমি কই? ঘুমের আশায় কেন একলা জেগে রই? তবে স্বপ্নের আনাগোনা জাগরণেই।

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা › বিস্তারিত পোস্টঃ

ভাবনার ছবি

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩২

শান্ত বালুকাবেলায় ছড়িয়ে থাকা

অসংখ্য ঝিনুকের মত বিক্ষিপ্ত ভাবনায়

ধীরে ধীরে প্রতিয়মান হয় একটি ছবি



নির্জন সেই ছবিতে বিরাজ করছে কেবল

দু'জন মানুষ ।

তারা খুনসুটি করে ঠিক এমন ভাবনার মত

ঝিনুকগুলো কুড়োচ্ছিল।



তাদের যেন ক্লান্তি ছিল না।

সময় স্থবির হয়েছিল তাদের সে আনন্দে।

শিল্পীর তুলির আঁচরে আঁকা জলরঙের মত

সে ছবির আকাশে মেঘের রঙ বদলাচ্ছিল



শান্ত বালুকাবেলা যেন উন্মাতাল হতে চাইছিল।

পরম মমতায় ধরে রাখা দুজনের হাতের বন্ধন দৃঢ় হয়ে

ঝড়ের মুখরতাকে উপেক্ষা করে দূরে ছুটে চলল।



নির্জন ছবির সে মানুষ দু'জন আশ্রয় নিল

গভীর সবুজ এক অরণ্যের মায়ায়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৪

সকাল হাসান বলেছেন: ভাল লাগল! +++

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা বলেছেন: ধন্যবাদ জানাই আপনাকে।

২| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

রায়ান ঋদ্ধ বলেছেন: সুন্দর ভাবনা। :)

১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা বলেছেন: হতে পারে।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২

নেক্সাস বলেছেন: সুন্দর

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

তুষার কাব্য বলেছেন: সব নাগেশ্বরের ঘ্রাণ ছাপিয়ে সে ঘ্রাণ আসে ফিরে। দারুন লাগলো কথা টি...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা বলেছেন: জ্বী এই ফুলটা আমার অসম্ভব প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.