![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার ভাগ্য কি আপনার কাছে সবসময় দুর্বোধ্য ঠেকে? নাকি আপনি এমন একজন যার কাছে তার ভাগ্য সর্বদা সুপ্রসন্ন? কেউ কেউ বলে থাকবেন সে ই প্রকৃত বিজয়ী যে তার দুর্ভাগ্যকে জয় করে। এই জয়ের পরিমাণ কেমন জানিনা তবে এমন মানুষও দেখেছি যে একদিন দুইদিন না, বলতে গেলে ৮/ ৯ বছর অথবা তার থেকে বেশি সময় ধরে খারাপ সময়ের বোঝা বয়ে বেড়াচ্ছেন। কিন্তু এর মাঝেও কি আপনি এমন কাওকে দেখেননি যে স্মিত হাসি হাসছে? তার কাছে কি তার দুঃসময়ের ব্যাখ্যা অন্যরকম? কীভাবে সম্ভব কোনোরূপ হিনমন্যতা তাকে স্পর্শ করে না?
ঐ যে শুরুতে প্রকৃত বিজয়ীর একটা কথা বললাম! হয়তো সেরকম কোন স্পৃহার কারণে!
অন্যের কথা বলতে বলতে নিজের কথায় আসি। মিরাকেল শব্দটা নিজের ক্ষেত্রে বলতে ইচ্ছুক না। এটাকে আল্লাহ্র আশীর্বাদ বললেই ভালো। কিন্তু আমার ভাগ্য আমি নিজে কিন্তু জানি না। শুধু আমি জানি যে সবসময় ভাগ্য সহায় নাও হতে পারে ! এইজন্য সমস্যা যখন ডালপালা ছড়াতে শুরু করে তখন তাকে না এড়িয়ে সমস্যার মূলে যাওয়াটাই ভালো। নানা সমস্যায় সৃষ্টিকর্তা মানুষকে জর্জরিত না করলে হয়তো তাকে স্মরণ করা মানুষ ভুলে যেত। বিপদে প্রভুর সহায়তা প্রার্থনা করেনি এমন মানুষ আপনি কিন্তু খুঁজে পাবেন না। আমিও সে দলের মানুষ। আমি যে শুধু বিপদেই এমনটা করি তা বলবো না। আমি প্রায়শই সৃষ্টিকর্তার কাছে নানা কিছু চাই। সেটা অনেক কিছু। জীবনে নানাক্ষেত্রে সফলতা যেন আসে সেটা কামনা করি। সবসময় আসে না। তবে অধিকাংশ ক্ষেত্রে আসে। কোন কোন সময় যা চাইলাম, সেটা পেতে বেশ দেরি হয়ে যায়। কিন্তু জীবনটাই তো ক্ষুদ্র ক্ষুদ্র ক্রাইসিসের সমষ্টি। এর মাঝে যতটুকু পাওয়া যাচ্ছে, তার জন্য কি ভাগ্যকে দোষারোপ করা ঠিক হবে? একদম প্রথমেই বললাম না এই স্মিত হাসির পেছনের ব্যাখ্যাটা হয়তো কারও কাছে অন্যরকম!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
স্বাধীনচেতা চিত্রাঙ্গদা বলেছেন: জ্বী! একদম ঠিক বলেছেন!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যার কিছু নাই তার কিছু চুরি হয় না, হারায় না। তেমনই সেই স্মিত হাসির পেছনের মূল শক্তিটা মনে করি সন্তুষ্টি। যে যত কমে তুষ্ট সে অভাবী, দুর্গত হলেও তার মননে লোভ আর চাওয়াটা কম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
স্বাধীনচেতা চিত্রাঙ্গদা বলেছেন: প্রবল ইচ্ছাশক্তির কারণে অল্পতে পরিতৃপ্ত থাকার মাধ্যমে জীবনে পূর্ণতা আনা সম্ভব। সহমত জ্ঞাপন করছি।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
নতুন বলেছেন: ভাগ্য বলতে আসলেই কি কিছু আছে?
আপনাকে পৃথিবিতে পাঠানো হয়েছে.... দেওয়া হয়েছে পুরো পৃথিবি... এখন এর থেকে কতটুকু আপনি নিজের করে নেবেন তা আপনার উপরে নিভ`র করে...
আপনি যদি পুকুরে বরশী না ফেলেন... তবে আপনার মাছ খাওয়া হবেনা..
দুনিয়াতে যে যতবেশি চিন্তা করে+শেখে+কস্টকরে অজ`নের জন্য... সেই বেশি অজ`ন করতে পারে....
সবাই সেই অজ`ন দেখে তাকে ভাগ্যবান মনে করে....
আর অল্পতে তুস্টিই সুখের মুল মন্ত্র.....
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাগ্য পক্ষে না থাকলে চেষ্টা করেও কিছুই করা যায় না ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: নিজের ভাগ্যকে অনেক সময় বদলানো যায়।