নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Audacious boy

আমি একজন সাধারন বালক। সম্মান, ইংলিশ বিভাগ, তিতুমীর কলেজ।

Audacious boy › বিস্তারিত পোস্টঃ

মায়ের ভালোবাসা।

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৯

আমেরিকার এক শহরে এক নামকরা Businessman ছিলো। টাকা পয়সা, নামে, দামে,কোনো কিছুরই তারঅভাব ছিলো না। কিন্তু তার মডার্নসোসাইটিতে মুখদেখাতে পারতোনা শুধুতার মায়ের জন্য। কারন তার মা ছিলো অন্ধ। মায়ের মুখে ছিলো আগুনে পোড়া দাগ। আরমাথায় কোনো চুল ছিলো না । তাই মডার্নসোসাইটিতে নিজের মান সম্মান বজায় রাখারজন্য মা কে বাসা থেকে বের করে দিলো। বেচারি অন্ধ মা কেদে কেদে রাস্তায় রাস্তায়ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাতএকটি গাড়িতে ধাক্কা খেয়ে বৃদ্ধা মা মারা গেল। ছেলে শুনে কষ্ট পেলো না, ভাবলো আপদবিদায়হয়েছে । কিছুদিন পর কোনো Documentsখুজতে খুজতে মায়ের ঘরে মায়েরলেখা একটা ডাইরি পেলো । ডাইরিতে লেখা ছিলো- #০৫-১২-১৯৮০=আজ আমি সুন্দরি মিস আমেরিকা এর Awardপেয়েছি।#০ ২-০৫-১৯৮৩আজ আমার Pregnant এরAbortion না করার জন্য আমারস্বামী আমাকে Divorce দিয়েছে। #০৭-০৩-১৯৮৫আজ আমার বাড়িতে আগুন লেগেছিলো। আমি বাহিরে ছিলাম। আর আমার কলিজারটুকরা ছেলে বাড়ির ভিতরে ছিলো।নিজের জীবন বাজি রেখে শুধু ছেলেরজীবনবাচাতে গিয়ে আগুন লেগে আমার চুল এবং মুখপুড়ে আমার সম্মস্ত সৌন্দর্য ছাই হয়ে গেছে। তাতে আমারকোন দুঃখ নেই।কিন্তু তবু আমার কলিজার টুকরা ছেলের চোখদুটো আমি বাচাতে পারিনি । #০৭-৫-১৯৮৫আজ আমার নিজের চোখ দুটো আমারছেলে কে দিতে যাচ্ছি । The End of my Lifedairy ............ডাই রিটি পড়ে ছেলে পাগলেরমতো কাদতে কাদতে দেওয়ালে মাথা আছড়াতে লাগলো । আমার আর বলার কিছু নেই। সমস্ত পৃথিবীরমা জাতীর প্রতি রইলো আমার সালাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.