নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় এই,যে আমার কিছুই জানা নেই...

অজ্ঞাত অন্বেষা

অজ্ঞাত অন্বেষা › বিস্তারিত পোস্টঃ

আমার বাপের টাকা থাকুক, তবুও ভ্যাট দিমুনা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৭

ক্লাস শেষে বাসায় ফেরার জন্য বাসে উঠলাম প্রায় ৪:৪০ এর দিকে। বাস চলছে.... চলছে। হঠাৎ শুনলাম রামপুরা ব্রীজে গন্ডগোল হচ্ছে। রাস্তা বন্ধ করে ছাত্ররা আন্দলোন করছে। মনে মনে ভাবলাম, " ওমা!!!!! ঢাবি এরিয়া ছেড়ে, এই ছাত্রদল/ছাত্রলীগের পোলাপাইনরা এইখানে জট বাধাইতে আসছে কেন? " মেজাজ টা ৪৯ হয়ে গেলো তখন এই ভেবে যে কতক্ষণে বাসায় যেয়ে ইকটু স্বস্থির নিশ্বাস নিবো।কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটা আর হলো না। ধাক্কাইতে ধাক্কাইতে বাস অনেক কষ্টে মেরুল বাড্ডায় এসে একেবারেই থেমে গেলো। কারন সেই ছাত্ররা এখন একেবারেই রাস্তা ব্লক করে রেখেছে। গাড়ি এক কদম ও আগাবে না!!!! কোনো গতি না পেয়ে আমি এবং আমার সাথে দুই জন মেয়ে বাস থেকে নেমে হাটা দিলা। পরিকল্পনা হচ্ছে, রামপুরা ক্রস করে আবার ও বাস এ উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিবো।

হাটতে হাটতে যখন রামপুরায় অবস্থিত East West Universityর সামনে আসি, তখন দেখি জনতার ঢল। সে এক বিশাল কান্ড, পুরা রাস্তা জুরে ছাত্ররা বসে উচ্চ স্বরে তাদের দাবি জানাচ্ছে। কাছে যেয়ে যা শুনলাম, তা শোনার পর মন চাইলো আমিও তাদের সাথে রাস্তায় বসে চিল্লাই " NO VAT! NO VAT!" তখন আমার মধ্যে সেই ট্রাফিক এ বসে থাকার ক্ষোভ আর ইকটুও ছিলোনা, বরং খারাপ লাগলো যে, যেই আন্দলোন এ আমার ও থাকা উচিত সেই আন্দলোন এর পাশ ঘেষে আমি চলে যাচ্ছি, সেই প্রতিবাদ এর অংশীদার ও হতে পারলাম না। তবে মনে মনে ভাবলাম, " করুক, আরো করুক, ঐ টাকলা না আসা পর্যন্ত যেন এরা এখান থেকে না নড়ে। প্রয়োজনে বন্ধ থাকবে আজকে সাড়া ঢাকা শহর। চলুক আন্দলোন।

হ্যা, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কেনো পড়ি জানেন? কারন, আপনাদের সাধ্য হয়নি আমাকে ঢাবি তে একটা চান্স দেয়ার (হ্যা অপারোগ আমিও ছিলাম, তা অগ্রহ্য করবোনা) তবুও আজকে যারা পথে ঘাটে খুন করে বেরাচ্ছে, পহেলা বৈশাখে নারীদের আদর করে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, পুলিশ দের ইট মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, দিন শেষে তারাও সরকারি বিশ্ববিদ্যালয়ে 'পড়াশোনা' (!) করে। তাদের সিট গুলা কি ফাঁকা থাকে? অবশ্য থাকলেই বা কি? তারা কষ্ট করে এই সিট টি অর্জন করেছে, তাদের জানাই 'সাল্যুট'।

যাই হক, আমার শিক্ষার যেই অধিকার আমাদের সরকার পুরণ করতে পারে নাই সেই অধিকার আমার বাবা পুরোণ করছে। Private University তে পড়ি, শুনলেই মনে হয় 'বাপের কত্ত টাকা', কিন্তু ৩ মাস পর পর ৬০,০০০ টাকা গুনে (পরোবর্ততে হয়ত যা আরো বেশি হবে) দিতে আমার বাবার মুখে হাসি থাকেনা, বরং কষ্টের সাথে বলে, 'মা, পরের বার একটা Scholarship নেয়ার চেষ্টা করিস,আমার পক্ষে এত টাকা খরচ করা খুব কষ্টের ব্যাপার।

আর সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে যখন সরকার এরূপ মহািন এক পদক্ষেপ নেয় এবং আমাদের বিনিতো ভাবে request করা টা কেও যখন অগ্রাহ্য করে তখন আন্গুল ট্যারা করে ঘি বের করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই, I am Sorry।

আমার বাবার টাকা আছে, দেখে আজকে আমি পড়াশোনা করতে পারছি, কিন্তু এই টাকা দিয়ে চুপচাপ অমানোবিক অত্যাচার সয়ে যাব, তা কিন্তু নয়। প্রতবাদ চলছে, প্রতিবাদ চলবে। রাস্তায়, ফেসবুকে, ব্লগে সবখানেই আওয়াজ উঠবে।

অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের সামন্য একটি প্রশ্ন, " যেখানে,অশিক্ষিত বাস ড্রাইভারদের কেও Student বলে পরিচয় দিলে বাস ভারা কমিয়ে দেয়, সেখানে Private University তে পড়ি বলে এক্সট্রা ভ্যাট ও দিতে হবে এই কোন ধরনের নৈতিকতা?"

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৯

ফাহাদ মুরতাযা বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/InverseFahad/InverseFahad-1441830508-2e6c8c9_xlarge.jpg
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"

উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?

উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?

উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।

-সংগ্রহ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

অজ্ঞাত অন্বেষা বলেছেন: এই সকল প্রশ্ন আমাদের সবার ই।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

ভবোঘুরে বাউল বলেছেন: লেখাটা খারাপ হয়নি তবে পুরোটা পড়ে যেটা আন্দাজ করতে পারলাম আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টগণ আপনাদের মেন্টালিটি কোন দিন পরিবর্তন করতে পারবেন না।
উদাহরণঃ-
১। " ওমা!!!!! ঢাবি এরিয়া ছেড়ে, এই ছাত্রদল/ছাত্রলীগের পোলাপাইনরা এইখানে জট বাধাইতে আসছে কেন?"---------- আপনার বা আপনাদের ধারণা ঢাবিয়ান ছাত্রদল/ছাত্রলীগের পোলাপাইনরা এমনি এমনি/ কারণ ছাড়া জট বাধায়? বরাবর এই জায়গায় আপনারা ভুল করে আসছেন।
২। "হ্যা, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কেনো পড়ি জানেন? কারন, আপনাদের সাধ্য হয়নি আমাকে ঢাবি তে একটা চান্স দেয়ার (হ্যা অপারোগ আমিও ছিলাম, তা অগ্রহ্য করবোনা) তবুও আজকে যারা পথে ঘাটে খুন করে বেরাচ্ছে, পহেলা বৈশাখে নারীদের আদর করে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, পুলিশ দের ইট মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, দিন শেষে তারাও সরকারি বিশ্ববিদ্যালয়ে 'পড়াশোনা' (!) করে। তাদের সিট গুলা কি ফাঁকা থাকে? অবশ্য থাকলেই বা কি? তারা কষ্ট করে এই সিট টি অর্জন করেছে, তাদের জানাই 'সাল্যুট'।"---------(ক) আপনাকে সাধ্য হয়নি আমাকে চান্স দেওয়ার না লিখে আপনার লেখা উচিৎ ছিল আমার সাধ্য হয়নি ভর্তি পরীক্ষায় পাশ করার।
(খ) পহেলা বৈশাখ ইস্যু সম্পর্কে আপনি একেবারেই অজ্ঞাত। কারণ ভিডিও ফুটেজ দেখে সমগ্র দেশবাসী (শুধু আপনি ছাড়া) জেনে গেছে যারা এই অপকর্ম করেছে তারা সবাই বাইরের ছিল (সম্ভবত দু-একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকলেও থাকতে পারে)। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বরং এই অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যেখানে পুলিশ পর্যন্ত দাঁড়িয়ে তামাশা দেখছিল।
(গ) যে পুলিশ শান্তি-শৃঙ্খলা ধরে রাখার নামে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে তার মাথায় ইট মারাই শ্রেয়।
(ঘ) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নারীদের গায়ে হাত বোলায় না বরং কেউ হাত বোলাতে চাইলে সেই হাত ভেঙে দেয়। আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর দিকে নজর দিয়ে দেখেন, সেখানে তো আদর করে রুমে নিয়ে গায়ে ঠোট বুলানোয় ব্যাস্ত থাকে সবাই (জানি বিরোধিতা করবেন এই কথার কিন্তু এটাই চরম সত্য)।

আপনারা ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন করবেন ভালো কথা তাই বলে এই আন্দোলনের মধ্যে সরকারী বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে জড়িয়ে নোংরা মানুসিকতার পরিচয় দেবেন এটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ১।ছাত্রদল/ছাত্রলীগ মোটেও এমনে এমনেই কিছু করে না। আমি সেই কথা বলিও নাই। আমি যা বুঝাতে চেয়েছি তা হল, রামপুরা থেকে বসুনধার পর্যন্ত অন্তত ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরে যেখানে এমন ছাত্র সংগঠিত ঝামেলার কথা খুব কোম শোনা যায়। আমি তাদের কর্ম নয়, তাদের কর্মের স্থানের কথা বুঝাতে চেয়েছি, কেনোনা, সেই সময় আমার মুখ্য চিন্তা টি ছিলো বাসায় ফেরা। এবং আমার সেই বাসায় ফেরার পথেই চলছিলো তাদের এই কার্যক্রম।
২।(ক)লাইন টি কপি করার সময় ও বুঝি চোখে পরলোনা যে আমি আমার অপারোগোতার কথা ও উল্লেখ করেছি। এবং তাদের কথা বলেছি এই চিন্তায় যে, যেখানে ৪দেয়ালের ছোট্ট একটি ইউনিভার্সিটির একটি বিভাগেই প্রতি সেমিস্টারে( যেটি ৩মাস অন্তরে হয়) মিনিমাম ২০০ সিট বারিয়ে এবং তাদের সকল কেই পড়ার সুযোগ টা দিতে পারছে, সেখানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সিট সংখা কি অনেক গুনে বারানো হয়েছে কি?
(খ)পহেলা বৈশাখ ইস্যু সম্পর্কে আমি অজ্ঞাত হতে পারি, তবে পরিস্থিতি কি সব সময় এমন ই ভালো ছিলো? না, সন্দেহ করছিনা, কিন্তু লোক মুখে তো আর এমনে এমনেই এত কথা শুনিনি।
(গ)গতকালের মিছিলেও কিন্তু সেই পুলিশ দের হাতেই সেই স্টুডেটরাই বুলেটের আঘাতে আহত হয়েছে,বিশৃঙ্খলা গতকাল ও সৃষ্টি হয়েছিলো,তবে কোনো পুলিশের যে মাথা ফাটানো হয়েছে, সেই নিউস কিন্তু পাই নি।
(ঘ) এই বিষয়ে একটি কথা্ই বলতে চাই যে, এক হাতে মাইরের আওয়াজ আর দুই হাতে বাজানো তালির আওয়া,এক শোনা গেলেও প্রেক্ষাপট কিন্তু দুই রকম।
আর যেখানে প্রশ্ন উঠাচ্ছেন নোংরা মানুসিকতার সেখানে বলতে চাই, এইযে আপনি (আপনি সম্ভবত সরকারিতে পড়েন) আপনার দিক টা ঠিক রেখে প্রাইভেট পড়ু্য়া দের ব্যাপারে কিছু মন্তব্য করেছেন তেমন ই আমিও করেছি। আপনি আমাদের ব্যাপারে বলবেন, আমরা আপনাদের ব্যাপারে বলবো, আমরা যেই প্রশঙ্গে আপানদের কথা উল্লেখ করবো, আপনারা তা নাও করতে পারেন,তাই বলে আরেকজনের point of view আপনি সধরাতে পারেন অবশ্যই কিন্তু 'নোংরা' বলতে পারেন না।
ধন্যবাদ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

এস কাজী বলেছেন: নিজে কখনো প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়িনি। কিন্তু বাস্তবতা বুঝার জন্য ওখানে পড়তে হয়না। শিক্ষা হোক ভ্যাট মুক্ত। নিঃসন্দেহে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে একাত্মটা ঘোষণা করলাম। নো টু ভ্যাট

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

ফাহাদ মুরতাযা বলেছেন: শাহবাগে চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার! আর আজকে ভ্যাট বিরোধী আন্দোলনরে " জন-দূর্ভোগ" হিসেবে দেখাচ্ছে। মনে হয় যেন জীবনে , রাস্তা অবরোধ করে আন্দোলন করে দাবী আদায় এই প্রথম দেখছে।
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
দেখাচ্ছে " সড়ক অবরোধের কারনে যানজটে নগরবাসীর অবস্থা নাকাল " জাতীয় রিপোর্ট ।

কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া ।
যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন
আর লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন

‘চেতনাবাদীদের’ কমেন্ট ........







চটি পিয়াল ও তাঁর অনুসারীদের কমেন্ট-


১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

অজ্ঞাত অন্বেষা বলেছেন: সরকারি তে পড়ুয়াদের কাছে এই এক হাতিয়ার ই আছে আমাদের ঘায়েল করার জন্য, যা হচ্ছে ' আমরা কেন পারিনি সরকারি তে চান্স নিতে?' আমরা পারিনি সেই অপারোগোতার ভর্তুকি already আমাদের বাবা রা গুনছেন। প্রশ্ন হচ্ছে, আপনাদের যখন কোন ন্যায় বিচার এর প্রয়োজন হ্য় তখন তো আমরা কেও আপনাদের দাবি দেয়া কে অযৌক্তিক বলি না, কাটা ঘায়ে মলোম না দিতে পারলে অন্তত লবণ টা দয়া করে ছিটাবেননা।এবং আসলেই এটি দুঃখ জনক যে মিডিয়া এই নিউস টি এইভাবে প্রকাশ করছে যে আমাদের আন্দোলনের কারনে ঢাকা শহর অচল, কিন্তু দেরি করে হলেও অন্তত মানুষ নিশ্চিন্তে বারি ফিরতে পারছে। ককটেল বোমা, ইট পাটকেল এর আঘাত থেকে বাচার দোয়া তো করছেনা।আর তারা মিডিয়া ফোকাস পায়, তারা আগেয় থেকেই পেয়ে আসছে, এখন আমরাও পাবো, আমাদের একাগ্রতাও পাবে।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন চাইলো আমিও তাদের সাথে রাস্তায় বসে চিল্লাই " NO VAT! NO VAT!" তখন আমার মধ্যে সেই ট্রাফিক এ বসে থাকার ক্ষোভ আর ইকটুও ছিলোনা, বরং খারাপ লাগলো যে, যেই আন্দলোন এ আমার ও থাকা উচিত সেই আন্দলোন এর পাশ ঘেষে আমি চলে যাচ্ছি, সেই প্রতিবাদ এর অংশীদার ও হতে পারলাম না।


NO VAT! NO VAT!"

NO VAT! NO VAT!"

NO VAT! NO VAT!"

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

অজ্ঞাত অন্বেষা বলেছেন: প্রতবাদ চলছে, প্রতিবাদ চলবে। রাস্তায়, ফেসবুকে, ব্লগে যে যার সধ্য মত, যেখান থেকেই হক, সবখানেই আওয়াজ উঠাবে।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

অজ্ঞাত অন্বেষা বলেছেন: ধন্যবাদ। :)

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: আমার টাকা আছে বলে পড়াচ্ছি।। না থাকলে?? প্রাইভেটে পড়ার দায়িত্ব কার??

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: হ টাকা থাকলেও দিমুনা

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১১

নৈশ শিকারী বলেছেন: ক্ষমতার উচ্চ আসনে বসে যেই ছাগলরা শিক্ষাকে পণ্য মনে করে এর উপর ভ্যাট বসাচ্ছে তাদেরকে জুতিয়ে ক্ষমতা থেকে নামানো উচিত। যেখানে আমাদের পাশ্ববর্তি দেশ ভারতে শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক শিক্ষার্তিদের শিক্ষা ব্যাবস্থা অবৈতনিক করা সহ দুপুরে লাঞ্চের ব্যাবস্থা করে সেখানে আমাদের দেশে শিক্ষার উপর ভ্যাট আরোপ করে সরকার কোন শ্রেনীর নীচতার প্রমান করছে আমার জানা নাই।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আমাদের সকলের একাগ্রতায় লিখিত হয়েছে আজ আমাদের বিজয় :)

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

অতি মানব বলেছেন: অসাধারন আপনার লেখা,ভালো লাগলো।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি যেনো আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.