![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"কী? Attested মানে বুঝোনা?"
হতবাকের মত পেনসা তার মার দিকে তাকিয়ে রোইল.......
Attested করানো, সত্যায়ন করানো, কোনো Gadget Officer দ্বারা Seal করে, সাইন করাকে Attested করানো বলে।পেনসার মাথায় যেনো বা্ঁজ পরলো।
" ওওওওও....এইটাকে তবে বলে Attested?" পেনসার ভাবনার ইতি টেনে, ধ্বনি- বিকৃতির Theory কে ভুল প্রমান করে Attested শব্দটির আসল রূপ বের হলো। কিন্তু এখন কি হবে?
"এখন কি হবে" সেটার চিন্তা যতটা না পেনসা করছিলো, তার থেকে শতগুন বেশি চেতে ছিলো পেনসার মা-বাবা। বন্দি পেনসার মামলার শুনানিতে তার মা উকিল wasima বেগম এবং উকিল Iqbal সাহেব আসামী পেনসা কে Autistic বলে ঘোষনা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন।
"তোমার মেয়ে একদম Hopeless, এতদিন ধরে আমি জানতে চাইলাম, কাগজ-পত্র সব সত্যায়িত করানো হয়েছে কিনা, সে আমাকে কিছু জানায় নি। আর এখন......"
" কিন্তু আমি তো বুঝিনি, আমি ভেবেচছিলাম..."
"কেনো বুঝোনাই? এ্ত বড় হয়ে, ভার্সিটি লেভেলের একজন মেয়ে বলে Attested করানো মানে বুঝেনা? ইকবাল বাদ দাও তো। ওকে দিয়ে কিছুই হবেনা। Hopeless একটা। বাদ দাও, ওকে নিয়ে তুমি যেও না তো সচিবালয়ে। কিচ্ছু হবেনা ওকে দিয়ে।"
অবুঝ পেনসা কে তারপর বুঝানো হলো Attested করানো কাকে বুঝায়। ভার্সিটি অ্যাডমিশন এর সময় যেখানে থেকে Application form প্রিন্ট আউট করা হয়েছিলো, ঐখানে ধাপে ধাপে সব পরিষ্কার করে লিখা ছিলো, তবে সেই total procedure টাকে যে "সত্যায়ন করা অথবা Attested করানো বলে, সেটা পেনসার জানা ছিলোনা।
কিন্তু প্রশ্ন হচ্ছে "এখন কি হবে?" এই প্রশ্নের জবাব খোজার জন্য সেল ফোন হাতে নিয়ে ছোটা-ছুটি শুরু করে দিলো পেনসার মা, কিন্তু অনেকের কাছে ফোন দিয়েও কোনো সমাধান পাওয়া গেলোনা। অতঃপর তার মাথায় একটি ভবোদয় হলো। পেনসা দের apartment এর দোতলায় একজন উকিল থাকতেন। এখন উনি ই ভরষা। যদিও উনার সাইন গ্রহণ করা হবে কিনা সন্দেহ ছিলো, কিন্তু ঐ মুহূর্তে আর কোনো বিকল্প সমাধান ছিলো ও না। আর যাই হোক, সার্টিফিকেট গুলাতে অন্তত একটা সাইন আর সীল তো থাকতো। এই ভেবে পেনসা আর পেনসার বাবা ছুটে পরলো উকিলের সরণাপন্য হতে।
তাদের ধারনা ঠিক ই ছিলো, উকিল সাহেব ও ইকটু ইতঃস্তত করে বললেন যে তার সাইন হয়তো গ্রহণ নাও হতে পারে। তাও অনুরোধের কারনে করা আর কি।
সাইন করা সার্টিফিকেট নি্য়ে পেনসা তার বাবা কে নিয়ে রোওনা দিলো সচিবালয়ের দিকে।
(চলবে)
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
অজ্ঞাত অন্বেষা বলেছেন: অনেক ধন্যবাদ । পড়ে দেখেন। এর আগে কখনো এমন গল্প জাতীয় কিছু লিখিনি। তাই খারাপ লেগে থাকলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: মাঝখান থেকে পড়াতে কিছু বুঝতে পারিনি। ঠিক আছে ১ এ চলে যাই।