নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
আমাদের পাশাপাশি হাঁটা হয় না বহুদিন
ইকোপার্ক কিংবা লাল মিয়ার ক্যন্টিনে চায়ের কাপ
আমদের কত কিছুই ছুঁয়ে দেখা হয় না কতদিন
তোমার কমলা পোষাকের সেই গোলাপী দিনে
আমি ভাদ্রের বান ডেকেছি হৃদয় পুরে।
কতবার অবুঝের মত পাশে বসলাম
অথচ বুঝিনি এ আমার উদ্যান নয়,
মিছে গোলাপের ঘ্রাণে ব্যাকুল কেটেছে দিন,
তোমার চাদরের ঘ্রাণ নিয়েছি লুকিয়ে কতবার
তুমি জানলে না নন্দিনী।
কবিতার খাতায় একের পর এক
জমা হয় ডাহুকের গান ;
আমি তো দিঘীর জল হতে চেয়েছি,
যেখানে তুমি পা ভেজাবে বলে
ব্যাকুল হয়েছি এপার ওপার ছুটে।
এখন তুমি শুভ্র শাড়ী বোঝ খুব;
যতটা না আমাকে বুঝেছিলে কিংবা বোঝ।
তুমি জানতে না কতদিন তোমায় সুন্দর বলেছি ভালোবেসে।
তুমি বুঝলে আধুনিক চাটুকারিতায় ভরা শহরের উন্মাদ ধ্বনি,
আমি তবু বলিনি, ওখানে যেও না, ওরা তোমায় ছিড়ে খাবে।
কেননা আমার নির্ঘুম রাতের আধো ঘুমে তোমার ক্ষণিক স্বপ্নও আমার জন্য বিলাসিতা।
রাত্রির শেষ প্রহরে শুদ্ধস্বরে যাকে ভালোবাসি বলে চিৎকার করেছি
নন্দিনী; সেই তুমি।
তাইতো মুক্তি খুঁজি কবিতায়
মধ্যবিত্ত রক্তে কবিতার চেয়ে আর বড় কিসে মুক্তি খুঁজবো?
১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৭
৪৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।