![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!
BBC-র মানে বেলা বিস্কুট কোম্পানি! কমন পড়েছে নিশ্চয়ই। বহুল চর্চিত এমন অনেক শব্দ আছে যেগুলো ভাঙলে অন্যরকম কিছু শব্দও তৈরি হয়। চলুন, আমরাও চেষ্টা করি...
ডিবি মানে
আবেদ আল ইসলাম
ডিবি মানে ডাকু বাহিনী
নিত্যদিনে আজব কাহিনি,
হামলে পড়ে লোভে
মানুষ পোড়ে ক্ষোভে।
ডিবি মানে দাদা ভাই
সারাক্ষণ খাই খাই!
ভালো-মন্দের বিচার নাই
সাপটে পোরে মুখে।
ডিবি মানে ডাইনি বুড়ি
সহজে তো দেয় না ছাড়ি,
নখর আছে শিংও আছে
গল্পে নয়; বাস্তবে।
ডিবি মানে ডাণ্ডার বাড়ি
যে খায় সে বুঝে,
বেড়ায় ক্ষেত খেলে তবে
তার সাথে কে জুঝে!
ডিবি মানে দাগাবাজ
নাইরে শরম নাইরে লাজ,
মাঠে-ঘাটে হাটে-বাটে
ঝোপ বুঝে কোপ মারে।
ডিবি মানে ধাড়িবাজ
সব কাজে বজ্জাতি,
ঘাগু ব্যাধের হাতে পড়লে
নাইরে কোন গতি!
২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪
মরুচারী বেদুঈন বলেছেন: +++++++++++++++
৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছড়ায় অন্ত্যমিল নেই। ভালো লাগেনি...
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪
আবেদ আল ইসলাম বলেছেন: আমি এক্কেবারে আনাড়ি। এর আগে লিখিও নি। একটু হেল্প করুন না।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
কমেন্ট করতে ভুই পাই।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
আবেদ আল ইসলাম বলেছেন: ভুই পিলে হবে?
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯
সাকিব শাহরিয়ার বলেছেন: +++++