নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পথ ভোলা এক পথিক এসেছি ........

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: [email protected]

আজনবী

কঠোর বাস্তববাদী।

আজনবী › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যাংকে টাকা রাখা কেন হারাম নয়? যুক্তি দিয়ে বুঝিয়ে দিন।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

যেহেতু তারা ইসলামের নামে সাধারন মানুষের সাথে প্রতারানা করে নিরেট সুদের কারবার করে চলেছে। উপার্যিত অর্থের একটি বিরাট অংশ জঙ্গিবাদের পিছনে খরচ করছে। এবং তারা মুওদুদীবাদে বিশ্বাসী, যার সাথে প্রকৃত ইসলামের কোন সমপৃক্ততা নেই। তাই -



ইসলামী ব্যাংকে টাকা রাখা কেন হারাম নয়? যুক্তি দিয়ে বুঝিয়ে দিন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই জন্য- এতদিন ফরিদ উদ্দিন মাসউদ কোথায় ছিলেন???


এতদিন তার ইসলামের চেতনা কি ঘুমিয়ে ছিল?

নাকি কথিত কাদিয়ানীদের ৫ কোটি টাকার চেতনায় এইসব বলা?

কালকে কাজের কারণেই মিতিঝিল দিয়ে আসতে গিয়ে দেখলাম রাজপথে মেটাল ডিটেক্টর, ৩ স্তরের নিরাপত্তার পরও লোকজন খুবই সীমিত!!!

জন সমর্থন বিহীন সরকারের লেজুর বৃত্তির আন্দোলন করা কি ইসলাম অনুমোদন করে?

নাকি ইয়াজিদি সিলসিলা সমর্থন করে?

কোন একদিকে ঝুকে যেওনা। তাতে ন্যায় থাকে না।
আজ এই কট্টর ইসলামী ব্যংক বিরোধীতা তিনি এতদিন করেননি কেন?


সাধারন মানুষ যারা এত বছর ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন- তাদের হাশর নাশরের দায় কি মাসউদ সাহেব নিবেন????

না নিতে পারলে উনার বক্তভ্য প্রত্যাহারের অনুরোধ রইল

২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

এ সামাদ বলেছেন: আপনি ভালো একজন মুফতির কাছে জানতে পারেন এ সম্পর্কে।

আসলে ব্লগটা কি কোন ইসলামী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য?

নাকি এখানে কোন মুফতি বসে আছে আপনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য?

ব্লগে এমন প্রশ্ন করাও বোকামী বলে মনে হয় আমার।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

আহলান বলেছেন: ফরিদ সাহেব তার টাকা কোন ব্যাংকে রাখে সেটা জানাক। আর দ্বিতীয়ত ঐ ভাবে হিসাব করলে সব ব্যাংকেই টাকা রাখা হারাম হওয়ার কথা , শুধু ইসলামী ব্যাংকের কথা উনি কেন বলছেন, আর এতোদিন পরে কেন বলছেন সেটাই জানার বিষয় ............ কিছু আলেম সবার আগে জাহান্নামে যাবে ..... সত্য হাদিসের সত্য বাস্তবতা .....

৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

স্বপ্ন অপূর্ণ বলেছেন: ওলামায়ে চু জনাব ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, ইসলামী ব্যাংকে টাকা রাখা আর বিসমিল্লাহ বলে শূকর খাওয়া একই কথা! তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকের মনে(!) প্রশ্ন উদয় হয়েছে তাহলে কোথায় টাকা রাখলে সুদমুক্ত ব্যাংকিং পাওয়া যাবে? তাঁদের এই সমস্যার সমাধান দিয়েছেন কেন্দুয়া। তাঁর পরামর্শ, সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখায় টাকা জমা রাখুন... এখানে টাকা জমা রাখলে সুদ তো দূরের কথা আসলও পাইবেন কিনা সন্দেহ। অন্তত সুদ থাইকা তো বাঁচাইলো। কি, ঠিক আসে না???

৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

ধুলোময়বৃষ্টি বলেছেন: একজন মানুষ ব্যক্তিগত ভাবে যতই খারাপ হোক কিন্তু আপনার সাথে যদি হালাল ব্যবসা করে তাইলে আপনার অসুবিধা/ অবৈধ / গুনাহ হবে না ।

সে ওই ব্যবসায় উপার্জিত অর্থ কোথায় খরচ করছে সেই জন্য তাকে জবাবদিহি করতে হবে আপনাকে নয় ।
ওই ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস , ইসলামের সাথে সম্পৃক্ততা এটার জন্য আপনার লেনদেন তো সমস্যা হওয়ার কথা না ।
বিধর্মী বা ইহুদিদের সাথে ব্যবসা করা তো গুনাহ না ।

এখন ইসলামী ব্যান্ক অন্য জায়গায় কি করে সেই জন্য ওদের কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিন্তু তাদের সাথে আপনি আমি ব্যবসা করলে তো আমার আপনার গুনাহ থাকার কথা না।

আর তারা যে প্রফিট দেয় ঐটা যে নিরেট সুদ সেইটা আমাকে বুঝায়ে দেন আমিও এইটা ক্লিয়ার না

বি দ্র : আমি জামাত বা শিবির পছন্দ করি না -

৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামী ব্যাংক যদি ইসলামের নীতি যা কোরআন হাদিস এর
অনুস্মরণে চালায় হারাম হবে কেন ?
আর অন্ধ রাজনীতি আর আল্লাহর আইন এক নয়
সুদ হারাম , যে কোন ইসলামী কার্যক্রমে তা নিষিদ্ধ ।

৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

পথহারা সৈকত বলেছেন: সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখায় টাকা জমা রাখুন... এখানে টাকা জমা রাখলে সুদ তো দূরের কথা আসলও পাইবেন কিনা সন্দেহ। অন্তত সুদ থাইকা তো বাঁচাইলো। কি, ঠিক আসে না??? :P :P


স্বপ্ন অপূর্ণ কে পেলাচ +

৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

এন ইউ এমিল বলেছেন: বাংলাদেশ সরকার সুদ নিষিদ্ধ করেনাই তাই সুদ খেলে বা দিলে প্রকাশ্যে খাব বা দিব,

ইলাম সুদকে নিশিদ্ধ করেছে তাহলে কেন ইসলামের নামে সুদ খাব বা দিব?

ইসলামি ব্যাংক যদি সুদ খায় বা দেয় তাহলে
ইসলামী ব্যাংককে থু ..

আর সে রকম না হলে সমর্থন


৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

লিন্কল্ন বলেছেন: পথহারা সৈকত ভাইয়ের কোথায় মজা পাইলাম। সব ব্যাংক ই আসলের ওপর একটা পুরুস্কার দেয় সেই সুদ। যে জেইভাবে বলেন। ইসলামি ব্যাংক ও সুদ দে এবং নে। ইসলামি ব্যাংক কাওকে ধার দিলে বিনিময় কিছু পাবে না। এমনি এমনি তো ধার দে না। সেটাও শুদ। তো এটা নিয়ে লুকচুরী করার কোন মানে নাই।
কিছু দিন আগে times of india তে দেখালাম ইন্দিয়াতে ও ইসলামি ব্যাংকং চালু করতে যাচ্ছে। কারণ এতে লাভ বেশি।

১০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

পক্ষপাতদুষ্ট বলেছেন: কোন ব্যাংকে টাকা রাখা জায়েজ সেটা ফরিদ উদ্দিন মাসউদ শাহবাগী হুজুরের কাছে জানতে চান ?

১১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

নদীর তীরে বলেছেন: সুদ সব ব্যাংক ই খায় । পার্থক্য শুধু ইসলামী ব্যাংক ইসলাম এর নাম বেছে খায় ।

১২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে যে সিকিউরিটি মানি রাখছে তার সুদতো প্রতি বছরই নেয়। সুদের টাকা দিয়ো করে কি ???? জানতে বড়ই মন চায়।

১৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

বিডি আমিনুর বলেছেন: ঐ ব্যাটারে আওয়ামী ভূতে ধরছে :-P :-P

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

নীলপথিক বলেছেন: কলমানির টাকা ইসলামী ব্যাংক কিভাবে পরিশোধ করে? সুদ দিয়ে? নাকি তাদের কলমানির প্রয়োজনই পড়ে না?

বাংলাদেশ ব্যাংকে যে স্ট্যাটুইটরী রিজার্ভ মেইনটেইন করতে হয় তা বাবদ প্রাপ্ত সুদ দিয়ে ইসলামী ব্যাংক কি করে?

এ প্রশ্নগুলোও জানা দরকার ছিলো। কেউ জানলে জানাবার অনুরোধ রইলো।

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

ধুলোময়বৃষ্টি বলেছেন: যার পোস্ট উনি কোথায় ? একটা বিতর্কিত টপিক ধরায়ে দিয়ে উধাও হয়ে যাওয়া মানসিক অসুস্থতার প্রকাশ

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

দিবা_স্বপ্ন বলেছেন: Islami Bank Says--
they have a voluntary organization named "Islami Bank Foundation", where they donate-- কলমানির সুদ, স্ট্যাটুইটরী রিজার্ভ মেইনটেইন করতে হয় তা বাবদ প্রাপ্ত সুদ and other types of interest that they can't avoid........@নীলপথিক

I am not sure whether they do or not but they says....

And my idea if there don't have any difference then Bangladesh Bank should had some steps......and Bangladesh Bank has different rules and law to regulate Islami Banks.....

১৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: @নীলপথিক, ই-জা ভাই... কথা প্রসংগে একদিন এক ইসলামী ব্যংকের কর্মকর্তাকে ধরেছিলাম।

উনি জানালেন- এটা নিয়ে নাকি বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হয়েছে- বাধ্যতামূলক সুদ যা আয় হিসাবে চলে আসে- তা দিয়ে হাসপাতাল এবং ফাউন্ডেশনের মাধ্যমে গরীব-দুস্থদের সেবায় ব্যায় করে।

সত্য মিথ্যা জানি না।:)

অ:ট: প্রকৃত লাভের টাকা থেকে কত পার্সেন্ট গরীব দু:খিদের দেয়???? ;)

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

উড়োজাহাজ বলেছেন: ইসলাম থাকলে কোন ব্যাংকের দরকার নাই। সমস্টিগত জীবনে ইসলাম না থাকায় আজকে ইসলামী ব্যাংকের নামে ত্যানা প্যাচানো হচ্ছে। আর কথিত ধর্মজীবিরা ধর্মকে আশ্রয় করে ব্যবসা চালিয়ে যাচেছ।

১৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ইসলামি ব্যাংকের নাম পাল্টাইয়া অইন্য নাম রাখলে ভালো হয় ! সুদ খাইবো আবার নাম রাখবো ইসলামি তা তো হইতারে না !

২০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৯

বৈরাম খাঁ বলেছেন: ইসলামী ব্যাংকে টাকা রাখা যদি সুদ হয় তাহলে বাংলাদেশের সব ব্যাংকে টাকা রাখা সুদ।


ধুলোময়বৃষ্টি বলেছেন: যার পোস্ট উনি কোথায় ? একটা বিতর্কিত টপিক ধরায়ে দিয়ে উধাও হয়ে যাওয়া মানসিক অসুস্থতার প্রকাশ

২১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২

ঝটিকা বলেছেন: আমার জানা মতে বাংলাদেশে সুদ মুক্ত কোন ব্যাংক নেই। ইসলামী ব্যাংক যা করে তা হচ্ছে "পিরিচে করে গু খায়"।

২২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

মুহাম্মদ আবুল হাসান বলেছেন: আমি অতিসাধারণ একজন মানুষ মুফতী না বিধায় সঠিক কারণ টা হয়ত বলতে পারবনা তবে আপনাকে জানায় যে, ইসলামী ব্যাংকে লেনদেন ১০০% হালাল। তার কারণ ব্যাংকের চুক্তিনামায় লেখা থাকে। আর যেহেতু দেষে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নেই সেহেতু বাংলাদেশ বাংকে টাকা রাখাতে হয়। তাছাড়া ভালো কনো মুফতীর কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। আমি একজনের মোবাইল ন. দিচ্ছি উনি বাংলা ভিশনের তাফসীরকারক মোস্তফা আল মাদানী তার সংগে কথা বলেও জেনে নিতে পারেন। ০১৮২৩০৪২৩৭২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.