নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বিলাস

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার।....

বাপ্পি নাহিদ

জানতে চাই ও জানাতে চাই... ফাইন্ড মি অন ফেইসবুক. http://facebook.com/bappy.nahid

বাপ্পি নাহিদ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামকারিদের কাছে প্রশ্ন??

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

এতদিন গণজ়াগরণ মঞ্চের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হাজারো চেস্টা চালানো হয়েছে। অনেককেই অনেক ধরনের কথা বলতে শুনেছি। আজ যদি আমি এই প্রশ্ন করি তাহলে সেই বিজ্ঞজনেরা কি উত্তর দিবেন?? হেফাজতে ইসলামকে আমি সমর্থন দিতাম যদি তারা ইসলাম রক্ষার পাশাপাশি সাগর-রুনি,পদ্মা সেতু, বিশ্বজিত, হল্মার্ক, শেয়ার বাজার, মসজিদে আগুন, বিদ্যুৎ কেন্দ্রে আগুন, শহীদ মিনার ও পতাকার অবমাননা, যুদ্ধাপরাধের বিচার, হিন্দুদের অত্যাচারের বিষয়গুলো তাদের আন্দোলনের সাথে যুক্ত করত।.



.হত্যা এমন একটি অপরাধ যা ইসলাম কখনই সমর্থন করে না আর দেশপ্রেম ও অসহায় বিধর্মীদের রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব... শুধু নাস্তিক/মুর্তাদ দের শাস্তি দিলেই কি ইসলামের হেফাজত হয় ??



এর পাশাপাশি আর একটা কথা বলে নিতে চাই- গণজ়াগরন মঞ্চ হেফাজতে ইসলাম না, গণজ়াগরন মঞ্চের আন্দোলণ কোন ধর্মকে রক্ষা করার জন্য নয় আবার কোন ধর্মকে বিপন্ন করার জন্যও নয়। এটা ফাসির দাবিতে আন্দলোন, রাজনৈতিক জনজাল সাফ করার কাজ গনজাগরন মঞ্চের নয়, সে জঞ্জাল সাফ করার জন্য জনগন ভোট দিয়া সরকার বানাইছে, এটা সরকারের দায়িত্ব,। সরকারের দায়িত্ব গনজাগরন মঞ্চ পালন করবে এমনটা প্রত্যাশা করা ঠিক না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

দিশার বলেছেন: ভালো বলেছেন, এরা হেপাজত য়ে জামাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.