![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১৯৮৪ সালে পেনশনের টাকা তুলতে গেলেন। ঘুষ ছাড়া টাকা তোলা যাচ্ছে না। বাবার সাথের অনেকেই ঘুষ দিয়েই টাকা তুলে ফেলেছেন। বাবা বিষন্ন মুখে ফিরে আসেন বারবার। মা প্যারাপেরি করে, সবাই টাকা তুলে ফেলল আর আপনি ছোটাছুটির মধ্যেই আছেন। বাবার কথা, টাকা না পেলেও ঘুষ দিবেন না তিনি, লড়াই করে যাবেন। বাবা অফিসে যান, ঘুষখোরেরা ঘুষ চায়। তিনি ক্লান্ত আর ব্যর্থ শরীরে ফিরে আসেন। আবারও গেলেন, কর্মকর্ত ঘুষ চাইতেই বাবা তার হাতে তুলে দিলেন 'ঘুষ' নামের এই কবিতাটি। তারপর কাজ হলো। সারা নরসিংদীতে মুহূর্তে ছড়িয়ে গেল ঘটনাটি। সেই কবিতার অংশবিশেষ এখানে তুলে ধরলাম।
"ঘুষখোরের ভূড়ি বড়
অতি বড়
যত পায় তত খায়
মেটেনা পেটের দারুন ক্ষুধা;
এরা কি নয় নিকৃষ্ট পশু
পিশাচ অধম
উৎকোচ মনে করে যারা
অমৃত সুধা!"
(আংশিক)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: স্বাধীনতার এত পরেও ঘুষ দুর্নীতি দুর হলো না। জাতীর জন্য এটা খুব খারাপ সংকেত ।।
আপনার বাবা সৎ, সাহসী ও প্রতিবাদী ছিলেন। তাকে শ্রদ্ধা জানাই।
মানুষের সদিচ্ছা, সৎকর্ম ও সৎসাহস দিনদিন হারিয়ে যাচ্ছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আদর্শ বা ন্যায়-নীতি প্রতিষ্ঠিত করতে হলে ত্যাগ স্বীকার করতে হয় এবং ঝিঁকিও নিতে হয়।
ত্যাগ ছাড়া অর্জন হয় না।
ধন্যবাদ ভাই।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানী আমলে এত ঘুষ ছিলো না
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৪
ঢাকার লোক বলেছেন: আমার এক বন্ধু বলেছিল তার বড় ভাইয়ের গল্প, সে ভাই ছিল কলেজের শিক্ষক, পেনশনের টাকা তুলতে তাঁর ও একই অভিজ্ঞতা, যান আর ফিরে আসেন, যান আর ফিরে আসেন, একদিন সোজাসুজি বললেন, ৬ মাস কেন ৬ বছর ঘোরালেও ঘুষ আমি দেব না, সেই কর্মচারী নাকি কিছুক্ষন চুপ থেকে বলেছিলো, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি! ভাবছি আপনাদের মত লোক এদেশে কেন জন্ম গ্রহণ করেছেন ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: এরকম কত ঘটনা যে ঘটে তার কটাই বা আমরা জানি?
দু একজনকে ধরতে শুনি কিন্তু রায়ের খবর পাই না।
শুভেচ্ছা রইল।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: এই ঘুষ খাওয়া কবে যে বন্ধ হবে ।
ভালো কাজ করেছেন ওনি কবিতা লিখে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঘুষ বন্ধ করতে হলে যে রকম কমিটমেন্টের প্রয়োজন তার উপস্থিতি নেই।
ধন্যবাদ নিবেন।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৪
রানার ব্লগ বলেছেন: এই একটা জায়গার ঘুসের বানিজ্য কেউই রোধ করতে পারলো না। মানুষের বদ দোয়া ও লাগে না এদের !!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: এরা কত মানুষের কত কষ্ট পকেটে নেয় পুরে
পাপীতাপী তারা অভিশাপগুলো আকাশে যায় উড়ে!!
শুভেচ্ছা।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
কামরুননাহার কলি বলেছেন: আধুনিক কালের জন্য এক্কেবারে খাস কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক কথা বলেছেন।
আমার শুভেচ্ছা রইল।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: সরকারি অফিস মানেই ঘুম।
এছাড়া অন্য কোনো উপায় নেই।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
*** হিমুরাইজ *** বলেছেন: কবিতাটি পুরোটাই দিতেন।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ন্যায় ও আদর্শের জয় হোক।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১
তারেক_মাহমুদ বলেছেন: ভাল একটা ছবি ছড়া লিখতে পারেন এটা নিয়ে।
১২| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন্তব্যগুলো পড়লাম। অনেক ভাল লাগল। এভাবেই লেখা ও লেখক এগিয়ে যায়।
পাঠক ছাড়া কি লেখক হওয়া যায়?
শুভেচ্ছা অফুরান।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ঘুষের বিরোদ্ধে বুদ্ধিদীপ্ত সংগ্রামী বাবার প্রতি অভিবাদন।
পুত্র এর ধারাবাহিকতা বজায় রাখুন। শুভ কামনা।