![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রশংসা করার দিন
চিৎকার করে স্তুতি করিব
শোধিতে হইবে ঋণ।
আজ সবাই তাদের পক্ষে
মঞ্চে উঠে গলা ফাটাব
ব্যস্ত সমস্ত দিন কাটাব
কেৌশল যত বাতলে দিয়ে
করিব তাদের রক্ষে।
তারপর তারা শ্রমিক থাকিবে
আমরা হইব ধনী
ঘামের মূল্য তুল্য হিসাবে
হবে না বনাবনি।
অতঃপর আবার আসিবে মে
আবারও লইব নাম
আমাদের গাল ফুলিতে থাকিবে
শ্রমিকে ঝরাবে ঘাম।
২| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩০
সৈয়দ তাজুল বলেছেন:
যেন আমরা সবাই
উঠতে পারি শ্রমিকের প্রেমিক
যেন শ্রমিকের ঘামে
নিজ রক্তের ঘ্রাণ খোঁজি চিরকাল
৩| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:০৩
সনেট কবি বলেছেন: এমনটাই ঘটে এক দিনের জন্য। এরপর পুরনো ইতিহাস ফিরে আসে।
৪| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে,
কী হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়?
কতদিন তুষ্ট থাকবে আর
অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে?
মনের কথা ব্যক্ত করবে
ক্ষীণ অস্পষ্ট কেঁউ-কেঁউ শব্দে?
ক্ষুদিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন?
ঝুলে পড়া তোমার জিভ,
শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কত কাল?
মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে
কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুদা আর গলার শিকলকে?
কতক্ষণ নাড়তে থাকবে লেজ?
তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো,
অস্বীকার করো বশ্যতাকে।
চলো, শুকনো হাড়ের বদলে
সন্ধান করি তাজা রক্তের,
তৈরী হোক লাল আগুনে ঝল্সানো আমাদের খাদ্য।
শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক
সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।
সুকান্ত ভট্টাচার্য, ১লা মে-র কবিতা
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৮ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
শ্রমিক মালিক ভাই ভাই।