নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঋষিলিপি

বাঙালী ঋষি

Cogito, Ergo Sum

বাঙালী ঋষি › বিস্তারিত পোস্টঃ

মহান মে দিবস...!

০১ লা মে, ২০১৯ দুপুর ১২:৩৩



দিনটা নাকি মেহনতি মানুষদের জন্য। যারা তাদের ঘাম-রক্ত দিয়ে পৃথিবীটাকে আমাদের বাসযোগ্য করে রাখছে। তাদের জন্য আমাদের দরদ বেশীরভাগ ক্ষেত্রে মুখেই। রিক্সায় বসে বাতাস খেতে খেতে ঐ রিক্সাচালককে নিয়েই সুন্দর কবিতা বা গল্প লিখতে পারি আমরা। কিন্তু সে গল্প কবিতা তারা বোঝে না। তারা বোঝে পেটের তাড়না। সেই চালক যখন ভাড়ার সাথে ৫-১০টাকা বেশী চায় তখন কবিতা ভুলে মুখ দিয়ে গালি বের হয়। বেশী পুরুষত্ব কিন্তু কম মানবিকতার কয়েকজন তো হাত-পাও ছোড়েন।
একবার ভাবেননা, এই মেহনতি মানুষগুলো না থাকলে আমরা জঙলেই থাকতাম। সভ্যতা আর আসতো না। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে, টাটকা খাবার খেয়ে, উর্বর মস্তিষ্ক নিয়ে অনেক তত্ব উপাত্ত বের করা যায়। কিন্তু সেগুলো প্রয়োগ এই মেহনতি মানুষরাই করে। আর সেই ফলভোগ করে তাদের দুক্ষে, আহা উহু করে, কয়েকফোটা গ্লিসারিন ঢেলে জীবনকটিয়ে দেই আমরা।

ভালই তো, উটপাখি হয়েই থাকতে হবে। কিন্তু ডানা থাকা সত্বেও উড়তে পারব না।

মহান মে দিবসের শুভেচ্ছা সবাইকে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৯ দুপুর ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


এতদিনে রিক্সা অবধি এসেছেন; চাষী, খনি শ্রমিক, গার্মেন্টস'এর মেয়ে, চাকরাণী ও ঝি'দের কথা লিখতে আপনার কত বছর লাগতে পারে?

১৭ ই মে, ২০১৯ রাত ১:৫৪

বাঙালী ঋষি বলেছেন: শুরুটা করলাম, শ্রমিক তো সবাই। কিন্তু গালমন্দ সবথেকে বেশী রিক্সাচালকরাই খায়। দেখি কতদিন হায়াত আছে

২| ০১ লা মে, ২০১৯ দুপুর ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্লগে আছেন ২ মাস; ১টা মন্তব্য করার সুযোগ পাননি?

১৭ ই মে, ২০১৯ রাত ১:৫৫

বাঙালী ঋষি বলেছেন: ধন্যযোগ। জ্বী সুযোগ পেয়েছি। কিন্তু সাহস হয়ে ওঠেনি। আশা করি এখন সেটা কেটে গিয়েছ।

৩| ০১ লা মে, ২০১৯ দুপুর ১:২২

কানিজ রিনা বলেছেন: মহান মে দিবসে সকল প্রকার শ্রমিকের
জন্য ভালবাসা। আর সবাইকে বলতে চাই
পারলে শ্রমিকদের দশ বিশ বেশী টাকা
বেশী দিন।
আমার বিল্ডিংএর পাশে কনস্ট্রাকশনের কাজ
চলছে। এই প্রখর রোদ্র ইট সিমেন্ট বালু
রড টানা যে কত কঠিন কাজ, শ্রমিকরাই
জানে। আমার ঘরে সালমা কাজ করে আমি
ওকে কাজের মেয়ে বলিনা। ও আমার ঘরের
একজন সদস্য বলে মনে করি।
ওকে জিজ্ঞেস করলাম তোর জামাই দিন
শেষে রাজমিস্ত্রির জোগাল দিয়ে কত পায়।
বললো চারশ টাকা মনে মনে বললাম
হায় যাদের শ্রমে আমরা হাইরাইজ বিল্ডিংয়ে
বাস করি তারা কি একরাতের জন্যও এইসব
বিল্ডিংয়ে থাকতে পারে। ধন্যবাদ পোষ্টের জন্য।

১৭ ই মে, ২০১৯ রাত ১:৫৬

বাঙালী ঋষি বলেছেন: ধন্যযোগ আপনাকে, মনুষত্ব্য আছে বলেই আমরা মানুষ।

৪| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:



@কানিজ রিনা,

আপনার মাঝে সামান্য মানবতার লক্ষণ দেখা যাচ্ছে!

৫| ০১ লা মে, ২০১৯ রাত ১১:২৩

মাহমুদুর রহমান বলেছেন: সকল শ্রমিকদের প্রতি সম্মান জানাই।

৬| ১৭ ই মে, ২০১৯ রাত ১:৫৮

বাঙালী ঋষি বলেছেন: ধন্যযোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.