নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

এই ফেব্রুয়ারীর সেরা বিনোদনঃ দেশরত্ন হাসিনা বাংলাদেশের হলে অবাধে ভারতীয় সিনেমা প্রদর্শনের ব্যাবস্থা করছেন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩





হিন্দিকেও টপকে যাবে বাংলা সিনেমার বাজার।

প্রসেনজিৎ





দুই বাংলা হাত ধরলে সুযোগ অনেক।

হাসানুল হক ইনু, বাংলাদেশের তথ্যমন্ত্রী



বাংলাদেশের বিরাট বাজার খুলে যাচ্ছে এ রাজ্যের বাংলা সিনেমার কাছে। ভারতের ছবি তাদের সিনেমা হলগুলিতে অবাধ প্রদর্শনের জন্য আইন সংশোধন করছে বাংলাদেশ সরকার। শুক্রবার কলকাতায় আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আইন সংশোধনের খুঁটিনাটি প্রক্রিয়াও শুরু হয়েছে।

বাংলাদেশের তথ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে টালিগঞ্জের নায়ক প্রসেনজিৎ বলেন, “জনাব ইনু দায়িত্ব পাওয়ার পর থেকেই এ বিষয়টি নিয়ে তৎপর হয়েছেন। এর ফলে হিন্দি সিনেমাকেও টপকে যাবে বাংলা সিনেমার বাজার। বাংলাদেশেও অনেক ভাল সিনেমা হয়, সেগুলি যাতে এ বাংলার হলগুলিতে প্রদর্শিত হয়, সে বিষয়েও চেষ্টা করছি।”

ভারতীয় সিনেমার ‘আগ্রাসন’ থেকে ঢালিউড-কে (ঢাকার চলচ্চিত্র শিল্পকে এ নামেই ডাকা হয়) বাঁচাতে সেনা-শাসকদের আমলে আইন করে বাংলাদেশে ভারতীয় সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছিল। একমাত্র ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা হলে তবেই সেই সিনেমা ও দেশের হলে দেখানো যায়। এই আইন থেকে বাঁচতে এক সময়ে নামকা ওয়াস্তে যৌথ প্রযোজনার কৌশল নিয়েছিলেন দু’দেশের প্রযোজকরা। কিন্তু তাতে দুই বাংলার চলচ্চিত্র শিল্পের তেমন কোনও লাভ হয়নি।

বাংলাদেশের তথ্যমন্ত্রী ইনু বলেন, “কয়েক মাস আগে তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই আমি বিষয়টিতে অগ্রাধিকার দিই। কারণ, ইন্টারনেট-ওয়েবসাইটের যুগে আইন করে কোনও দেশের সিনেমার প্রদর্শন বন্ধ করে রাখা হাস্যকর।” তাঁর কথায়, দুই বাংলার মানুষ একই ভাষায় কথা বলেন, একই তাঁদের সংস্কৃতি, বিনোদনের চাহিদাও এক। দরজা বন্ধ করে রাখার বদলে এই পরিস্থিতির সুযোগ নিতে পারলে দু’দেশের চলচ্চিত্রশিল্পই লাভবান হতে পারে। এই শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের আর্থিক সমৃদ্ধিও ঘটতে পারে। “দুই বাংলা হাত ধরলে সুযোগ অনেক। বাড়বে কর্মসংস্থানও,” বললেন ইনু।



বাংলাদেশের তথ্যমন্ত্রী জানান, সে দেশের চলচ্চিত্র শিল্পের সঙ্কট কাটাতেই তিনি হাত মেলানোর প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন কলকাতার চলচ্চিত্র মহলের কাছে। কিন্তু দেখলেন এখানেও একেবারে একই চিন্তা-ভাবনা রয়েছে গৌতম ঘোষ, প্রসেনজিৎ, ঋতুপর্ণ ঘোষের মতো টলিউডের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের। বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থেই তাঁরাও চান দুই বাংলার সিনেমাই দুই বাংলার বাজারে অবাধে মুক্তি পাক, জনপ্রিয় হোক।

কিন্তু জনপ্রিয়তার স্লোগান তুলেই এক সময়ে একের পর এক ‘বেদের মেয়ে জোসনা’ ধরনের সিনেমা তৈরি হয়েছিল যৌথ প্রযোজনায়। আবার কি সেই যুগ ফিরে আসবে? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের তথ্যমন্ত্রী, সে দেশের পরিচিত বামপন্থী নেতা হাসানুল হক ইনু বলেন, “তা কেন? যৌথ প্রয়োজনায় সিনেমার বাজেট বড় হবে। উন্নত প্রযুক্তি আসায় সমৃদ্ধ হবে বাংলা সিনেমা। বেসরকারি প্রযোজনায় হওয়া সিনেমায় বাণিজ্যের প্রশ্নটি নিশ্চয়ই বড় হবে। কিন্তু তা যাতে শালীন ও সুস্থ রুচির হয়, সেটাও নিশ্চিত করতে হবে।” শালীনতা মাপা যাবে কী ভাবে? সে ক্ষেত্রে কি কোনও নিষেধাজ্ঞা রাখা হচ্ছে? ইনুর যুক্তি, কম বাজেটে সিনেমাকে জনপ্রিয় করতেই প্রযোজকদের অশালীনতার কৌশল নিতে হয়। বাজেট বড় হলে সেই প্রবণতাও কমবে।

প্রসেনজিৎ বলেন, বাংলা সিনেমাকে বাঁচতে হলে বাজার বাড়ানো ছাড়া গতি নেই। দেশের অন্যতম বড় বণিকসভা ফিকি-র সঙ্গে হাত মিলিয়ে টলিউড সেই চেষ্টাটাই করছিল। সেই সময়েই বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রায় একই প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন। প্রসেনজিৎ বলেন, “ইনুভাইয়ের আন্তরিকতা ও উদ্যোগের জন্যই এই মাস দেড়েকে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা ঢাকায় গিয়ে বোঝাতে পেরেছি, শুধু দরজা বন্ধ করে বলিউডের আগ্রাসন থেকে বাঁচা যায় না। কারিগরি, গল্প, লোকেশনে মুম্বইয়ের ছবিকে টক্কর দিতে হবে। আমরা তা করে দিব্যি টিঁকে রয়েছি। দুই বাংলার বাজার অবারিত হলে এই সুযোগ যেমন বেড়ে যাবে, তেমনই ৩০ কোটি মানুষের দরবারে পৌঁছবে আমাদের ছবি।”

ইনু বলেন, “ভারতের সিনেমার অবাধ প্রদর্শনের জন্য আমরা যেমন উদ্যোগী হয়েছি, এ দেশেরও উচিত বাংলাদেশের সিনেমা প্রদর্শনে বাধানিষেধ তুলে নেওয়া। তবে দু’দেশের চলচ্চিত্র শিল্পই লাভবান হতে পারে।”

প্রসেনজিৎ বললেন, “আমরাও উদ্যোগী হয়েছি। শীঘ্রই বাংলাদেশের কিছু সিনেমা এ দেশের হলে মুক্তি পাচ্ছে।”

শুধু বাজার খোলা নয়, উন্নত সিনেমা হল গড়ে তোলার মতো পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগও চায় বাংলাদেশ। ইনু বলেন, “ভারতে বড় বড় মাল্টিপ্লেক্স তৈরির পরে হলে দিয়ে সিনেমা দেখার চলটা বেড়েছে। আমরা চাই ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশেও এ ধরনের বড় সিনেমা হল তৈরি করুক। যৌথ উদ্যোগে সিনেমার আধুনিক ল্যাবরেটরি তৈরি হোক, তৈরি হোক স্টুডিও। হলিউড থেকে আধুনিক প্রযুক্তি আনা হোক বাংলা সিনেমায়। দু’দেশের কলাকুশলীদের প্রশিক্ষণের ব্যবস্থাও হোক।”

আপাতত দু’দেশে দু’টি উপদেষ্টা কমিটি গড়া হচ্ছে, যারা বাজার খোলার প্রতিবন্ধকতাগুলো খতিয়ে দেখবেন। সে সব কী ভাবে কাটিয়ে তোলা যায়, তার সুলুক-সন্ধান দেবেন। তবে দুই বাংলার চলচ্চিত্র শিল্পের আগ্রহে যখন খেদ নেই, কোনও প্রতিবন্ধকতাই ধোপে টিকবে না বলে মনে করেন ইনু। আর প্রসেনজিৎ বলছেন, “এ আমার শেষ লড়াই। এর শেষ দেখে ছাড়ব। দুই বাংলার সিনেমাকে মেলানো গেলে কাউকে আর মুখ শুকিয়ে বসে থাকতে হবে না।”



অনমিত্র চট্টোপাধ্যায় • কলকাতা



দৈনিক আনন্দবাজার,

২৬ মাঘ ১৪১৯ শনিবার ৯ ফেব্রুয়ারি ২০১৩



http://www.anandabazar.com/9binodan1.html



http://www.mediafire.com/view/?h8spdf6i5rrsv84



****************



কয়েকদিন আগে সংসদে ভারতীয় হিন্দি ডোরম্যান কার্টূনের প্রতিবাদ করেন বাংলাদেশের সংসদে জৈনক সদস্য। অথচ গত বছর হতে ভারতীয় হিন্দি সিনেমার আমদানীর সুযোগের বিরুদ্ধে কেউ কিছু বলে না। কারণ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যদি গোপনে কারো অনুমতি ছাড়াই ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করতে পারেন তাইলে চলচিত্র আমদানী কোন ব্যাপার হল। যেখানে বিগত ২০ বছর ধরে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের থাবায় আমাদের নিজস্ব বাংলা ভাষা, মূল্যবোধ দূর্বল হচ্ছে সেখানে হাসিনা গং পরম আনন্দের সাথে ভারতীয় চলচিত্র আমদানীর সুযোগ দিচ্ছে। এই বিষয়ে দেশবাসী ও সংসদকে বরাবরের মত বৃদ্ধাঙ্গুলি দেখাইল হাসিনা। আবার বলে দুই বাংলা। তো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একই দেশ না কোলকাতা ভারতে? মুখে মুখে মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে নিজ দেশের চলচিত্র ও সংস্কৃতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে হাসিনা। ধর্মনিরপেক্ষতা, দুই বাংলা এক বলে হাসিনা গং আস্তে আস্তে মানুষের কাছে প্রতিষ্ঠা করতে চায় যে ১৯৪৭ সালের দেশ বিভাগ ভুল। তারই পূর্ব মহড়া ও আচরণ হচ্ছে এই সমস্ত বিষয়াদি। ভারতে আমাদের চ্যানেল চালাতে অর্থ চায় আর আমরা এখানে দেদারসে অর্থ দিয়ে ভারতীয় পে-চ্যানেল দেখি। মুজিব আর যাই করুক ভারত,পাকিস্তান সহ উপমহাদেশের কোন দেশ হতে চলচিত্র আমদানী নিষিদ্ধ করেছিলেন। ফলে যেমনই হৌক এই দেশীয় চলচিত্র দাড়াতে পেরেছে। আজকে ভারতকে চলচিত্রের ব্যাবসায়ে এই সুযোগ দিয়ে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারীতে সেরা বিনোদন দিল হাসিনা। এই হাসিনাই হল মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দাতা। কার সাধ্য আছে একে রুখা?

মন্তব্য ১১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

টয় বয় বলেছেন: স্বাধীনতার চেতনাধারীরা কি এখনো শাহবাগে খিচুরি লইয়া ব্যাস্ত না-কি ভারতীয় রাজাকার হওয়া দোষের কিছু না??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যাই হৌক এটা উনাদের মর্জি। তবে শহীদ মিনারে যারা যাচ্ছে তাদের জন্য এটে ভেবে দেখা জরুরী। সেখানে যেন বিষয়টা তোলা হয়। আর সংসদতো রিজভী, ইমাম, মসিউর, মোদাচ্ছের নামক হাসিনার উপদেষ্টাদের কাছে বন্দী। এই উপদেষ্টারাই বর্তমানে দেশের আসল সংসদ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

নেক্সাস বলেছেন: তীব্রা প্রতিবনাদ এবং ঘৃণা জানাই।

বাংলাদেশের শত্রু এসব ইনু মেননদের ও একদিন শাস্তি হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসল বুদ্ধি ও ইচ্ছাতো হাসিনার। ইনুতো হুকুমের গোলাম মাত্র! ইনুর কি সাহস হবে হাসিনার ইচ্ছার বাইরে এই সমস্ত কথা বলার?

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

বাকাট্টা বলেছেন: কি ব্যাপার এই পোষ্টে ছাগু ফাইটারদের দেখি না কেন? :-B

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এদের বেশীর ভাগই হইল হাসিনার চামচা ও হিন্দুস্থানের দালাল। তারা কোন দুঃখে হাসিনার কুকর্মের প্রতিবাদ করবে!
তারা বরং বাংলাদেশ ও ভারতের সীমানা উঠায়া দিতে চায় :)

ধন্যবাদ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

টয় বয় বলেছেন: @বাকাট্টা:

ভাদারা নিজেদের পরিচয় লুকানোর ফন্দি হিসাবে ছাগু ফাইটার সাজে| গত ৪ বছরে ভারতীয় আগ্রাসন, নদী দখল, সীমান্তে গণ হত্যা কোনটারই প্রতিবাদ এই হারামীর বাচ্চারা করে নাই|


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আবার এরাই আমার এখানে আইসা মাস্তানী ুদায়।

ধন্যবাদ ভাই।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

সোহানী বলেছেন: ভালোইতো...হিন্দী চ্যানেলের উলঙ্গ নৃত্য টিভি পর্দায় দেখে পোসাচেছ না তাই বড় পর্দায় দেখার ব্যবস্থা আর কি..................

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হিন্দুস্থান ও হিন্দুস্থানী চলচিত্র যতই বাংলাদেশে আসুক আপনি এর বিরুদ্ধে কিছু বললেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে যাবেন। কারণ এর একমাত্র সঠিক সার্টিফিকেট পাওয়া যায় দেশরত্ন হাসিনা হতে :)

ধন্যবাদ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

রাফসান রাফী বলেছেন: দুই বাংলাকে এক করার অনেক বাসনা এদের মনে, এপারে যেমন অপারেও রেমন, ইনুরা হাত ধরতে ব্যাকুল, কবির সুমনরা গান গেয়ে আকুল!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি ভেবে অবাক হই আজও ১২০০ মাইল দূরের পাকিস্তান নিয়ে মিথ্যা জুজু গোয়েবেলসীয় কায়দায় সত্য হয়ে যায়। আর এই দিকে বর্ডার তুলে ভারত ও আমাদের এক দেশ বলে সেই দিকে তথাকথিত চেতনাধারীদের কোন খেয়ালই নেই।

ধন্যবাদ রাফী ভাই।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: এই পোস্টে কোন ভাদা/ভাকু/হাম্বা কেউ আসবে না ,,, বিবেক বুদ্ধি হাছিনার কাছে বন্দক দিয়ে রেখেছে তারা
পোস্টে পিলাচ বাজি ভাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: একদম আমার মনের কথা বলেছেন ভাই। ভন্ড গাঞ্জুটিদের পাকিস্তানের নাম শুনলেই যেন মাথায় ঠাটা পড়ে অথচ এই দিকে ভারত ও বাংলাদেশ এক দেশ হয়ে বলা হয় সেটা শুনে আরো আনন্দে গড়াগড়ি খায়।

ধন্যবাদ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

মহসিন১২৩ বলেছেন: আমি বসায় ষ্টার জলসা, জি বাংলা , ষ্টার প্লাস বন্দ করে দিয়েছি। এখন আমার মেয়ে ঠিক সময়ে ঘুমাতে যায়। স্কুলে সামনের বেঞ্চে বসে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

ক্যাতক্যাতা বলেছেন: শেখ হাসিনা = মুখ্যমন্রি, বাংলাদেশ = পূর্ববাংলা, গানওলা সুমন = র, শাহবাগ = ভাদামেলা ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এইখানে হাসিনার সিদ্ধান্তকেই সমালোচনা করা হয়েছে। শাহবাগের সবাই হাসিনার সমর্থক কিনা তা কিন্তু বলিনি। কাজেই পোষ্টের মূল বক্তব্যেই থাকি।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

মাজহারুল হুসাইন বলেছেন: এরা কি আসলে বাংলাদেশী, বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি । জাতির জনক শেখ মুজিব নিজে বাংলাদেশের সিনামাকে রক্ষা করতেবাংলাদেশে বিদেশি সিনেমা দেখানো নিষিদ্ধ করেছিল । আর এরা তা বৈধ করেছে !

এরা আসলে তো ভারত প্রেমী । পাকিস্তানের বিচ্ছিন্নতা তাদের কাম্য ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীমতা তারা সহ্য করতে পারে না ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: চক চক করলেইতো যেমন সোনা হয়না তেমনি এই সকল ভন্ডও মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনা করলেও প্রকৃতপক্ষে এরা ভারতের পা চাটা কুত্তা।

অনেক ধন্যবাদ মাজহারুল ভাই।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

এখনও গল্প লিখি বলেছেন: বুঝোস না বালও ...খালি ইন্ডিয়া পািকস্তান....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যইতো কোলকাতার দাদাবুরা বাংলাদেশের বাজার পায়া খুব খুশী। এর প্রতিবাদ করলে তোর লাগে কেন? এখানে পাকিস্তান কই পাইলি?

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

এখনও গল্প লিখি বলেছেন: জ্ঞােনর কথা না ফলাইয়া উদাহরণ েদই বুঝেত সুিবধা হবে!
ছাগু েতা!! বুিদ্ধ কম!!
খোদ কোলকাতায় মুভিকে দীর্ঘদীন হিন্দি ছবির সােথ ফাইট করতে হয়েছে। িনজ দেশেই!! হিন্দি বিগগগগগগগগগ বাজেটের ফিল্মের বিরুেদ্ধ েতা ধ্বংস হয়ে যাবার কথা ছিলো!!
তা তো হয়ইনি..উল্টো হিন্দি মুভিকে এক হাত দেখিয়ে দিেচ্ছ এখন.........

কিভােব?? প্রতিেযাগিতা। যখন অস্তিত্ত িনয়া টান পরেব তখন এখনকার অশ্লিল ডিরেক্টরেদর টিকে থাকতেই ভােলা ছবি বানােত হবে....
বুঝলে ভালো....না বুঝেল কাঠাল পাতা খা...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে হিন্দুস্থানী রামছাগু ঐটা ভারতের বাংলা ওরা ডলারে পেমেন্ট নিবে। এইটা তুই জাইনাও না জানার ভান করস কেন? অবাধে ভারতীয় ছবি মানে কি শুধু বাংলাই নাকি হিন্দীও থাকবে? তুই পশ্চিমবঙ্গে যায়া ঐখানকার কাঠাল পাতা খা। এখানে আমাদের দেশের চলচিত্রই সবচেয়ে বড়।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

ক্যাতক্যাতা বলেছেন: :@ এখনো গল্প লিখি। ভাদা তুমি কলতলায় থুক্কু কলকাতায় গিয়া গল্প বেচো তো দেখি! হিন্দি ছবির সাথে কলকাতার সম্পর্ক আর হিন্দি ছবির সাথে বাংলাদেশের সম্পর্ক এক হৈল! শাহবাগের ভাদামেলায় লালপানিতে ডুবাডুবি কৈরা দেহি নিজের নামও ভুইলা গেছোস।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এরা হইল হাসিনা ও ভাদা মার্কা তথাকথিত চেতনাধারী। পাশের দেশ ভারতের আধিপত্য নিয়া কোন চিন্তা নাই আছে খালি ১২০০ মাইল দূরের পাকিস্তান নিয়া যত গোস্বা! এরা ভাত খায় ভাতারের আর গীত গায় লাঙের। নিজের দেশের চেয়ে কিভাবে ভারতের সিনেমার কাছে শুইব বসব তার জন্য মশগুল। এরাই হল স্বাধীনতার স্বপক্ষের শক্তি!

ধন্যবাদ।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

স্বাধীকার বলেছেন:
এটা আমাদের জন্য সত্যিই মর্মান্তিক যে, ভারতের এত গুলো চ্যানেল বাংলাদেশে চলে, অথচ আমাদের চ্যানেল গুলো ভারত কৃত্রিমভাবে আইনের মারপ্যাচে বন্ধ করে রেখেছে। বন্ধু প্রতিম(!) ভারতকে বর্তমান সরকার এতটা দিলদরিয়া হয়ে সেবা দিয়েও কোনো একটি চ্যানেলকে সেখানে নিতে পারলোনা। পানি পেলোনা, বাধঁ বন্ধ হলোনা-তারপরও আমাদের আম্লীগ ভারতের নাম শুনলেই কাইত হয়ে পড়ে, আগ বাড়িয়ে সব দিতে পারলে নিজেদের গর্বিত ভাবে। আমরা এমন পরিস্থিতি কখনোই কামনা করিনি। আম্লীগ এই সরকারের সময়ে ভারতের সাথে যে গোপন চুক্তি করেছে, সেটা তার দলের এমপিরাও জানেনা। আমি অন্তত দুজন এমপির ব্যাপারে জানি-তারা কিছুই জানেনা। এমন দেশবিরোধী নেতৃত্ব বাংলাদেশকে ভারতের তাবেদার করবে-সেটা নিশ্চিত।
সাংস্কৃতিক সেতুবন্ধন, সাংস্কৃতিক বিনিময় ও মিথস্ক্রিয়া-সকল পক্ষকেই উপকৃত করে, কোনো সন্দেহ নেই। এরকম সাংস্কৃতিক বিনিময় আমরা প্রত্যাশাও করি। কিন্তু এই সাংস্কৃতিক বিনিময়টি যখন অর্থের সাথে সম্পর্কিত হয়, তখন রাষ্ট্র ও সরকারকে তার জনগণের স্বার্থের কথাটি ভাবতে হয় এবং সেটা সরকারের দায়িত্বের মধ্যেই পড়েৃ। কিন্তু আমাদের বর্তমান সরকারের ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া, দান করা, উপহার দেওয়া, ঋণ পরিশোধ দেওয়া-যাবতীয় দেওয়ার ঠেলায় জনগণ এখন উপায়হীন। রাষ্ট্রের স্বার্থ দেখেনা যে শাসক ও জনতা-তারা কোনোদিনই দেশপ্রেমিক নয়, তারা স্রেফ দালাল এবং আখেরে দেশবিরোধীই। আপনাকে ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনার মত মোনফেক যে দেশে থাকে তার কপালে খারাপিই থাকে।

অনেক ধন্যবাদ প্রিয় স্বাধীকার ভাই।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

পুংটা বলেছেন: সবার আগে বাড়িত যাও... বাড়িত যাইয়া তোমার মা, বোন, বউ, বাবা, ভাই ইত্যাদি ইত্যাদিদের ইন্ডিয়ান ভারতীয় সিরিয়াল দেখা বন্ধ করো। সাথে সাথে তুমিও ওইসব হিন্দি সিনেমার পিরায় ন্যাংটা নাচ দেখা বন্ধ করো।

নবীজি আগে নিজে মিষ্টি খাওয়া বাদ দিয়ে পরে অপরকে মিষ্টি খেতে মানা করেছিলেন।

এইবার দেও দুইটা গালি দেও। B-))

একটা কথা কওদিন ভাই... যখন দেশের সিনেমা হলে যখন জিসম টু চলবি, তখন কি তুমাক ঘরে ধরি রাখা যাবিনি...??? :-P

দেও আমার এই বিয়াদবির জন্য আরো দুডো গাইল দেও। :-P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তুমি যদি ভারতীয় ধর্ষণ উপভোগ করতে চাও সেটা তুমিই কর। তুমি ইব্লিশের মত নবীর উদাহরণ টানলা মনে হয় সেই স্বাধীনতার পর থিকা আমাদের দেশের সিনেমা হলে হিন্দুস্থানের ছবি চলে এবং আমি তা যেয়ে দেখি। বিগত ৪০ বছর ভারতীয় সিনেমা না আসলে তুমার হাসিনা মা এত উতালা কেন? জিসম ঢিসম যে বালের হউক কুনু ভারতীয় সিনেমা চলবে না। নিজ দেশের সিনেমা রক্ষা করতে হবে, কিন্তু তুমি সেটা চাউ না। বরং হাসিনার সব কুকর্মরে প্রশ্রয় দেও। আমি তুমারে গালি দিব না তবে তুমি তোমার নিজের মানসিকতা বইলা কট হইচ B-))

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

লওল০০৭ বলেছেন: তুমি মিয়া গাধা ছাড়া আর কিছু না। বলা হয়েছে ঢাকা থেকে যেমন সিনেমা যাবে তেমনি কলকাতা থেকেও সিনেমা আসবে আর পুরো ভারত না শুধু কলকাতার সাথে চুক্তি হবে। আনন্দবাজারের মুল রিপোর্টেও তাই বলা হয়েছে। আর বাংলা সিনেমার বাজার বাড়াতে হলে এর বিকল্প আর কিছু নাই। প্রশেঞ্জিত যেমন বলেছে তখন বাংলা সিনেমার বাজার বাড়বে মানে ছবির বাজেটও বাড়বে তখন কমপিটিশন ও বাড়বে এতে গুরেফিরে আমাদের লাভই হবে। আমরা ভাল ছবি পাবো আর দেখার ক্ষেত্রে নিজেদের ছবি আগে প্রাধান্য দেবো। এক্ষেত্রে ইন্ডিয়ানরা যেমন তাদের স্বার্থের কথা চিন্তা করবে তেমনি আমাদেরও নিজেদের ব্যাবসা বৃদ্ধির কথা চিন্তা করতে হবে। আর আমরা টিকই লস খাব কেন জানেন আমাদের এখানে আপনার মত গাধা ভর্তি আর ওরা ইন্ডিয়ানরা টিকই আগভাগে পরিকল্পনাটা করে বসে আছে।
আপনি আপনার চাগুমার্কা পোস্টে খুব সুক্ষভাবে মিথ্যা দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন মনে করছেন আপনার মত কয়েকজন পাবেন এদের নিয়ে গলাবাজি করবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সারা রাইত রামায়ণ পইড়া রামছাগলে কয় সিতা কার বাপ! আরে প্রসেনজিৎ কি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী? ইনু হইল বাংলাদেশে মন্ত্রী। আমরা এত চিল্লাইয়াও পশ্চিমবঙ্গের ক্যাবলে বাংলাদেশী চ্যানেল ফ্রীটুএয়ার চালাইতে পারলাম না আর ভারত এত তাড়াতাড়িই আমাদের সিনেমাকে ভারতে প্রদর্শনের অনুমতি দিবে? ভারতের হাফ ডজন প্রধানমন্ত্রীর মৌখিক ভাবে নদীর প্রাকৃতিক পানি নিয়া কত আশ্বাস। পরে এত টালবাহানাতে দেশের শতাধিক নদী মইরা গেছে উনি আইছে বাংলাদেশের সিনেমারে বাশ দিয়া মার্কিন ডলারে ভারতকে পেমেন্ট করার। তুমার মত রামছাগলের কারণেই ভারত হাসিনারে মূখ্যমন্ত্রী কয়।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

বিপদেআছি বলেছেন: পুংটা বলেছেন: সবার আগে বাড়িত যাও... বাড়িত যাইয়া তোমার মা, বোন, বউ, বাবা, ভাই ইত্যাদি ইত্যাদিদের ইন্ডিয়ান ভারতীয় সিরিয়াল দেখা বন্ধ করো। সাথে সাথে তুমিও ওইসব হিন্দি সিনেমার পিরায় ন্যাংটা নাচ দেখা বন্ধ করো।

নবীজি আগে নিজে মিষ্টি খাওয়া বাদ দিয়ে পরে অপরকে মিষ্টি খেতে মানা করেছিলেন।

এইবার দেও দুইটা গালি দেও।

একটা কথা কওদিন ভাই... যখন দেশের সিনেমা হলে যখন জিসম টু চলবি, তখন কি তুমাক ঘরে ধরি রাখা যাবিনি...???

দেও আমার এই বিয়াদবির জন্য আরো দুডো গাইল দেও।
:) :) :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পুংটার মত তুমিও ভাদা হিসেবে কট! :)

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

পুংটা বলেছেন: দুনিয়ানে এমন তেলের এখনও জন্ম হয় (মেশিন চালানো তেল ছাড়া) নাই, যা দিয়া তুমি পুংটারে কট করবা B-)) ... মাম্মা লষ্ট অফার “সনি লিওন”..... চলবো..??? :-P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তুমার কথা হইল হিন্দি সিরিয়াল বন্ধ না করতে পারলে ভারতীয় সিনেমাও বন্ধ করন যাইব না। তার মানে তুমি দেশের সিনেমারে বাশ ও হিন্দুস্থানরে দেশের কষ্টের কামাই দিতে চাও। তারপরেও কি তুমি কইবা তুমি দেশপেরমিক? অবশ্য আবুল হোসেনের মত.... :)

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

পুংটা বলেছেন: তার আগে কও... তুমি যে ইন্ডিয়া বিরোধী কথা বার্তা কইতাছো, এইটাকি তোমার বাসায় জানে..??? B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ফান্দে পইড়া পুংটা বগা কান্দে কান্দে! :-B

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

সবখানে সবাই আছে বলেছেন: এইখানে বাংলা ভাষার সিনেমার কথা বলা হয়েছে। কোথায় হিন্দি সিনেমা দেখানো হবে সেই কথা বলা হয়েছে পারলে দেখান তো। তারা চাচ্ছে বাংলা ভাষাকে বাচায় রাখতে। দুই বাংলার সিনেমার বাজার এক করলে বাংলা সিনেমার বাজার ৩০ কোটি হবে। এটাই তাদের উদ্দেশ্য। তবে ধারনা কতদূর ঠিক সেইটা তর্ক সাপেক্ষ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনেতো চিরকাল আমার এখানে এসে ধরি মাছ না ছুই পানির মত করলেন। শুধুই ভারতীয় বাংলা নয় ভারতের অন্যান্য ভাষার সিনেমাও আসবে। এই লন আবার দেখেন;

বাংলাদেশের বিরাট বাজার খুলে যাচ্ছে এ রাজ্যের বাংলা সিনেমার কাছে। ভারতের ছবি তাদের সিনেমা হলগুলিতে অবাধ প্রদর্শনের জন্য আইন সংশোধন করছে বাংলাদেশ সরকার। শুক্রবার কলকাতায় আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আইন সংশোধনের খুঁটিনাটি প্রক্রিয়াও শুরু হয়েছে।

এখানে কি বলছে শুধু ভারতীয় বাংলা আসবে অন্য ভাষার নয়? বরং একই সাথে হিন্দিও আসবে তার সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করবে। কোলকাতায় বাঙালীর জাতীয়তাবাদরা নিজ প্রদেশে হিন্দির সাথে পেরে উঠল না এখন হাসিনার বদন্যতায় উল্টো বাংলাদেশের নিজস্ব সিনেমার বাজার ধ্বংস করে দিবে। এখন আপনার বিবেক কি বলে?

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

বিপদেআছি বলেছেন: লেখক বলেছেন: পুংটার মত তুমিও ভাদা হিসেবে কট!

তুমি একটা পিওর বোকাচোদ ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হ হ তুমার পটু দিয়া ডলার আসে সেটা তুমি তুমার ভারত বাবারে দিবার চাও। তুমি তুমার বিএসএফ বাবাগো গেলমানী করতে থাক হিন্দুস্থানী মাার ুদ!

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

পুংটা বলেছেন: সবখানে সবাই আছে... ওস্তাদ আপনি চুপ থাকেন। এইখানে ভাবগম্ভির পরিবেশে আলোচনা চলতাছে। গ্যালারীতে বসেন।


হ্যা, কি যেন কইতেছিলাম.... বাসায় জানে? B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বগা দেখি কাইন্দাই যায়। পোষ্টের বিষয়ে না পেড়ে তুমি ফাউল টক করতাছ কেন? তুমার বাসায় কি চলে কি জানে তা জানার দরকার আমার নাই।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

পুংটা বলেছেন: বিপদেআছি .... বকে না, কাকা হয় B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হে হে জয় হাসিনা মাতা! B-))

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

মূর্ধন্য বলেছেন: লজ্জাও করে না! যে দেশে বাংলাদেশী চ্যানেল নিষিদ্ধ সেই দেশের ছিনেমা দেশে টাইনা আনার আগে কি একবারও মাথায় ঢুকে না? বরং দৃঢ় কন্ঠে বলে আসা দরকার ছিল, আছে বাংলাদেশী চ্যানেলের ছাড় দিতে হবে পরে ভেবে দেখা যাবে। কই ওরা তো কোন কিছুতেই আজ পর্যন্ত এতোটুকু ছাড় দিলো না।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এরা মুখে চেতনাধারী দিলে হিন্দুস্থান। তাই বাংলাদেশের সিনেমা জাহান্নামে যাক।

ধন্যবাদ।

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

টয় বয় বলেছেন: ভাদা দেখলেই কিক মারেন, দেরি কেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: টয় বয় ভাই, ব্লগের বিবেকবান মানুষ চিনে রাখুক এই তথাকথিত মূক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের :)

ধন্যবাদ।

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

পুংটা বলেছেন: কই মাম্মা “বাংলাদেশ জিন্দাবাদ”... কই গেলা... ? বাসায় জানে..?? B-))

নাকি তোমার মাল্টি নিকে লগইন করতে করতে নাভিশ্ব‍াস উইঠা গেছে...?? :-P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তুমি পুংটা পিউর ভাদা :)

গুয়ের খালে পইড়া এখন আবোল তাবল বকাতছ! ভালোই বিনোদন চালায় যাও :)

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

অতুল মিত্র বলেছেন:
ইসলাম মানি কিন্তু সেটা জামাতের বাপের সম্পত্তি মনে করি না ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনার বক্তব্যের সাথে দ্বিমত নাই।

তবে এটা এখানে প্রাসঙ্গিক নয়।

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

রবি_জল বলেছেন: বাংলা চ্যানেল কোলকাতায় নাই কেন????

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারত ১৬ আনা নিতে জানে কিন্তু দেওয়ার বেলায়... :)

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

পুংটা বলেছেন: দেখ বাংলাদেশ জিন্দাবাদ... আজে বাজে কথা কইবা না। তোমার মায়েরে আমি. .......................... ............................................... ........... ................... ............... ......................... ............................. ............................. ................ . খালম্মা ডাকি। খালাম্মাকে বলে দেব যে তুমি ভারতের বিরুদ্ধে এই সব বলছো।

দেও খালাম্মার নম্বর দেও। B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তুমি একটা ভাদা কট.....তোমার বিবেক ও নৈতিকতা হারিয়ে তুমি পোষ্টের প্রসঙ্গের বাইরে প্রলাপ বকছ। যাই হৌক পাব্লিকরে বিনোদন দাও। পাব্লিক তুমার ভাড়ামু দেখুক! B-))

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

পুংটা বলেছেন: রবি_জল .... হাতের কাছে গুগল থাকতে আপনি এই খানে জানতে চাচ্ছেন যে, “ বাংলা চ্যানেল কোলকাতায় নাই কেন????”

গুগলে সার্চ দেন.... B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: গুগল বা নেটে বহু দেশের ফ্রি চ্যানেল আছে, আর আমাদের দেশে অপারেটররা অর্থ দিয়ে ভারতীয় চ্যানেল দেখায় দুইটার মধ্যে কি কোন পার্থক্য আছে বলে মনে করেন?

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

অতুল মিত্র বলেছেন:
প্রসঙ্গ আমি তুললাম।
সিনেমা বড়জোর শিল্প আর পাকিপ্রীতি দালালী।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এইখানে পাকিস্তানের কোন প্রশংসা করা হয়নি। আপনি কি চান ভারত বাংলাদেশের সিনেমার বাজার এককছত্র দখল করে আমাদের সিনেমা শিল্পকে ধ্বংস করে দিক?

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

বিডি আইডল বলেছেন: খানকির পোলার লীগের ব্লগারদের হোগা এতই চড়া হইছে যে এই ইনু সাব এবং সরকার কি করতাছে, কিভাবে পশ্চাতে বাশঁ দিতাছে টেরই পাইতেছে না...

খোদ ইনুই আশা প্রকাশ করছে ইন্ডিয়াও তাদের দেশে বাংলাদেশে সিনেমা দেখাতে দেবে বলে তিনি আশা প্রকাশ (!) কর্তাছেন....টিভি চ্যানেলের কথা না হয় বাদই দিলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: খোদ ইনুই আশা প্রকাশ করছে ইন্ডিয়াও তাদের দেশে বাংলাদেশে সিনেমা দেখাতে দেবে বলে তিনি আশা প্রকাশ (!) কর্তাছেন....টিভি চ্যানেলের কথা না হয় বাদই দিলাম

সেটাই এখন ব্লগের বিবেকবান ব্লগাররা দেখুক যে এরা কি ধরণের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি!

অনেক ধন্যবাদ বিডি ভাই।

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

অতুল মিত্র বলেছেন: ভাই ভারত যেতা দেয় সেটা তো আমাদের দেয় আপনাকে দেবে কেন ? আপনি তো পাকি Extraction . বেটার হবে ওয়াজিরস্তান চলে যান। ওই জাগাটা আপনাদের জন্য নিরাপদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমার দেশ বাংলাদেশ! হিন্দুস্থানকে ১৯৪৭ আর পাকিস্তানকে ১৯৭১এ বিদায় দিছি। এখন ভারতের সিনেমার এদেশে অবাধ সুযোগ দেওয়ার কথা বলায় আমাকে অন্য কোথাও যেতে বলছেন কেন? আদৌ কি আপনে নৈতিকতা ও বিবেকের ধার ধারেন? তা না হলে অপ্রাসঙ্গিক ও ব্যাক্তি আক্রমণ করছেন কেন?

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

পুংটা বলেছেন: তোমার কথা শুনে মনে হয় যে তুমি জীবনে কোনদিন “পাদ”নি। B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাদারা যে খুব ভাড়ামু করতে জানে সেটা আবারও প্রমাণিত হল। পুংটা ভাদা তুমি যত পার ভাড়ামু চালিয়ে যাও এবং হিন্দুস্থানের গুণগাণ গাও :-B

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

পুংটা বলেছেন: ”লেখক বলেছেন: গুগল বা নেটে বহু দেশের ফ্রি চ্যানেল আছে, আর আমাদের দেশে অপারেটররা অর্থ দিয়ে ভারতীয় চ্যানেল দেখায় দুইটার মধ্যে কি কোন পার্থক্য আছে বলে মনে করেন?“

ওখানে প্রশ্ন ছিল....: “ বাংলা চ্যানেল কোলকাতায় নাই কেন????”

বাংলাদেশ জিন্দাবাদের জন্য আমাকে এখন নেট সার্চ দিতে হবে। খাড়ান, আপনার জিজ্ঞাসার তৃষ্ণা মেটানোর চেষ্টা করি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অযথা পানি কেন ঘোলা করছেন? আমি বলতাছি যে আমাদের দেশের ক্যাবলে আমরা পয়সা দিয়ে ভারতীয় চ্যানেল দেখলে কোলকাতার অপারেটরা কেন আমাদের দেশের চ্যানেল থেকে অর্থ চায়? এখন কি প্রাসঙ্গিক উত্তর পাব নাকি ভাড়ামুই চলবে?

৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

পুংটা বলেছেন: ভারতে সমস্ত চ্যনেল রাষ্ট্রীয় আইনের আওতায় চলে। সেখানে তাদের আইনে যা আছে তার বাইরে তারা কিছু করবে না। সেই আইনটা আপনাকে পড়তে হবে।

দাড়ান নেটে আছে খুজে দিচ্ছি। B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তাইলে আমরা নিজেদের স্বার্থ আদায় না করে কিভাবে তাদের দেশের সিনেমা আমাদের হলে চলতে দেই?

৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

সুখোই-৩৫ বলেছেন: ক্যালকেশিয়ানের বাচ্চারা ব্যাবসা চুদাইতে আইতাছে। কোয়েল মল্লিক নিজের দেশে পাঞ্জাবী ধন চুইষা এখন বাঙ্গালিদের বাংলা ছবি শিখাইব। এরা ভারতীয়, এরা বাঙ্গালি না। এরা ক্যালকেশিয়ান, এরা বাঙ্গালি না। এদের ব্যাবসা চুদানি কোনভাবেই মেনে নেয়া যাবে না। কলকাতার সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে আর উনারা বাংলাদেশে সিনেমা হল খুলবে? আমাদের শিল্পী, কর্মকুশলী পরিবার এদের লাথি মেরে বিদায় করবে আশা করছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

পুংটা বলেছেন: ওরা কি সর্ব ভারতীয় ছবি পাঠাবে নাকি শুধু বাংলা ছবি পাঠাবে..?? আমরা কি আমাদের ছবি ভারতে দেখাতে পারবো না...??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যেখানে নদীর পানি ৪০ বছর ধইরা টালবাহানা করতাছে সেখানে আপনেরে এত নগদেই বাংলাদেশের সিনেমা দিবে? প্রসেনজিৎ বলছে তার পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে হিন্দী ছবির সাথে টেক্কা দিবে। অখন প্রসেনজিৎ দাদাবাবুরা নিজ দেশে হিন্দির মাইর খায়া বাংলাদেশের ক্ষতি করতে চায়।

৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

অতুল মিত্র বলেছেন:
হাঁসতে ইচ্ছা করতাসে। ভাই ওপার বাংলার মানুষেরা যতটুকু ভারত ভালবাসে ততটুকু ভালবাসা তাদের পূর্ব বাংলার মানুষদের জন্যও রয়েছে। এটা জানেন ? আমি চলি আমি জানি। আর আমি কিন্তু মুসলিম সো মিস্তেক কইরেন না। বাংলা উন্নয়নের দিকে এগিয়ে যাবে দিল্লী দিয়ে নয় কলিকাতা এবং ঢাকা দিয়ে। ক্লিয়ার ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনিই কিন্তু ব্যাক্তি আক্রমণ শুরু করছেন।

শুনেন রাষ্ট্রে রাষ্ট্রে মানুষের টান থাকতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে নিজেদের স্বার্থ বিকিয়ে আমি কোন ছাড় দিতে চাই না।

ভারতের মাত্র ৪-৫টা রাজ্য বাদে সবার জিডিপি বাংলাদেশের চেয়ে কম। এমনকি পশ্চিমবঙ্গও পিছিয়ে আছে। আলাদা দেশ হওয়ার কারণে আজকে আমাদের গার্মেন্টস, ওষুধ সহ বিভিন্ন শিল্প গড়ে উঠতে পারছে এবং বিশ্বে আমাদের পণ্য রফতানীও হচ্ছে। যদি ১৯৪৭ সালে আমরা ভারত হতে না আলাদা হতাম তাহলে মারোয়ারীরা আমাদের এই নিজস্ব বাঙালী অর্থনীতি গড়ে উঠতে দিত না। ১৯৪৭ না হলে ১৯৭১ও হত না। এই দুয়ের কারণেই আজকের বাংলাদেশ।

৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

পুরান ঢাকাইয়া বলেছেন: @ পুংটা

গুগোল বানান করতে পারোতো???????????

দেখ গত মাসে ২১তারিখে তুমার ইনু দা কি কইছে









কলকাতায় বাংলাদেশের টিভি চ্যানেল প্রচারের দাবি চলচ্চিত্র শিল্পের
সোমবার, ২১ জানুয়ারি ২০১৩

মোহাম্মদ আওলাদ হোসেন: কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল প্রচারের দাবি জানিয়েছে চলচ্চিত্র শিল্প। সমপ্রতি কলকাতা চলচ্চিত্র শিল্পের বাঘা বাঘা ব্যক্তিত্বের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুষ্ঠিত যৌথসভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেছেন, কলকাতা-ঢাকা একসঙ্গে ছবি নির্মাণ করবে, একযোগে প্রদর্শন করবে এটা অত্যন্ত শুভ উদ্যোগ। কিন্তু এই উদ্যোগকে সফল করার জন্য ওপার বাংলায় আমাদের সিনেমা জগতের শিল্পীদের পরিচিত করার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আকাশ সংস্কৃতির কল্যাণে ভারতের অসংখ্য বাংলা স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশে দেখা যায় এবং এর মাধ্যমে সেখানকার ছোটখাটো শিল্পীদেরও এদেশের দর্শক চেনেন। কিন্তু কলকাতার ছবিতে অভিনয় করার সুবাদে নায়করাজ রাজ্জাক ও ফেরদৌস ছাড়া আমাদের দেশের অন্য তারকা শিল্পীদেরও ওখানকার দর্শক চেনেন না। শহীদুল
ইসলাম খোকন বলেন, পশ্চিম বাংলায় আমাদের চলচ্চিত্র শিল্পের সব পর্যায়ের তারকাদের পরিচিতি বাড়ানোর জন্য বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো প্রচারের দাবি আমি করেছি। যদি শিল্পীদের পরিচিতি না বাড়ে তাহলে দুই বাংলায় একযোগে ছবি নির্মাণ কিংবা প্রদর্শন কোনটাতেই আমাদের সিনেমা শিল্পের কোন উন্নয়ন হবে না। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, পশ্চিম বাংলার সঙ্গে ছবি নির্মাণ করতে আমাদের আপত্তি নেই। আমাদের ছবির বাজার বাড়ুক, আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করুক এটা আমরা চাই। কিন্তু এর জন্য প্রয়োজন সুষ্ঠু নীতিমালা। এবং আমাদের দেশের শিল্পীদের পশ্চিম বাংলায় পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, আমরা কলকাতার সব চ্যানেল ঘরে বসে দেখতে পাই। কিন্তু আমাদের কোন চ্যানেল ওখানে চলে না। এই বৈরিতা দূর করতে হবে। আমাদের চ্যানেলগুলো ওপার বাংলায় প্রচার করে আমাদের শিল্পীদের পরিচিত করতে হবে। তা নাহলে একসঙ্গে ছবি বানালেও আমাদের ছবি কলকাতার দর্শক দেখবে- এমন কোন নিশ্চয়তা নেই। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর বলেন, আমি তো যৌথসভাতেই জিৎকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছি, তার সঙ্গে অভিনয় করে আমি পশ্চিম বাংলার দর্শকদের মন জয় করতে অবশ্যই পারবো। কিন্তু কথা হচ্ছে আগে আমাদেরকে কলকাতার সিনেমা দর্শকদের সঙ্গে পরিচিত করতে হবে। আমার বিশ্বাস তারা যদি আমাদের অভিনয় দেখার সুযোগ পায় তাহলে কলকাতার অনেক বড় বড় তারকাকে ভুলে যাবে। মিশা সওদাগর বলেন, এর জন্য কলকাতায় আমাদের চ্যানেলগুলো প্রচারের কোন বিকল্প নেই। আমাদের সঠিক পরিচয় তুলে ধরার সুযোগ পেলে আমরা কলকাতাই নয় মুম্বইয়ের অনেক শিল্পীর সঙ্গেই পাল্লা দিতে পারবো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখন যার বিবেক ও নৈতিকতা এবং বাংলাদেশের স্বার্থ বুঝে সে আমার পোষ্টের সাথে একমত হবে।

অনেক ধন্যবাদ ভাই।

৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

পুংটা বলেছেন: বাংলা চ্যানেল কোলকাতায় নাই কেন??

উত্তর খুজতে এখানে ক্লিক করুন। B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দেখেন এটা ভারতের মাথা ব্যাথা। আমার কথা হল ভারত নিজ দেশের আইন কি করবে না করবে তার জন্য আমরা বিনা বিনিময়ে কোন সুবিধা তাদের দিব না। এই ভাবেই বেরুবাড়ী নিয়েও তারা ৩বিঘা বহু দিন ধরে ঝুলিয়ে রাখছে। আমি নগদে বিশ্বাস করি।

৪৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

পুংটা বলেছেন: উপরের লিংকে...

File No: 1501/34/2009-TV(I)
Government of India
Ministry of Information and Broadcasting

Broadcasting Wing

New Delhi.
Dated: 5th December, 2011

POLICY GUIDELINES FOR DOWNLIKING OF TELEVISION CHANNELS

৮ টাতা পিডিএফ দেওযা আছে। যেখানে নিয়ম নিতি লেখা আছে। B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমরা কথা সিম্পল ভারত এক হাতে দিবে আরেক হাতে নিবে। তার নিজ দেশে কি ঝামেলা সেটা আমার মাথা ব্যাথা নয়।

৪৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

পুরান ঢাকাইয়া বলেছেন: দেশের সার্থে আমরা সব ব্যাপারে কেন দ্বিমত থাকবো বলেন। আজ যেখানে বাংলাদেশ নিজের পরিচয়ে বিশ্বে পা রাখছে সেখানে দেশ বিরোধী কথা এই বাংলাদেশ জিন্দাবাদ বল্লে যেমন খারাপ লাগবে তেমন যে কেউ বল্লেই খারাপ লাগবে। তরুনের আন্দোলন দেশকে সামনে নিয়ে যেতে।

বাংলাদেশ জিন্দাবাদ আপনি রাজনীতিতে অন্ধ না হয়ে দেশটাকে নিয়ে ভাবুন প্লিজ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমি ভন্ড না। যা বাংলাদেশ নিয়ে মনোভাব তথা রাজনৈতিক অবস্থান সেটাই তুলে ধরি। ঐ সমস্ত সুশীলগিড়ি আমার দ্বারা সম্ভব নয়। তাই আমি সরাসরি সব কিছু বলতে ভালবাসি। ব্লগের বেশ কয়েকজন বিএনপি মাইন্ডেডও আমার প্রতি কিছুটা হলেও রাগ যে কেন আমি এভাবে ক্লিয়ার কাট কথা বলি।

তবে ভাই আপনি এটাও জানুন, দেশের স্বার্থে যদি খালেদা জিয়া ও বিএনপিও কোন ভুল বা অন্যায় করে তাকেও ছেড়ে কথা বলব না। আমি বিএনপির সমর্থক জিয়ার মত সৎ ও দক্ষ নেতার জন্য তাই বর্তমান বিএনপির অন্ধ সমর্থক নই।

ধন্যবাদ ভাই।

৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

সুখোই-৩৫ বলেছেন: তথাকথিত পশ্চিম বাংলা(!) যেখানে রাস্তার মানুষ হিন্দি আর ইংরেজী কথা বলতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে, এককালের বাংলার রাজধানী কলিকাতা যেখানে আজ মানুষ বাংলা জানে না, তারা করবে বাংলার উন্নয়ন? ঘোড়াও যে আন্ডা পাড়ে তা দেখলাম আজ। কলিকাতার নিজেরই জান নাই আর করব বাংলার উন্নয়ন। একটা সময় ছিল যখন কলিকাতা আর ঢাকা পাশাপাশি রাখা যেত, কিন্তু এখন আর সে অবস্থা নাই। স্বাধীন বাংলাদেশে কলিকাতা বাঙ্গালি জাতিকে কিছুই দিতে পারবে না।

বাঙ্গালি কারা?
উর্দুকে রাষ্ট্রভাষা করার জন জিন্নাহর ঘোষনার পর ফেটে পরা জনতা।

ক্যালকেশিয়ান কারা?
হিন্দিকে রাষ্ট্রের অফিসিয়াল ভাষা করার পর মেনে নেওয়া মেরুদন্ডহীনরা।

নিজের ঘরে চালচুলার ঠিক নাই আবার আরেকজনরে দিব। শিয়ালের পাদও শুনলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই প্রসেনজিতের কথা শুনে মনে হয় যে এক শিয়ালের র্দূঘটনাক্রমে লেজ কেটে গেলে অন্য সব শিয়ালকে বলে আসো আমরা সবাই লেজ কেটে ফেলি :)

ধন্যবাদ।

৪৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

পুংটা বলেছেন: পুরান ঢাকাইয়া... বাংলাদেশী চ্যানেল ইন্ডিয়ায় দেখানো জরুরী। ইন্ডিয়ার সরকার এখানে বিরাট ফি জুড়ে দিয়েছে। সেই ফি দিলেই চ্যানেল চলবে। সমস্ত বড় বড় মাল্টি ন্যশনাল চ্যানেল ইন্ডিয়ায় ফি দিয়ে ব্রটকাষ্ট করে।

আমাদেরও এমন কোন আইন করলে আমরাও ওদের কাছ থেকে ফি নিতে পারবো... কি বলেন..??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি বলছি যে আমাদের বর্তমান সরকার ভাদা। তারা নিজ বাংলাদেশের স্বার্থ নগদে আদায় না করে ভারতকে সব সুবিধা দিয়ে বসে থাকে। এই কারণেই আমি পোষ্টের মাধ্যমে প্রতিবাদ করছি।

৪৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

পুরান ঢাকাইয়া বলেছেন: অন্ধ ভাবে কোন দলীয় সাপর্টই আমার ভাল্লাগেনা। দলের আগে দেশ লইয়া পোস্টান।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই কেউ ফেরেশতা না। কম বেশী সবার দোষ আছে। তবে বিএনপি আলীগের চেয়ে হাজার গুণ ভাল।

ধন্যবাদ।

৪৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

অতুল মিত্র বলেছেন:
পুঙ্গা তুমি যে জিনিস দেখাইলা এডা তো দিল্লীর বস্তা পোঁচা জিনিস। মমতারে চিন ? হে কিন্তু দিল্লীর কথায় ওঠে আর বসে না। আমগো দেশের ট্রেইন কলকাতা পর্যন্ত যায় দিল্লী না। আর দিল্লী খুব ভাল কইরাই যানে বাংলা জিনিস হিসেবে কি মাল। বাংলা হিন্দীর মত রক না হইলেও ক্লাসিকাল। আর এই জিনিস বানাইতে হইলে দুই বাংলার বেশি আর কি লাগব ? সিনেমা জাস্ট একটা রাস্তা। আমাগো দেশের প্রডিউসার আমরা কলকাতা দিয়া দিল্লী পর্যন্ত রপ্তানী করতে পারুম সেটা মান ? নাকি মান না ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই দেশটা ভিন্ন। এখানে শুধু ভারতীয় বাংলার কথা বলেনি। বরং বলছে উভয় জায়গায়ই হিন্দীকে টেক্কা দেওয়ার কথা। তো পশ্চিমবঙ্গ যেহেতু ভারতবর্ষ তাই আপনাদের উচিত নিজ রাজ্যে গণ সচেতনতা গড়ে তুলা। তামিল নাড়ু যদি হিন্দীর আগ্রাসনমূক্ত থাকতে পারে আপনারা পারবেন না কেন?

৪৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

পুরান ঢাকাইয়া বলেছেন: @ পুংটা ভাই কলকাতায় এখনো বাংলা চ্যানেল এভেলেবল নারে ভাই। তবে সরকার চাইতেছে। খামোখা এইটা নিয়া তর্ক না কইরা কেমনে কি করা যায় এগুলা বলেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই, ভারত হইল শক্তরে ভক্ত নরমেরে যম! আপনে নেপালের দিকে দেখেন। ঋত্নিক রৌশন বলছিল নেপালও ভারত। কারণ সেখানে আরো ব্যাপক হিন্দি সিনেমা চলে। সেখানে গেলে কারোর মনেই হয়না যে নেপাল ভারত হতে আলাদা রাষ্ট্র।

তাই বাংলাদেশের সরকার যদি শক্ত হত ভারত এইভাবে একতরফা সুবিধা নিতে পারত না।

ধন্যবাদ।

৫০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

পুংটা বলেছেন: অতুল মিত্র.... দাদা, আপনার মমতা দিদির যে আইনটা আছে, সেটা আমাদের সামনে দিন না... আমরা একটু পড়ে দেখি। অবশ্যই সেটার কোথাও লেখা আছে যে, কেন কলকাতায় বাংলাদেশী চ্যানেল দেখাবে না। দিন না দাদা। B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৫১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

পুংটা বলেছেন: পুরান ঢাকাইয়া... এখন তো আমাদের চ্যানেল ওখানে ফি ছাড়া লিগালী চালানো প্রায় অসম্ভব। আগে চুপিচুপি নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের কিছু কিছু চ্যানেল ঘরে বা হোটেলে চলতো। এখন সেট আপ বক্স দিয়ে দিয়েছে। পুরো ঘিরা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আর আমাদের সরকার এখন ভারতীয় সিনেমার জন্য দুয়ার খুলে দিচ্ছে। হাসিনা হইল ভারতের দালাল।

৫২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

পুংটা বলেছেন: আপাতত ক্লাস এপর্যন্তই। বাংলাদেশ জিন্দাবাদ জানতে চেয়েছেন, আমিও তাকে জানানোর চেষ্টা করেছি। কতখানি সফল হয়েছি জানিনা। তবে জানার তৃষ্ণা বেচে থাক।

তয় ভারত নিয়ে আজে বাজে কিছু কইলে খালাম্মারে কইয়া দিমু। B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শুনেন আপনেই আমারে অহেতুক আক্রমণ করছেন আড়ে। আমি কি আপনাকে বা অন্য কোন ব্লগারকে সরাসরি কিছু বলছি! সে যাই হৌক আপনার মতামত বিবেকবান ব্লগারগণ দেখবে।

৫৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

সুখোই-৩৫ বলেছেন: পাকিস্তানীরা যখন মুসলিম মুসলিম ভাই ভাই বলে খাতির দিতে আসে তখন যেমন লাগে, ক্যালকেশিয়ানরা যখন বাঙ্গালি বাঙ্গালি ভাই ভাই বলে খাতির দিতে আসে তখনও তেমন লাগে।

শুয়োরের বাচ্চারা সোরওয়ার্দি যখন প্রস্তাব দিছিল অখন্ড স্বাধীন বাংলা করার, তখন তোদের বাঙ্গালিত্ব কোথায় ছিল? কুত্তার বাচ্চারা, পাকিস্তানীদের সাথে আমাদের ফেলে রেখে ভারতমাতার শিশ্ন চাটতে গেছিস? যা তোদের যখন এতই ভারতীয় হবার ইচ্ছা ভারতীয়ই হ, বাঙ্গালি হইতে আসছিস কেন আবার?

স্বাধীন বাংলাদেশ বানিয়ে আমরা বাঙ্গালি জাতির জন্য নিজস্ব দেশ তৈরী করেছি। আমরা ভারতীয় বা পাকিস্তানী হতে চাই নাই, বাঙ্গালি হতে চেয়েছি। আমরা তাইই হয়েছি। তোদের আমাদের দরকার নাই। ৪৭-এ যখন দরকার ছিল তখন পাই নাই, এখন না হলেও চলবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কি পাকিস্তান কি ভারত যেই অন্যায় করবে তার সমালোচনা করা হবে। আমাদের কাছে নিজেদের মর্যাদা ও স্বার্থ রক্ষা করেই অন্য দেশের সাথে সম্পর্ক। কোনমতেই বিকিয়ে নয়।

ধন্যবাদ।

৫৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

সবখানে সবাই আছে বলেছেন: আপনার পোস্ট এ সহমত। সরকারের সিদ্ধান্ত ভুল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৫৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

রিফাত হোসেন বলেছেন: এইটা থেকে ফায়দা পাওয়া যেত কিন্তু আমাদের মানুষ গুলা কেমন যেন রাজাকার মীর জাফর টাইপের .. .
আমাদের সিনেমা প্রচারে না নামালেও তাদের টা র জন্য ঠিক ই কর্বে। . ::-(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আলীগ ও হাসিনা কখনই বাংলাদেশের মানুষের অনুমতিতো দূর সংসদেরও অনুমতি নিয়ে ভারতের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি করে না। হাসিনা দালালের জন্য ভারত শুধুই নেয় কিন্তু বাংলাদেশ তেমন কিছু পায় না।

ধন্যবাদ।

৫৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪

অতুল মিত্র বলেছেন:
লেখক আমি সিলেটে বসবাস করছি । জন্ম নিছি বাংলাদেশী মায়ের গর্ভে। বাবা তার জন্ম সূত্রে কিশোরগঞ্জের।

আমি বঙ্গ ভঙ্গ আজও মেনে নিতে পারি না। এগুলা সবই বৃটিশ ,পাকি জিন্নাহ আর হিন্দু মালায়নদের তৈরি করা প্রদেশ বিভাজন। ঠাকুর বাবা কিন্তু এই স্বপ্ন নিয়ে চিতার আগুনে ছাই হয়ে যান নাই। আমারও ইচ্ছা করে না ইন্ডিয়ার তৈরি জিলেট ব্যবহার করতে বা তাদের বানানো বাইক বা আটো রিক্সা তে চড়তে।
কিন্তু আমি একটা জিনিস বুঝি এটা হইল Exchange.

শিল্প ব্যবসায় নিয়ে বলছেন তো।

টাকা তো পাগলেও বোঝে। সুতরাং আমি না খাইয়া কলিকাতারে খাওয়ামু , মাথা নষ্ট না কি ? এক ভাষা এক জাতি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমাদের র্দূভাগ্য পশ্চিমবঙ্গের কাউন্সিলাররা ভারতে যাওয়ার পক্ষে ভোট দেয়। সোহরাওয়ার্দী সহ পূর্ববঙ্গের সবাই চেয়েছিল আমরা যেন অখন্ড বাংলা হিসেবে স্বাধীন হই। তাইলে পাকিস্তানতো দূর ভারতের সাথেও আমাদের যেতে হত না। আমরাও ১৯৪৭তেই স্বাধীন পুরা বঙ্গ নিয়ে স্বাধীন বাংলাদেশ হতে পারতাম। এর পিছনে যদিও বৃটিশ চক্রান্ত আছে তার উপর নেহেরু, বল্লভ ভাই প্যাটেল এরাই অখন্ড বাংলা স্বাধীন হওয়ার পূর্বে মূল বাধা দেয়। জিন্নাহ বলেছিল যদি অখন্ড বাংলা স্বাধীন হয় তবে এটার হিন্দুস্থান বা পাকিস্তান কারো সাথেই যোগ দিবে না। জিন্নাহ আরো বলছিল কোলকাতা ছাড়া বাংলার কি মর্যাদা আছে? কিন্তু ঐ কাউন্সিলারদের জন্যই অখন্ড বাংলা স্বাধীন হয়নি। তাদের মধ্যেই প্রথম হিন্দু ধর্মের জন্য দিল্লীকে বেছে নেয়। অথচ পূর্ববঙ্গের নেতারা প্রথমে পাকিস্তান চান নাই।

ওয়েল কে হিন্দু কে খ্রীষ্টান এই নিয়ে ব্যাবসায় বিভাজন চলে না। মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে ব্যাবসা করতে ইসলামে কোন বাধা নেই। তবে বর্তমান হাসিনার সরকার হল খাটি ভারতের দালাল। আমরা কি পেলাম না পেলাম তা নিশ্চিত না করেই ভারতকে ঠিক দিয়ে দেয় এই হাসিনা গং।

৫৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

ম.র.নি বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী বেশ অনেকগুলো বছর কাটিয়েছেন 'র' এর সেবা নিয়ে।উনার চিন্তা ধ্যান ধারনা তখন থেকেই' টিউন্' বা 'পলিশ্ করা'।এক সময় লন্ডনে এক সাক্ষাতকারে ইনি বলেছিলেন বাংলাদেশের জনগনের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন।(রেফ: সিরাজুর রহমান) তাই উনি সব সময়ই বাংলাদেশের চেয়ে ভারতের স্বার্থটাই বেশী দেখবেন।সমস্যাহলো দেশের লীগের আবালদের মাথায় গোবর থাকায় তারা দালালী দেখেও না দেখার ভাঁণ করে 'আন্ধা' সেঁজে থাকে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত ভাই।

অনেক ধন্যবাদ।

৫৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

ইকবাল পারভেজ বলেছেন: যেইখানে হিন্দি সিনেমা আর ভারতীয় চ্যানেল দুইটাই বন্ধ করা দরকার সেইখানে করছে এই কাম।

আমাগো সরকারের চিন্তাভাবনা সবসময়ই আমার মাথার উপর দিয়া যায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ইকবাল ভাই, আমরা যতই চেচাই না কেন হাসিনার মনটা পড়ে থাকে ভারতের জন্য :)

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.