নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

আমরা ভর্তূকী দিলেও ভারতকে অগ্রাহ্য করে চীনকে গভীর সুমুদ্র বন্দর লিজ ও তার জ্বালানি পরিবহনে আয়ের পথ হল পাকিস্তানের!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯











চীনের নৌশক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন ভারত



চীন ক্রমবর্ধমান জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ও সমুদ্রপথ নিয়ন্ত্রণে নেয়ার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের গোয়াদার বন্দর পরিচালনার দায়িত্ব চীন গ্রহণ করায় দেশটির সে প্রচেষ্টা আরেক ধাপ এগিয়ে গেছে। এর ফলে আরব সাগরে সম্ভাব্য একটি নৌঘাঁটি স্থাপনের সুযোগ হাতের নাগালে পেয়ে গেছে চীন। আর এটাই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এএফপি।



পাকিস্তানের মন্ত্রিপরিষদ গত ৩০ জানুয়ারি গোয়াদার বন্দর চীনের নিয়ন্ত্রণে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করে। গোয়াদার বন্দর পরিচালনার দায়িত্ব সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল থেকে রাষ্ট্রায়ত্ত চায়না ওভারসিজ পোর্ট হোল্ডিংস লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বন্দরের পরিচালনার দায়িত্ব পাওয়ায় আরব সাগর ও হরমুজ প্রণালীর সাথে চীনের সংযোগ স্থাপিত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির েেত্র চীনের হাজার কিলোমিটার দূরত্ব কমে যাবে।

এই বন্দরটি নির্মাণে প্রাথমিক ব্যয় ২৫ কোটি মার্কিন ডলারের ৭৫ শতাংশই পরিশোধ করেছিল চীন। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বন্দরটি চীনকে দিয়ে ওয়াশিংটনের কাছে বিরাগভাজন হতে চাননি। ফলে সিঙ্গাপুরের পিএসও ইন্টারন্যাশনালকে ৪০ বছরের জন্য এটি লিজ দেয়া হয়।

এই বন্দরটি চীনের কাছে হস্তান্তরে চুক্তি সম্পাদনের পর এ নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে।

তবে পাকিস্তান ভারতের এ উদ্বেগকে নাকচ করে দিয়ে বলেছে, অন্যের সিদ্ধান্তের ব্যাপারে দিল্লির নাক গলানোর দরকার নেই।

এ দিকে চীন তিব্বত সীমান্তের কাছে নেপালের লারচায় ১ দশমিক ৪ কোটি মার্কিন ডলার ব্যয়ে একটি ড্রাই পোর্ট নির্মাণ করছে। তারা আরো পাঁচটি বন্দরও নির্মাণ করছে। এ ছাড়া বিশাল ভারতীয় বাজারের কথা বিবেচনা করে পরিবহন সংযোগও উন্নত করেছে।

বাংলাদেশের বঙ্গোপসাগরের দ্বীপ সোনাদিয়ায় ৫০০ কোটি ডলার ব্যয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণেও ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনও বিনিয়োগে আগ্রহী।

শ্রীলঙ্কা ২০১২ সালের জুনে ৪৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে হাম্বানটোটায় একটি গভীর সমুদ্রবন্দর উদ্বোধন করেছে। দিনে প্রায় ৩০০ জাহাজ এ বন্দরটি ব্যবহার করে। এটি চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত হয়েছে। এতে অবশ্য চীনের কোনো শেয়ার নেই। তবে তারা কলম্বো ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনাল লিমিটেডের ৮৫ শতাংশ শেয়ার নিয়েছে। তারা কলম্বো বন্দরসংলগ্ন একটি নতুন কনটেইনার বন্দর নির্মাণ করছে।

এ ছাড়া চীন মিয়ানমারেও একটি বন্দর ও জ্বালানি পাইপলাইনের সহায়তাদাতা। এর মাধ্যমে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত গ্যাস ও তেল চীনের ইউনান প্রদেশে পাঠানো হবে। আগামী মে মাসে এটির নির্মাণকাজ শেষ হবে।

এসব বন্দরকে ২০০৪ সালে পেন্টাগনের জন্য তৈরি প্রথম রিপোর্টে ‘মুক্তোর মালা’ অভিহিত করা হয়েছে। মনে করা হচ্ছে, এসব বন্দরের মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটির সমতুল্য সম্ভাবনা রয়েছে।



http://www.dailynayadiganta.com/new/?p=119819



*******************

সেই ২০১০ সালেই বাংলাদেশে একটি গভীর সুমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব দেয়। আর্থিক সহ কারিগরী সহয়াতারও প্রস্তাব ছিল;



Click This Link



কিন্তু দিল্লী আপত্তি করলে দিপু মণি এই প্রস্তাবে ভেজাল লাগায়। চীনকে সে পাল্টা বলে ভারতও এতে যৌথ অংশীদার হতে চায়। ফলে চীন আরে আসে নাই। ভারতের আপত্তি;



But India's overtures are dwarfed by Bangladesh's flourishing friendship with its main trading partner, China, a big weapons supplier that is also helping build ports in the riverine nation that straddles the Ganges Delta and the Bay of Bengal.



Click This Link



অন্য দিকে অভিন্ন নদ নদীর পানি বিশেষ করে তিস্তার সুষ্ঠ চুক্তি না করতে পারলেও হাসিনা ২০১০ সালে ভারতের সাথে গোপন শর্তে চুক্তি করে আসে। এতদিন বলা হচ্ছিল যে পূর্বের ১৯৭২ মুজিব-ইন্দিরা চুক্তি অনুসারে পুরোনো নৌ ট্রানজিট সহ নতুন সড়ক, রেল ও সুমুদ্র বন্দর ভারতকে ব্যাবহার করতে দিলে আমরা টোল পাব। কিন্তু পুরানো নদী পথের ট্রানজিট হতেতো নয়ই এমনকি নতুন সেক্টরের ট্রানজিটেও ভারত কি ফি দিবে তা অনিশ্চিত। আর হাসিনার উপদেষ্ট মসিউর বলেই দিছে "ভারত হতে ফি চাওয়া অসভ্যতা" অথচ বাংলাদেশ যেখানে সিঙ্গাপুর হয়ে যাওয়ার কথা। উপরন্ত ভারত তার নৌযান ও ট্রাকের জন্য যে জ্বালানি কিনে সেটা আন্তর্জাতিক বাজার দরে নয় বরং বাংলাদেশের আভ্যন্তরীন ভর্তূকী মূল্যে দেওয়া হচ্ছে;



ফি না নিয়ে উল্টো ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ: দেবপ্রিয়



Click This Link



আমরা সিঙ্গাপুর হইবা না হই শ্রীলংকায় চীনের সাহায্যে নির্মিত হাম্বানটোলা গভীর সুমুদ্র বন্দরে প্রতিদিন ৩০০ জাহাজের মালামাল উঠানো সম্ভব। এতে যদি তাদের প্রতি জাহাজে গড়ে এক লক্ষ ডলার আয় হয় তবে দৈনিক ৩ কোটি ডলার আয় হবে। এই হিসেবে তাদের মাসে ৯০ কোটি ও বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার আয় হবে।



আপন লাভ পাগলেও বুঝে। কিন্তু দালাল শাসক সেটা জনগণের ক্ষতি করে বিদেশের উপকার করে। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বিধায় হাসিনা ২০১০ সালে করা চুক্তির বিষয়ে আগেতো কিছুই বলেনি এখনও গোপন রাখছে। হাসিনার কথা হল বাংলাদেশ কি পেল না পেল তার চেয়ে ভারত লাভবান হল কিনা এটাই তার মুক্তিযুদ্ধের চেতনা। এর বিরুদ্ধে বললেই সে রাজাকার। মানে আপনাকে ভারতের একতরফা উপকার করতে যেয়ে ক্ষতি সহ্য করতে হবে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

আধারের কবি বলেছেন: =p~ =p~বাল এখন বিচারে ব্যস্ত সুউউউউউউউউউউউউ (চুপ থাকার ইমো হবে)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :(

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তান একটা ইন্টারন্যাশানাল বেশ্যা।

তারা আমেরিকাকে ঘাঁটি করতে দেয়, cia কে অপারেশন চালাতে অনুমতি দেয়।
আবার লাদেনকেও গোপনে আশ্রয় দেয়। রাষ্ট্রিয় মদদে লাল মসজিদে সন্ত্রাসি পালে, আবার আমরিকান নির্দেশে হামলাও চালায়।
এই ইন্টারন্যাশানাল বেশ্যা দেশটি কাকে কি লিজ দিল তাতে কারও কিছু আসে যায় না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সারা রাইত রামায়ণ পইড়া কন সীতা কার বাপ! পাকিস্তান ও মায়ানমার দিয়ে চীন জ্বালানি তেল নিলে তার কতটা সুমুদ্র পথ বাচে একবার ভাবছেন? এতে কি দুই দেশই চীন হতে টোল পাবে না? নাকি আপনার দেশ রত্ন হাসিনা যে ভাবে ভারতকে ভর্তূকী দেয় সেটাই চীনকে দিবে? এটা একটা উদাহরণ মাত্র যে পাকিস্তান ও শ্রীলংকা উভয়েই ভারতের মাতবরি উপেক্ষা করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে। আপনেদের কথা হল বাংলাদেশ নিজের ক্ষতি করে হলেও ভারতের উপকার করবে :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

শওকত বলেছেন: যখন ঐ ইন্ডিয়ানরা আমাদের সীমান্তে নির্বিচারে গুলি করে এদেশের সাধারন মানুষদের হত্যা করে তখন কোথায় থাকে ঐ সব তথাকথিত সুশীল সমাজ ???

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: উপরে হাকা আসছে হাসিনার ভারতের দাসগিড়িকে বৈধতা দেওয়ার জন্য। এটাই হল তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা :)

ধন্যবাদ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

বিডি আইডল বলেছেন: নিজ দেশের ভালো সবাই বুঝে..এমনকি হাসিনাও...তবে উনি ইন্ডিয়ারে কতটা নিজের দেশ ভাবেন...সে প্রশ্ন অবান্তর

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

অনেক ধন্যবাদ বিডি ভাই।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

ধৈঞ্চা বলেছেন: হাসিনার কথা হল বাংলাদেশ কি পেল না পেল তার চেয়ে ভারত লাভবান হল কিনা এটাই তার মুক্তিযুদ্ধের চেতনা। এর বিরুদ্ধে বললেই সে রাজাকার --পূর্ণ সহমত।
কথায় আছে জাশি নাকি কচি বয়স থেকেই টার্গেট করে ধাপে ধাপে ব্রেণ ওয়াশ শুরু করে এবং আমরা তার বাস্তবায়নও দেখি কিন্তু যারা লীগ করে তাদের ধাপে ধাপে ব্রেন ওয়াশ করতে হয়না বরং আওয়ামী মেশিনে ঢুকলেই ওয়াশ হয়ে যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে বাকশালীদের বিবেক ও আত্না হাসিনার কাছে বন্ধক থাকে।

ধন্যবাদ।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ShusthoChinta বলেছেন: পোস্টের বক্তব্য তো একেবারে ক্লিয়ার কাট,প্যাঁচানোর কোন সুযোগ নেই! অথচ তারপরও বালের বালরা পাকিস্তানকে টেনে আনছে! আমার দেশ গোল্লায় যাক ভারতের উপকার করতে হবে! দেশের মানুষ জাহান্নামে যাক জামাত শিবিরের কয়েকটা রাজাকারকে মারতে হবে! বালের বাল আমার,মেজাজটা পুরা খিঁচরে যায়!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তাদের কথা হইল অন্য দেশ ভারতকে উষ্টা দিয়া নিজেদের লাভ করুক। কিন্তু হাসিনা বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করে দিল্লীকে খুশী করে চলবে। এটাই হল তাদের স্বাধীনতার স্বপক্ষের আদর্শ :)

ধন্যবাদ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

মাজহারুল হুসাইন বলেছেন: সরকার ভারতের সাথে মিলে বাংলাদেশের গর্ব, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে । যে ভারত কিনা এখনও সুন্দরবনের বাঘ রক্ষা প্রজেক্টের একটা পয়সাও বাংলাদেশের সাথে শেয়ার করেনি ।

সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব নিরূপণ বা ইআইএ বিশ্লেষণ-১ এবং সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব নিরূপণ বা ইআইএ বিশ্লেষণ-২

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা থাকতে এই ধরণের যৌথ ইস্যুতে ভারতের অর্থ খরচের কোন প্রয়োজন আছে কি? বরং হাসিনা অস্থির যে দিল্লী দাদাদের জন্য আরো খরচ ও সেবা করন যায় ;)

ধন্যবাদ।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

রাসেল ভাই বলেছেন: আমার কমেন্ট মুছে দিলেন নাকি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: না ভাই, এই পোষ্টে কারোরই কমেন্ট মুছিনি! হতে পারে এটা সামুর সিষ্টেম বাগ :(

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

মুহাম্মাদ আলী বলেছেন: কি বলবো ভাই
এই দিল্লির পাচাটা গোলাম সরকারকে যে কেন জনগন ভোট দেয়।ভারতের চামচামিতে এদের নির্লজ্জতা দেখলে আমি হতাশ হয়ে যাই।নিজের দেশের চাইতে ভারতকে এরা কিভাবে এত ভালোবাসে?

যাক পোস্ট এ ভালো লাগা দিয়ে দিয়ে গেলাম

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই তবুও মানুষকে সচেতন করা জরুরী বলে মনে করি।

ধন্যবাদ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

বটতলার টারজান বলেছেন: ইন্ডিয়া পাকিস্তান দুইটারই খেতা পুড়ি ! X( X(

বাংলাদেশের উচিত আস্তে আস্তে এদের সাথে ব্যাবসা কমায় ইস্ট এশিয়া টার্গেট করা !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.